1 Attachment(s)
করোনা ভাইরাসের ফরেক্স মার্কেটে ইতিহাস সৃষ্টি করছে
[ATTACH=CONFIG]10365[/ATTACH]
বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে ফরেক্স মার্কেটে ইতিহাস সৃষ্টি করছে। ফরেক্স মার্কেটের অবস্থা খুবই অস্থির, মার্কেট খুব দ্রুত আপ বা ডাউন করছে। সাপোর্ট, রেজিস্টেন্স, ট্রেড লাইন কোন কিছুই ভালভাবে কাজ করছে না, যদিও একটা ছন্দে ছন্দ মিলিয়েই আপ বা ডাউন হচ্ছে। এখন আপনি আমি যদি মনে করি অনেক ডাউন হয়েছে বা অনেক আপ হয়েছে আর হবে না তাহলে কিন্তু মার্কেট আমাদের ডিরেকশনে যাবে না। বুদ্ধিমানের কাজ হবে মার্কেট যেদিকে আমাদের গতিপথকেও সেদিকে করে দেয়া। স্রোতের বিপরীতে যদি পড়ে যাই তাহলে কিন্তু একাউন্ট বাচানো সম্ভব হবে না। সবার ট্রেডিং একাউন্টের সুস্বাস্থ কামনা করছি।