বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই কোরোনার কারণে কাজে বেঘাত ঘটছে তাতে আমি আপনাদের মাধমে জানতে চাই কোরোনার সময় কি ট্রেড করা উচিত? আপনার মতামত কি?
Printable View
বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশেই কোরোনার কারণে কাজে বেঘাত ঘটছে তাতে আমি আপনাদের মাধমে জানতে চাই কোরোনার সময় কি ট্রেড করা উচিত? আপনার মতামত কি?
যেহেতু করোনা বাপারে বিশ্ব সংহ্স্থা প্রথ ম জানিয়েছেন এভাই টি ছোয়াছি রোগ তাই সবাই দুরুত্ব বজায় রেখে চলতে, পরে আবার বিশ্ব সংস্থা জানিয়েছেন এ ভাইরাসের সংক্রমন শুধু প্রাকৃতিক ভাবে ছড়াচ্ছে সুতারাং ফরেক্স অনলাইন বিজনেস এটা একা একি করা যায়, এবং ফরেক্স বিজনেস করোনার কোন প্রকার প্রভাব অন লাইন থেকে মুক্তি বিজনে।
করণা মহামারীর এই দুর্যোগপূর্ণ অবস্থান নিরিবিলি বেশি বেশি সময় দিন। বুঝেশুনে ট্রেন্ড করুন, সার্বক্ষণিক তদারকি করুন।
কারণের মধ্যে অবশ্যই ট্রেড করা উত্তম। বরং এখনই সময় নিরিবিলি ট্রেড করার।
আমি যতটা দেখছি ফরেক্স এ সকল ব্যবসায় করোনা পরিস্থিতিতে সমস্যা করছে। কিন্তু ফরেক্স এ তেমন কোন প্রভাব ফেলে নি।কারন ফরেক্স মার্কেট ঠিক আগের মতই মুভ করছে। এমন পরিস্থিতে হয়তো ফরেক্স এ খারাপ অবস্থা হওয়ার কথা ছিল। কিন্তু ফরেক্স ভালো ভাবেই করা যাচ্ছে। আমি ও ঠিক মতই ট্রেড করতে পারছি।
বর্তমান পরিস্থিতিতে করোনার কারনে ফরেক্স মার্কেটে অনেক বেশি প্রভাব পড়তেছে যার কারনে অনেক বড় বড় ট্রেডাররা তাদের ব্যালেন্স হারায়ছে।সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা থমথমে বিরাজ করতেছে যার প্রভাব পড়তেছে ফরেক্স মার্কেটে। তাই আমি মনে এই সময়ে আপনি ট্রেড করার আগে অবশ্যই ১০০% শিয়র না হয়ে ট্রেড এন্ট্রি নেওয়া থেকে নিজেকে বিরত রাখা উচিত।
এ করোনা পরিস্থিতিতে বুঝা গেল যে একমাত্র ফরেক্স ট্রেডিং খুবই কার্যকরী। এই যে কোন কাজকর্ম প্রায় বন্ধের মত। একমাত্র সরকারী চাকুরী ছাড়া বেচে থাকা কস্টকর। কিন্তু অনলাইনে যারা কাজ করছে তাদের কাজ ঠিকই চলছে। এই জন্য ফ্রিল্যান্সারা খুবই ভালো আয় করতে পারছে। তাদের কাজ অনলাইনে এখনর্ প্রচুর।
আমি যতটা দেখছি ফরেক্স এ সকল ব্যবসায় করোনা পরিস্থিতিতে সমস্যা করছে। কিন্তু ফরেক্স এ তেমন কোন প্রভাব ফেলে নি।কারন ফরেক্স মার্কেট ঠিক আগের মতই মুভ করছে। এমন পরিস্থিতে হয়তো ফরেক্স এ খারাপ অবস্থা হওয়ার কথা ছিল। কিন্তু ফরেক্স ভালো ভাবেই করা যাচ্ছে। আমি ও ঠিক মতই ট্রেড করতে পারছি।
বর্তমান পরিস্থিতি খুবই সংকটময়।এই পরিস্থিতিতে বিজনেস করা খুবই টাফ।বিজনেস মার্কেটের অবস্থা ও করুণ। তাই এমন পরিস্থিতিতে এখন কোনো ট্রেডিং না করাই ভালো বলে আমি মনে করি।এখন বিজনেস মার্কেটে লসের পরিমাণ বেশী তাই ট্রেডিং করা থেকে বিরত থাকাই ভালো
করণা মহামারীর এই দুর্যোগপূর্ণ অবস্থান নিরিবিলি বেশি বেশি সময় দিন। বুঝেশুনে ট্রেন্ড করুন, সার্বক্ষণিক তদারকি করুন।
যেহেতু করোনা বাপারে বিশ্ব সংহ্স্থা প্রথ ম জানিয়েছেন এভাই টি ছোয়াছি রোগ তাই সবাই দুরুত্ব বজায় রেখে চলতে, পরে আবার বিশ্ব সংস্থা জানিয়েছেন এ ভাইরাসের সংক্রমন শুধু প্রাকৃতিক ভাবে ছড়াচ্ছে সুতারাং ফরেক্স অনলাইন বিজনেস এটা একা একি করা যায়, এবং ফরেক্স বিজনেস করোনার কোন প্রকার প্রভাব অন লাইন থেকে মুক্তি বিজনে।
বর্তমানে করোনা ভাইরাসের কারনে আজ সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে পড়েছে যার প্রভাব পড়েছে ফরেক্স মার্কেটে।তাই এখন আপনি যদি ট্রেড এন্ট্রি নিতে ইচ্ছুক হন তাহলে টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করে ১০০% শিয়র হয়ে তার পর ট্রেড এন্ট্রি দেওয়া উচিত তা নাহলে আপনি অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন।কারন ফরেক্স মার্কেটে করোনার ব্যাপকভাবে প্রভাব পড়তেছে।ইতিমধ্যে অনেক বড় বড় ট্রেডাররা তাদের ব্যালেন্স হারায়ছে তাই আমাদের সাবধানে ট্রেড এন্ট্রি করা উচিত।
করোনা মহামারিতে ফরেক্স ট্রেডিং এ তেমন একটা প্রভাব পরবে না মার্কেট এ। তবে এই ফরেক্স মার্কেট পৃথিবীর সব দেশের সাথেই নিয়ে গড়া তাই এই মার্কেট এ নিউজ ও অর্থনৈকিত, রাজনৈতিক ও সামাজিক দিক দিয়ে অনেকটা প্রভাব পড়ছে। তবে আপনি ঘরে বসে ছোট ছোট লটে ভেবে চিন্তে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারেন। ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। পরিস্তিতি স্বাভাবিক হলে মার্কেট এর অবস্থাও অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ।
যেহেতু করোনা বাপারে বিশ্ব সংহ্স্থা প্রথ ম জানিয়েছেন এভাই টি ছোয়াছি রোগ তাই সবাই দুরুত্ব বজায় রেখে চলতে, পরে আবার বিশ্ব সংস্থা জানিয়েছেন এ ভাইরাসের সংক্রমন শুধু প্রাকৃতিক ভাবে ছড়াচ্ছে সুতারাং ফরেক্স অনলাইন বিজনেস এটা একা একি করা যায়, এবং ফরেক্স বিজনেস করোনার কোন প্রকার প্রভাব অন লাইন থেকে মুক্তি বিজনে।
করোনার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে এবং হচ্ছে যার বিরুপ প্রভাব আমরা ফরেক্স মার্কেটেও দেখতে পেয়েছি। তবে ট্রেডাররা তো আর ট্রেড করা বন্ধ রাখে না যদি মার্কেট মুভমেন্ট কিছুটা জটিল হয়ে গিয়েছে এবং প্রফিট বের করাটা অনেক সাধারন ট্রেডারদের পক্ষেই অনেক কঠিন হয়ে দাড়িয়েছে।
ভাই দেখুন পুরো বিশ্ব এখন অর্থনৈতিক মন্দা তে । আর আমাদের মতো উন্নয়নশীল দেশের অবস্থা আরো বেশি শোচনীয় । এই করোনা মহামারীতে মানুষের জীবনধারণ খুব কঠিন হয়ে পড়েছে কারণ ঘরে বসে তারা উপার্জনের পথ হারিয়েছে । তাই আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারি তাদের উচিত আশেপাশের কাউকে ফরেক্স ট্রেডিং শেখানো যেন তারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে কিছুটা অর্থ উপার্জন করতে পারে এবং নিজেদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে পারে ।