চলিত মাসের বোনাস কম পাওয়ার কারন টা আমি এখনো বুঝতে পারি নাই। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন।
Printable View
চলিত মাসের বোনাস কম পাওয়ার কারন টা আমি এখনো বুঝতে পারি নাই। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন।
বোনাস কম আসার কারন হল আপনার পোস্টগুলো মানসম্মত নয়। আপনি আপনার অ্যাকাউন্টটি ঘেঁটে দেখেছি। আপনার প্রতিটি পোস্টের এক লাইনের মধ্যে। আর বেশীর ভাগ পোস্ট এর কোন ইনফরমেশন নাই। মনে হচ্ছে শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য কোন কিছু পোস্ট করছেন। আর যেগুলো পোস্ট করেছেন তার বেশিরভাগ অপ্রয়োজনীয়। এটি এখন isca এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়। এই সিস্টেমে পোস্টগুলো খুবই তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন হতে হবে। এই সিস্টেমের মাজার বিষয় হতে আপনি একটি পোস্ট থেকে ৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন। তাই আপনাকে বলব যে আপনি ভালভাবে এবং উপকারী কিছু পোস্ট করুন যাতে আপনার পোস্ট পরে আমরা বা নতুনরা ও উপকার পেতে পারে।
চলতি মাসে আরও কম বোনাস আসছে।আর সঠিক কারণ জানি না।কেনও এতোও কম বোনাস আসছে তার কারণ কেউ জানলে জানাবেন আশা করি
ভাই সাধারণত বোনাস এখন আর পোস্ট এর উপর দেওয়া হয় না,পোস্ট এর মান এর উপর বোনাস দেওয়া হয়ে থাকে,তাই আপনি বেশি পোস্ট করে যে বেশি বোনাস নিবেন এর কোন সুযোগ নেই,আমিও এই মাসে ১২০ টা পোস্ট দিয়ে মাত্র ১৩ ডলার বোনাস পেয়েছি,হয়তো আমার পোস্ট এর মান ভালো ছিলো না বলে তারা আমাকে কম বোনাস দিয়েছে,তাই ভালো বোনাস পেতে হলে মান সন্মত লেখার দিক নজর দেন।
ফোরামে পোস্ট করে একটি পোস্ট থেকে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস অর্জন করার সুযোগ আছে। তবে অবশ্যই মানসম্মত পোস্ট হতে হবে। যদি সঠিক তথ্যসমৃদ্ধ পোস্ট না হয় তাহলে সেটা ব্যান্ড হতেও পারে। তাছাড়া করনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। যার কারণে ট্রেডে ধ্বস নেমেছে। এই মুহূর্তে বহু ট্রেডারের অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে গেছে। যার কারণে ব্রোকারগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। ক্ষতির সম্মুখীন হলেও আমাদের যে বোনাস প্রদান করে যাচ্ছে এটাই আমাদের সৌভাগ্য। তাই এই মুহূর্তে বোনাস অল্প হলেও সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত।
আমার ও গত মাসে কম বোনাস এসেছিলো । আমি ও জানি না যে ঠিক কি কারনে কম বোনাস প্রদান করা হয়েছিলো । তবে আমি এতটুকু বলতে পারি যে যদি কোনো ট্রেডারের পোস্টের মান ভালো না হয় তাহলে তাকে কম বোনাস প্রদান করা হয় । আমার ও হয়তো তেমনি হয়েছিলো । তাই আমাদের উচিত ভালো মানের পোস্ট করা,,,,, ধন্যবাদ ।
চলিত মাসের বোনাস কম পাওয়ার কারন টা আমি এখনো বুঝতে পারি নাই। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন।
আপনাদের সকলের মতামত অনেক ভাল তবে আমি পূর্বেও যেমন পোষ্ট করি এখনও তেমনী পোষ্ট করছি আমার পোষ্টগুলি একবার ঘেটে দেখতে পারেন কোন সমস্য আছে কিনা তবুও আমি বোনাস এই পর্যন্ত এত কম পাইনী। আমি সর্বোচ্চ ফোরাম থেকে ২২০ ডলার বোনাস পেয়েছি এবং কম বেশি ৫০ ডলারের উপরে প্রতি মাসে বোনাস থেকেই থাকে কিন্তু এই মাসে মাত্র ১৩ ডলার এটা হতেই পারে না। আমি যে তথ্যবহুল পোষ্ট করে থাকে তাতে করে এত কম ডলার আমি পেতেই পারি না। হয়ত কোন সমস্য হয়েছে তবুও কিছু করার নেই ফোরাম আমাদের যেটা দিবে সেটা নিয়েই খুশি থাকতে হবে।
এটা আমিও খেয়াল করেছি যে চলতি মাসে সবার একাউন্টে বোনাসের পরিমাণ খুবই কম যোগ হয়েছে আসলে এর মূল কারণ হতে পারে বর্তমান প্রেক্ষাপটের করোনাভাইরাস পরিস্থিতির কারণে । কেননা বিশ্ব অর্থনীতি একেবারেই স্থবির হয়ে আছে হয়তো এর জন্যই এমন করা হয়েছে তবে আশা করি পরবর্তীতে এরকম আর না হতে পারে তাই আমাদের সকলের উচিত হতাশ না হয় ভালো মানের পোস্ট করা । ধন্যবাদ
চলতি মাসে আমিও অনেক কম বোনাস পেয়েছি পোস্ট এর তুলনায়,সাধারনত আমরা যা পোস্ট করি তার লেখার মান এর দিক খেয়াল রাখিনা,ভাবি আমরা যা পোস্ট করবো তাতেই বোনাস দিবে কোম্পানী,আসলে বোনাস এখন পোস্ট এর উপর নয়,আপনার লেখার মান এর উপর দিয়ে থাকে,আপনি ভালো মান সন্মত পোস্ট দিলে অল্প পোস্ট এ অধিক বোনাস পাবেন।
আমি আপনার সাথে এক মত। ফোরামে অনেক সদস্য আছে যাদের পোষ্টের কোন আগা বা মাথা আপনি সারা দিনে পড়েও খুজে পাবেন না। অথচ তাদের কয়েক জনের প্রফাইলেই দেখলাম যে তারা প্রায় ২০০ ডলারের মত বোনাস পেয়েছে। isca এর যে ব্যাপার টি রয়েছে সেটির উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। isca যদি সত্যি ই পোষ্টের মান যাচাই করতো তাহলে সেই সকল ফোরাম সদস্য বোনাস পাওয়া তো দূরের কথা তারা ব্যান হয়ে যেতো। আমি ফোরাম এডমিনিস্ট্রেশন এ ব্যাপার টি জানিয়েছি কিন্তু এ ব্যাপারে তারা এখনো কোন স্টেপ নিয়েছে কিনা আমি নিশ্চিত নই
আপনার পোষ্টের মানের উপর নির্ভর করে আপনার বোনাস। তাই মানসম্মত পোস্ট করার চেষ্টা করুন। বেশি বেশি বোনাস পাবেন ইনশাআল্লাহ।
পুরষ্কারটি কম বলে ব্যাখ্যাটি আপনার পোস্টগুলি আদর্শ নয়। আপনি আপনার রেকর্ডটি তদন্ত করেছেন। আপনার প্রতিটি পোস্টের এক লাইনের ভিতরে। এছাড়াও, পোস্টগুলির বৃহত্তর অংশের কোনও ডেটা নেই। এটি প্রদর্শিত হবে যে আপনি কেবল পুরষ্কার পাওয়ার জন্য কিছু উপস্থাপন করছেন। আরও কি, আপনি যা পোস্ট করেছেন তার বেশিরভাগই অর্থহীন। এটি বর্তমানে ইস্কার মাধ্যমে প্রাকৃতিকভাবে নির্ধারিত হয়। এই কাঠামোর পোস্টগুলি শিক্ষামূলক, আগ্রহী এবং মান সম্পন্ন হওয়া উচিত। আপনি এই কাঠামো থেকে প্রতিটি পোস্টের জন্য ৫০ ডলার পর্যন্ত পুরষ্কার পেতে পারেন। সুতরাং আমি আপনাকে দুর্দান্ত এবং মূল্যবান কিছু পোস্ট করার জন্য নির্দেশ দেব যাতে আমরা বা নতুনরা আপনার পোস্টের পরে লাভ করতে পারি।
চলতি মাসে আরও কম বোনাস আসছে।আর সঠিক কারণ জানি না।কেনও এতোও কম বোনাস আসছে তার কারণ কেউ জানলে জানাবেন আশা করি
ফরেক্সে ফোরামের এক একটা পোস্ট একেকটা জ্যাকপটের মত। কেননা এখান থেকে 50 ডলার ইনকাম করা সম্ভব শুধুমাত্র একটি পোস্ট দ্বারা।কিন্তু যদি আপনার পোস্ট মানসম্মত না হয় তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত আকারে বোনাস পাবেন না। কেননা আপনার পোষ্টের মধ্যে যদি কোন কার্যকরী তথ্য এবং কোন যৌক্তিকতা না থাকে এবং আপনি যদি শুধু পোস্ট করার জন্যই পোস্ট করে যান, তাহলে কখনই আপনি ফরেক্স ফোরাম থেকে ভালো মানের বোনাস পাবেন না।তাই এখানে আপনার পোষ্টের কোয়ান্টিটির উপর নয় বরং পোস্টের কোয়ালিটির উপর আপনাকে বোনাস দেয়া হয় ।তাই আপনি আপনার পোষ্টের মান ভালো করুন,তাহলেই আপনি পর্যাপ্ত পরিমাণ বোনাস পেয়ে যাবেন।
ফোরামে পোস্ট করে একটি পোস্ট থেকে সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস অর্জন করার সুযোগ আছে। তবে অবশ্যই মানসম্মত পোস্ট হতে হবে। যদি সঠিক তথ্যসমৃদ্ধ পোস্ট না হয় তাহলে সেটা ব্যান্ড হতেও পারে। তাছাড়া করনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। যার কারণে ট্রেডে ধ্বস নেমেছে। এই মুহূর্তে বহু ট্রেডারের অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে গেছে। যার কারণে ব্রোকারগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে।
পোস্ট এর উপর দেওয়া হয় না,পোস্ট এর মান এর উপর বোনাস দেওয়া হয়ে থাকে,তাই আপনি বেশি পোস্ট করে যে বেশি বোনাস নিবেন এর কোন সুযোগ নেই,আমিও এই মাসে ১২০ টা পোস্ট দিয়ে মাত্র ১৩ ডলার বোনাস পেয়েছি,হয়তো আমার পোস্ট এর মান ভালো ছিলো না বলে তারা আমাকে কম বোনাস দিয়েছে। বোনাসের পরিমাণ খুবই কম যোগ হয়েছে আসলে এর মূল কারণ হতে পারে বর্তমান প্রেক্ষাপটের করোনাভাইরাস পরিস্থিতির কারণে । কেননা বিশ্ব অর্থনীতি একেবারেই স্থবির হয়ে আছে হয়তো এর জন্যই এমন করা হয়েছে তবে আশা করি পরবর্তীতে এরকম আর না হতে পারে।
বর্তমানে ব্রোকার কর্তৃক বোনাস কম দেয়ার প্রধান কারণ হলো ফোরামে বেশিরভাগ কপি পেস্ট এর কারনে তুলনামূলক বোনাস কমিয়ে দেওয়া হয়েছে তাছাড়া বোনাস কম দেয়ার আরেকটি প্রধান কারণ হলো মানসম্মত পোস্ট না করা হয়তোবা এর কারণেই বর্তমান ব্রোকার হাউজ থেকে বোনাস কমিয়ে দেয়া হয়েছে কিন্তু তারপরেও আমরা অনেকেই চেষ্টা করি ভাল ভাবে পোস্ট করার তুলনামূলক বোনাস কমিয়ে দেওয়ার কারণে নতুন ট্রেডাররা অনেকেই ফরেক্স মার্কেটে হিমশিম খাচ্ছে তাই আমি মনে করি কর্তৃপক্ষের এই বিষয়ে সুদৃষ্টি প্রদান করা উচিত
এটি একটি সাধারণ বিষয়। প্রতিমাসে আপনি ভালো বোনাস আশা করতে পারেন না কেননা অনেক সময় অনেক কিছুর উপর নির্ভর করে বোনাস প্রদান করা হয় যা আমরা সঠিকভাবে জানিও না যে মূল মন্ত্র টি কি ভালো বোনাস পাওয়ার জন্য। আমরা সবাই মানসম্মত পোস্ট করার চেষ্টা করি এবং পোস্ট করার পর আশা করি ভালো বোনাস পাওয়ার জন্য কিন্তু যখন বোনাস পাবার সময় হয় তখন দেখা যায় যে বোনাস পরিমাণে খুব কম এসেছে এটি সাধারণত হতেই পারে তাই এটি নিয়ে হতাশ হবার কিছু নেই। আপনি আপনার পোস্ট চালিয়ে যান। এক মাসে ভালো বোনাস না আসলে হয়তো আগামী মাসে ভালো বোনাস পাওয়া যাবে।
এটা শুধু গতমাসের নয় বেশ কয়েক মাস থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সবাই। তবে এর পিছনে কারণ এর জন্য আমরা নিজেরাই দায়ী কেননা ফরেক্স ফোরামের পোস্ট করার সংখ্যার উপর ভিত্তি করে বোনাস দেয়া থাকে না। বোনাস দিয়ে থাকেন মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন পোষ্টের জন্য। আর আমাদের পোস্টগুলো হয়তোবা সে মানসম্মত বাবা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না যার জন্য বোনাসের সংখ্যাও কম হচ্ছে। এজন্য আমাদের কোয়ালিটি সম্পন্ন পোস্টের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আর কপি-পেস্ট সেটা তো কল্পনাও করা যাবে না। আপনার একাউন্টটি সুরক্ষা রাখার জন্য কপি-পেস্ট থেকে সবসময় দূরে থাকুন।
last month bonus got low because forex forum give to posting bonus depend on good information & quality full post . every forum posting trader need to more study for gather knowledge because without knowledge is not possible be come success .forex is very big place so need good analysis knowledge .
পোস্ট এর মান এর উপর বোনাস দেওয়া হয়ে থাকে,তাই আপনি বেশি পোস্ট করে যে বেশি বোনাস নিবেন এর কোন সুযোগ নেই,আমিও এই মাসে ১২০ টা পোস্ট দিয়ে মাত্র ১৩ ডলার বোনাস পেয়েছি,হয়তো আমার পোস্ট এর মান ভালো ছিলো না বলে তারা আমাকে কম বোনাস দিয়েছে। চলতি মাসে সবার একাউন্টে বোনাসের পরিমাণ খুবই কম যোগ হয়েছে আসলে এর মূল কারণ হতে পারে বর্তমান প্রেক্ষাপটের করোনাভাইরাস পরিস্থিতির কারণে । কেননা বিশ্ব অর্থনীতি একেবারেই স্থবির হয়ে আছে হয়তো এর জন্যই এমন করা হয়েছে তবে আশা করি পরবর্তীতে এরকম আর না হতে পারে।