আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
Printable View
আমি ফরেক্স এ নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করি তেমন কোন ইন্ডিকেটর অনুসরন করি না । আমার কি কোন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করা উচিৎ । আপনারা কে কোন ইন্ডিকেটর অনুসরন করেন এবং কেন করেন ।
ইন্ডিকেটর অর্থ হলো নির্দেশক। ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা। মাঝে মাঝে আর এস আই ব্যবহার করি।
কিছু ইন্ডিকেটর খুবই কাজে দেয় । অবশ্য কোন ইন্ডিকেটর আপনার ভাল কাজ করবে সেটা নির্ভর করে আপনার ট্রেডিং স্টাইল এর ওপর । আমি একজন স্ক্যাল্পার । আমি ব্যবহার করি মোভিং এভারেজ , স্টোক, প্যারাবোলিক এস আর, এমএওসিডি, এবং জিগজাগ ।
ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে গেলে আমরা মার্কেট কে ভিবিন্ন ভাবে এনালাইসিস করি। আর এনালাইসিস তিন প্রকার। তিপ্রকার এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করী। তবে আমি শুধু এম এফ লাইন এবং আর এস আই এর সমন্বয়ে ফরেক্স মার্কেট ট্রেড করি। আর এস আই যদি ইঙ্ক্রেসিং নির্দেশ করে তাহলে প্রাইস দিক্রেসিং আর যদি ডীক্রেসিং নির্দেশ করে তাহলে প্রাইস ইঙ্ক্রেসিং। এ ছাড়া আমি আরও ইনডিকেটর ব্যাবহার করি।
ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাছ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার ক্রি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।
আমি ট্রেন্ড নির্ধারন এর জন্য ম্যাকডি ইউস করি। মার্কেটের বাই সেল প্রেশার বোঝার জন্য আর এস আই ইন্ডিকেটর এর তুলনা হয় না। আর মাঝেমাঝে অসাম অসিলেটর ইউস করি এটাও ট্রেন্ড নির্ধারন করার জন্য ব্যবহার করি। এ বাদে অন্য কোন ইন্ডিকেটর তেমন কোন ভাল ফলাফল দেয় না বলেই আমি দেখেছি। এর সাথে সাপোর্ট রেসিসটেন্স খোজার জন্য ফিবোনাচ্চি রিট্রেচমেন্ট এর সহযোগিতা নিই।
আমি সেভাবে কোন ইন্ডিকেটার ব্যবহার করি না। তবে দুটি ইন্ডিকেটর ফলো করি। যেমন: আর এস এই এবং মভিং এ্যাবারেজ। আমার কাছে এই দুটো অনেক বেশি কার্যকরী মনে হয়। এদুটোর সাহায্যে আপনি মার্কেটের পজিশন নির্নয় করতে পারেন। তবে এদুটোকে আপনার মত করে সেটিং করে নিতে হবে।
আমি ফরেক্স মার্কেটে যখন প্রথম প্রথম ট্রেড করি তখন ঈন্ডিকেটর এর কথা শুনে খুব খুশি হই এই ভেবে যে ঈন্ডিকেটর দিয়ে হয়তবা নিশ্চিত লাভ করা যায় !! কিন্ত পরবর্তীতে ঈন্ডিকেটর এর তিক্ত স্বাদে আমি আর সামনে এগিয়ে যেতে সাহসবোধ করিনি ফরেক্স মার্কেটে সবসময় নিজেকে ট্রেডিং স্কিল এর চেয়ে কোন ধরনের ঈন্ডিকেটর কিংবা রোবটকে বড় করে দেখবেন না কারণ ঈন্ডিকেটর হল শুধুমাত্র একটা নির্দেশক যা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে নির্দেশ দিতে পারে কিন্ত নিশ্চিত কোন প্রফিট দিতে পারে না
আমি কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করি। এরা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিকেটর দ্বারা আমরা মার্কেটের ভবিষ্যৎ মুভমেন্ট সম্পর্কে ধারনা পেতে পারি। আমি ডেমোতে ইন্ডিকেটর ব্যবহার করে ভাল ফল পেয়েছি তাই এর প্রয়োজনীয়তা অনুভব করছি। আমাদের এর ব্যবহার ভালভাবে শিখা উচিত।
ইন্ডিকেটর অধিকাংশ সময় প্রাইসের ভ্যালু সম্পর্কে ধারনা প্রদান করে। আবার কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের ট্রেন্ড কোনোদিকে তা নির্দেশও করে থাকে। এজন্য অনেকেই ইন্ডিকেটর ব্যবহারে আগ্রহী। আমি নিজে নিয়মিত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি। তবে মাঝে মাঝে বোলিংজার ব্যান্ডও ব্যবহার কররি।
মুভিং এভারেজ, ফিবনাক্কি ইত্যাদি ধরনের ইন্ডিকেটর ফরেক্সে আছে। আমি নরমালি মুভিং এভারেজ ইন্ডিকেটর টাই ব্যবহার করি। ইন্ডিকেটর হল নির্দেশক। ইন্ডিকেটরের সাহায্যে মার্কেটের গতিবিধি সম্পর্কে ধারনা পাওয়া যায়। ইন্ডিকেটরের সাহায্যে প্রাইস ভ্যালু সম্পর্কেও ধারনা পাওয়া যায়। ইন্ডিকেটর ব্যবহার করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিলে সুফল পাওয়া যায় অনেকাংশে।
ফরেক্স মারকেটে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছি এবং অনেক ইন্ডিকেটর আছে অনেক ধরনের ইন্ডিকেটর দেখা জায় তবে এর মধে আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ আমার খুভ ভাল লাগে তাই আমি মুভিং এভারেজ ব্যবহার করে থাকি এবং মুভিং এভারেজ দিয়ে আমি ভাল প্রফিট করতে পারি তাই আমি মুভিং এভারেজ ব্যবহার কর থাকি ।
ফরেক্স মার্কেটে অনেক ইন্ডকেটরের মধ্য আমার সব চাইতে ভাল লাগে মুভিং এবারেজ। কারন ফরেক্স ট্রেড করতে গিয়ে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে এটাকে ভেছে নিয়েচি।এবং মুবিং এভারেজ ব্যবহার করে আমি অনেক মজা পেয়েছি।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে ভাল প্রফিট করার জন্য একেক ফরেক্স ট্রেডার একেক ইন্ডিকেট্র ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করে থাকে তাই আমি ফরেক্স মার্কেট এ আর এর আই ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেডিং করি তার পাশে ফরেক্স মার্কেট এনালাইসিস করি নিউজ দেখে ট্রেডিং করি
আমি আপাতত মুভিং এভারেজ ছাড়া কোন ইন্ডিকেটরই ব্যবহার করছি না । আমার কাছে মুভিং এভারেজই বেস্ট ইন্ডিকেটর মনে হয় । তবে মুভিং এভারেজের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে । তাই মুভিং এভারেজ ব্যবহার করলে ভালভাবে বুঝে ব্যবহার করতে হবে । আর ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার উপর আমি বিশ্বাসী না ।
ফরেক্স মার্কেটে আমি নতুন এখনো রিয়াল ট্রেড করিনাই ডেমো প্রেকটিস করতেছি । আমার ইনডিকেটর সম্পর্কে কোন ধারনা নেই তাই আপনাদের কাছে জানতে চাই ইনডিকেটর ব্যাবহার করলে কি ভাল প্রপিট করা যায় । কোন ইনডিকেটর ব্যাবহার করলে ভাল হবে।
কিছু কিছু ইন্ডিকেটর আছে যে গুলো আপনার ট্রেডিং এর ক্ষত্রে অনেকটা সহায়ক হয়। ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এর পৃর্ববর্তী দিকনির্দেশনা পেয়ে থাকি এই রকম ফরেক্স মার্কেটে অনেক ইন্ডিকেটর আছে
আপনি প্রথমে ডেমো একাউন্টে এইসব ইন্ডিকেটর গুলো ব্যবহার করে দেখতে পারেন যদি ভাল ফলাফল পান তবে রিয়েল ট্রেডে ব্যবহার করতে পারেন
অামি যখন ফরেক্স মার্কেটে প্রখম ট্রেড করা শুরু করি তখন আমার একমাত্র ভরসার নাম ছিল ইন্ডিকেটর । মেটা টেডারে ইন্ডিকেটর দিয়ে ভরে রাখতাম । দিন যত যেতে লাগল আমার ইন্ডিকেটর এর প্রতি বিশ্বাস তত বেশি হারাতে লাগলাম । এখন আমি ইন্ডিকেটর ব্যবহার করিনা ।
আমার জানা মতে ফিবোনস্যি এনালাইসিস টা খুব ভালো । তবে আমি এই এনালাইসিস খুব ভালো বুঝতে পারিনা । আমি এই এনালাইসিসটি শেখার অবস্থাই আছি । তবে আমি এখন ক্যান্ডেলসটীক এনালাইসিস করে ট্রেড করি এবং সাথে সাপোর্ট এবং রেসিসট্যান্স ইন্ডিকেটর ব্যাবহার করি । এতে আমি ফরেক্স মার্কেট এর সাময়িক গতিবিধি অনুমান করতে পারি । আমার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস মেথড গুলো ভালো লাগে ।এছাড়া আমি প্যারাবলিক সার ব্যবহার করি ।
আমি ডেইলি পিভট পয়েন্টের উপর ট্রেড করি।তাই আমার কোন সিগনাল ইন্ডিকেটরের প্রয়োজন পড়ে না।শুধু প্রতিদিনের পিভট পয়েন্ট দেখার জন্য পিভট পয়েন্ট ইন্ডিকেটর ব্যবহার করি।তাছাড়া অন্যান্য ইন্ডিকেটর আর ব্যবহার করি না।
আমি মাকের্ট এনালাইসিস এর জন্য bollinger bands and moving averange and RSI ইন্ডিকেটর ব্যবহার করি। আমি এর বেশি ইন্ডিকেটর এর ব্যবহার জানিনা। তবে জানার চেষ্টা করছি । আরো ভাল ইন্ডিকেটর আছে বেশি ইন্ডিকেটর এর ব্যবহার জানা থাকলে অনেক সুবিধা হয় ।
না আমি কোনো ইনডিকেটর বেবহার করিনা.বরং আপনার মতই মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি.আহামরি যে লাভ হয় টানা তবে উপ্পার্জন টা নিজের চেষ্টায় করছি.আর ইনডিকেটর যে আপনাকে শতভাগ লাভ আনে দিবে তাও না.অতয়েব এর চেয়ে ভালো নিজেই পরিস্স্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করি.এবং ইনডিকেটর এর উপর নির্ভর করলে কখনই নিজে ট্রেডিং শিখতে পারবনা.
ফরেক্স এ ইন্ডিকেটর কে অনুসরণ করে ট্রেড করা ভাল না। এরপরও মাঝে মাঝে ট্রেড করতে হলে ইন্ডিকেটর এর সাহায্য নিতে হয়। আমি মভিং এভারেজ ,প্যারাবোলিক এস আর মত ইন্ডিকেটর ব্যবহার করি। ফরেক্স এ ইন্ডিকেটর অনুসরণ করে ট্রেড করার সময় মনে রাখতে সব সময় ইন্ডিকেটর এর সিগনাল কাজে লাগে না।
অামি এখনো ট্রেড করিনি রিয়েল ট্রেড । যার কারণে আমি মনে করি যে ডেমোতে আমি যদিও কয়েকটা ঈন্ডিকেটর ব্যবহার ইতিমধ্য করেছি । তবে বর্তমানে অনেক বেশি ভুয়া ঈন্ডিকেটর এর প্রচলন ঘটেছে অনলাইনে । আর অনলাইনে সুলভ হওয়ার কারণেই অনেকে প্রতিনিয়ত ঈন্ডিকেটর নিয়ে দ্বীধা দ্বন্ধে পড়েছে । আর আমি মনে করি যে ঈন্ডিকেটর এর চেয়ে মেনুয়াল ট্রেডিং এর দিকে বেশি নজর দেওয়া উচিত । আর যথেষ্ট দক্ষতা অর্জন করতে হলে অবশ্যেই লেগে থাকতে হবে ।
ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
হ্যা আমি Bollinger Bands, Parabolic SAR and RSI ইন্ডিকেটর ব্যবহার করি। আরো অনেক ইন্ডিকেটর আছে, যেগুলোর ব্যবহার জানা দরকার। তরে আপরি যে ইন্ডিকর এর আপনার অনুমান ম্যাচ করে আপনি সেই ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
আমার মতে যারা ফরেক্স ব্যবসা করে তার সবাই ট্রেড করার আগে মার্কেট নিউজ এবং কিছু সংকেত ব্যবহার করে থাকে, তবে কে কোন ধরনের সংকেত ব্যবহার করবে এটা নির্ভর করে তার মনের উপর, তাই আমি আমার পসন্দ মত কিছু সংকেত ব্যবহার করি, আমার মনে হয় সংকেত গুলো আমার ভালো উপকারে আসে।
ফরেক্স মার্কেটে হাজারো রকমের ইন্ডিকেটর রয়েছ। ারর মাধ্যমে আপনি কি না মার্কেট অন্যালাসিস করার জন্য অনেক উপকারে আসবে। তবে আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করবেন তা আপনি প্রথমে ডেমো ট্রেডে ব্যবহার করে এর কার্যকারীতা সম্পর্কে জেনে নিতে পারেন এবং তার পর রিয়েল ট্রেডে ব্যবহার করতে পারেন।।।।।।
ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয় । মেটা ট্রেডার 4 এ ডিফল্ট ভাবে কিছু ইনডিকেটর দেওয়া আছে। তার মধ্যে মুভিং এভারেজ ইন্ডিকেটর , আর এস আই , স্টকাস্টিক ও পেরাবোলিক সার ইন্ডিকেটর গুলো ব্যবহার করে এনালাইসিস করলে ভালো ফল পাওয়া যায়।
আমি Bollinger Bands and parabolic and RSI ইন্ডিকেটর ব্যবহার করি । Bollinger Bands ইনিডকেটর বেশ ভাল লেগেছে। এখন আমি ফবোনাচ্চি ইন্ডিকেটর এর ব্্যবহার শিখছি। ফবোনাচ্চি ইন্ডিকেটর টা খুব কাজে দিবে মনে হচ্ছে।
আমি Bollinger Bands and parabolic and RSI ইন্ডিকেটর ব্যবহার করি । Bollinger Bands ইনিডকেটর বেশ ভাল লেগেছে। এখন আমি ফবোনাচ্চি ইন্ডিকেটর এর ব্্যবহার শিখছি। ফবোনাচ্চি ইন্ডিকেটর টা খুব কাজে দিবে মনে হচ্ছে।
ইন্ডিকেটর হলো এক ধরনের নির্দেশক । ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স ট্রেডিং দক্ষতা থাকতে হয় । ফরেক্সে ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় । ফরেক্সে ট্রেড করা আরোও সহজ করে দেওয়ার জন্য ফরেক্সের ইন্ডিকেটর ব্যবহার করা হয় । ইন্ডিকেটরের সাহায্যে ট্রেড করতে সুবিধা হয় । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে । যার যেই ইন্ডিকেটর ভাল লাগে সে সেই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে থাকে । আমি মুভিং এভারেজ ব্যবহার করি ।
ফরেক্স ব্যাবসায় মার্কেট ভালোকরে বুঝার জন্য অনেক ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করা যায়।যার দ্বারা আপনি বুঝতে পারবেন মার্কেট আপট্রেন্ডে যাবে নাকি ডাউনট্রেন্ডে যাবে।ইন্ডিকেটরের মধ্যে যেগুলো বেশি প্রচলিত সেগুলো হলো মুভিং এভারেজ,আরএসআই,বলিন্জার ইত্যাদি।এছাড়াও অনেকেই ইন্ডিকেটর বিক্রয় করে থাকে যেখান থেকে আপনি ক্রয় করতে পারেন।তবে আমি সাধারনত মুভিং এভারেজটা ফলো করে থাকি।
আমি বলবো ইন্ডিকেটর হল এমন কিছু সিম্বল বা প্রতীকের সমষ্টি যা মার্কেটের চলমান গতি প্রকৃতি নির্দেশ করে আমাদের দিক নির্দেশনা প্রদানে সহায়তা করে থাকে। ফরেক্সে ইন্ডিকেটরের ব্যবহার আমাদের ট্রেডিং কাজকে আরও সহজ করার জন্য ব্যবহৃত হয়। আমি ক্যান্ডেল স্টিক, জিগজ্যাগের মত ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ক্যান্ডেল স্টীক ব্যবহার করি কারন এতে করে আমি খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ডেটা ক্যান্ডেল দেখে নিতে পারি।
আমার মতে ইন্ডিকেটর তেমন ভাল কোন ফল দেয় না। তাই ইন্ডিকেটর ব্যবহার করি না বললেই চলে। প্রতিটি ইন্ডিকেটরই মার্কেট মুভমেন্ট এর উপর ভিত্তি করে কাজ করে। তাই ইন্ডিকেটরের উপর কোন ভরসা পাই না। তবে মুভিং এ্যাবরোজ ইন্ডিকেটরটি আমি ফলো করে থাকি। তাও লং ট্রেডে। নিজের মত করে সেটিং করে নিয়েছি।
ফরেক্সে অনেক রকমের ইন্ডিকেটর রয়েছে। এগুলোর একেকটার একেক ধরনের কাজ। কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে। আমি সাধারনত বলিন্জার ব্যান্ড মুভিং এভারেজ h1 , এবঙ আর এস আই ব্যবহার করি। এর সাথে পেয়ারের সাপোর্ট এবঙ রেজিস্ট্যান্স মিলিয়ে ট্রেড করি। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করিনা।
ইন্ডিকেটর অধিকাংশ সময় প্রাইসের ভ্যালু সম্পর্কে ধারনা প্রদান করে। আবার কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের ট্রেন্ড কোনোদিকে তা নির্দেশও করে থাকে। এজন্য অনেকেই ইন্ডিকেটর ব্যবহারে আগ্রহী। আমি নিজে নিয়মিত মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করি। তবে মাঝে মাঝে বোলিংজার ব্যান্ডও ব্যবহার করি ।
ফরেক্স এ আমি যখন করি তখন আমি ২টি পদ্ধতিতে খেয়াল করে ফরেক্স করে থাকি। প্রথমত আমি মুভিং এভারেজ ফলো করি এবং দ্বিতীয়ত আর এস আই এটাও দেখে আমি ফরেক্স করে থাকি। এটাতে আমি অনেকটা ভাল বুঝি এবং কিছুটা হলেও আয় করে থাকি।
আমি ব্যাক্তিগতভাবে ঈন্ডিকেটর অণুসরন করি না । কেননা আমি ঈন্ডিকেটর সম্পর্কে অনেকবেশি পরিমাণে নেতিবাচক কথা শুনেছি এবং ঈন্ডিকেটর এর কারণে আমি ভুক্তভোগি হযেছি । ফরেক্সে মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে চাইলে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারব । তবে সেটা যদি হয় ম্যানুয়াল পদ্ধতিতে তবে সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদি ভাল ফলাফল প্রদান করবে ।