যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটাই ডলার নয় , তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বা কারেন্সি ক্রস পেয়ার।
Printable View
যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটাই ডলার নয় , তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বা কারেন্সি ক্রস পেয়ার।
ফরেক্সে আমরা বিভিন্ন কারেন্সীর পেয়ার নিয়ে ট্রেড করি। এই কারেন্সী পেয়ার গুলো দুই ধরনের। যেমন ১। মেজর কারেন্সী, ২। মাইনর কারেন্সী বা ক্রস কারেন্সী। আমরা ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/ক্যাড, নিউজিল্যান্ড ডলার/ইউএসডি ইত্যাদি। এগুলোর প্রত্যেকটা পেয়ারেই ডলার আছে। যে কারেন্সী পেয়ারের একটিও ডলার নয় সেটাই ক্রস কারেন্সি।
যে কারেন্সি পেয়ারে USd এর কোন রুপ অস্তিত্ব থাকে না বা পাওয়া যায় না তাকে বা ঐ কারেন্সি পেয়ারকে ফরেক্সের ভাষায় ক্রস কারেন্সি পেয়ার বলে।
যে কারেন্সি পেয়ারের মধ্যে usd-এর কোন উপস্থিতি নেই বা থাকে না সেই কারেন্সি পেয়ারকে ক্রস কারেন্সি পেয়ার হিসাবে অভিহিত করা হয়।
যখন আপনি ডলার বাদে অন্য কারেন্সি পেয়ার নিয়ে বিজনেস করেবেন তখন সেটাকে ক্রস কারেন্সি পেয়ার বলে। যেমন- ইউরো+ইয়েন............
মানে এই কারেন্সি পেয়ারে USd এর কোন রুপ অস্তিত্ব থাকে না। আশা করি বুঝেছেন আপনি।
ফরেক্স মার্কেট দুই রকমের কারেন্সি ফেয়ার থাকে একটি মেজর কারেন্সি ২য় টি হল ক্রস কারেন্সি। ইউ এস ডি ছাড়া যে কারেন্সি ফেয়ার তৈরি হয় তাকে ক্রস করেন্সি বলে। যেমন gbp/jpy
আমি এই বিষয়ে ক্লিয়ার না তবে যতদুর জানি nzd chf এগুলা ক্রস কারেন্সি পেয়ার
আপনাদেরকে ধন্যবাদ এই বিষয়ক একটি পোস্ট দেয়ার জন্য,আমার ধারনা অনেক কম এই বিষয়ে
ফরেক্স মার্কেট এ আমরা ভিবিন্ন কারেঞ্চি এর মাধ্যমে ট্রেড করি।সকল ইউ এস ডি সম্পর্কিত কারেঞ্চি কে মেজর কারেঞ্চি বলে।আর ইউ এস ডি বেতিত সকল কারেঞ্চি কে ক্রস কারেঞ্চি বলে।আমরা সাধারণত এই সব কারেঞ্চি তে ট্রেড করি।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট তাই এখানে আমরা ভিবিন্ন দেশের মুদ্রা বা কারেঞ্চি নিয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ আমরা কারেঞ্চি ছারাও আরো ভিবিন্ন ধরণের জিনিস পত্র নিয়ে ট্রেড করি।যেমন-সিল্বার।গোল্ড ইত্যাদি।
আসলে ক্রস কারেন্সি পেয়ার হল মার্কিন ডলার বাধে আর যে কারেন্সি আছে তার জোড়। সচরাচর মার্কেট এ সব থেকে বেশি লেনদেন হয় মেজর কারেন্সি। ক্রস কারেন্সিতে স্প্রেডও একটু বেশি হয়। তবে আমার মতে ভাল ভাবে বুঝলে ক্রস কারেন্সিতে বেশ ভাল প্রফিট করা যায়। কেননা এখানে কারেন্সি কো- রিলেশনের ব্যাপারটা বেশি ঘটে।
কারেন্সি পেয়ার কে মূলত দুটি ভাগে বিভক্ত করা যায় ক্রস কারেন্সি পেয়ার এবং মেজর কারেন্সি পেয়ার । সহজ ভাবে বলতে গেলে যেসেব কারেন্সির সাথে ইউএসডি রয়েছে তাদেরকে মেজর কারেন্সি পেয়ার বলা হয় । আর যেসব কারেন্সির সাথে ইউএসডি নেই তাদের বলা হয় ক্রস কারেন্সি পেয়ার । উদাহরন সরূপ বলা যায় জিপিবি/জেপিওয়াই একটি ক্রস কারেন্সি পেয়াার ।
আমার মনে হয় ফরেক্সে আমরা বিভিন্ন কারেন্সীর পেয়ার নিয়ে ট্রেড করি। এই কারেন্সী পেয়ার গুলো দুই ধরনের। যেমন ১। মেজর কারেন্সী, ২। মাইনর কারেন্সী বা ক্রস কারেন্সী। আমরা ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/ক্যাড, নিউজিল্যান্ড ডলার/ইউএসডি ইত্যাদি। এগুলোর প্রত্যেকটা পেয়ারেই ডলার আছে। যে কারেন্সী পেয়ারের একটিও ডলার নয় সেটাই ক্রস কারেন্সি।
নিউজিল্যান্ড ডলার/ইউএসডি ইউএসডি/ক্যাড, নিউজিল্যান্ড ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, এই সব পিয়ারকেই কারেন্সি পিয়ার বলা হয়ে থাকে তবে আপনি যদি বেশি বেশি পিয়ারে ট্রেড করতে চান তবে আমার মনে হয় খুব একটা ভাল কিছু করতে পারবেন না ।তাই কম পিয়ারে ট্রেড করাই অনেক ভাল।
ক্রস কারেন্সি বলতে মুলত ফরেক্স মার্কেটে যেসব কারেন্সিতে us ডলার থাকেনা বা যেসব কারেন্সিতে usd এর ব্যাবহার নেই তাদের বুঝায়। ক্রস কারেন্সি ফরেক্স মার্কেটের যে দুটি কারেন্সি পেয়ার আছে তার একটি।
ফরেক্সে দুধরনের পেয়ার রয়েছে।একটা হচ্ছে মেজর পেয়ার আরেকটা হচ্ছে ক্রস কারেন্সির পেয়ার।মেজর পেয়ারের একটা হচ্ছে মার্কিন ডলার কিন্তু ক্রস পেয়ারের দুটোর একটাও মার্কিন ডলার না।অর্থাত যে কারেন্সির পেয়ারের দুটোর একটাও মার্কিন ডলার না তাকে ক্রস কারেন্সির পেয়ার বলে।ফরেক্সে ভালোভাবে ট্রেড করার জন্য মেজর এবং ক্রস পেয়ার সম্পর্কে জানা ভালো।
আমরা সকলে নিশ্চই কারেন্সি পেয়ার চিনি আর এমন অনেক কারেন্সি পেয়ার রয়েছে যার মধ্যে ইউ.এস.ডি এই কারেন্সিটি থাকে তবে লক্ষ করলে এমনও কারেন্সি দেখতে পাবেন যেখানে ইউ.এস.ডি থাকে না আর যে সকল কারেন্সি পেয়ারে ইউ.এস.ডির অস্তিত্ব থাকে না সেই সকল কারেন্সি পেয়ারকে ক্রাস কারেন্সি বলা হয়ে থাকে।
কারেন্সী পেয়ার সাধারনত তিন ধরনের যথাঃ-মেজর কারেন্সী,মেজর ক্রস কারেন্সী এবং এক্সোটিক কারেন্সী । কারেন্সী পেয়ারগুলোর মধ্যে যে পেয়ারে ডলার নেই, সেগুলোকে ক্রস কারেন্সী পেয়ার বলে । ফরেক্স মার্কেটে মেজর কারেন্সী গুলোর বেশি প্রাইস মুভমেন্ট করে আর এগুলোর স্প্রেড এর পরিমাণ ও ততোধিক নয় । কিন্তু ক্রস কারেন্সী গুলোর স্প্রেড এর পরিমান বেশি ।
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে থাকি বিভিন্ন কারেন্সিতে এই কারেন্সি গুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে,মেজর কারেন্সি আর ক্রস কারেন্সি,তাই আমরা দু বা তিনটি কারেন্সিতে এনালাইসিস করে যে কোন একটিতে ট্রেডিং করলে অনেক ভাল হয় তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে ফরেক্স মার্কেট নিয়ে ভাল ভাবে নিউজ দেখতে হবে।
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - eur, gbp এবং jpy থেকে।
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
ফরেক্স মার্কেট দুই রকমের কারেন্সি ফেয়ার থাকে একটি মেজর কারেন্সি ২য় টি হল ক্রস কারেন্সি।usd ছাড়া যে কারেন্সি ফেয়ার তৈরি হয় তাকে ক্রস করেন্সি বলে। ক্রস কারেন্সিতে স্প্রেডও একটু বেশি হয়।যে কারেন্সী পেয়ারের একটিও ডলার নয় সেটাই ক্রস কারেন্সি।
ক্রস কারেন্সি পেয়ার বলতে মূল সেই কারেন্সি পেয়ার গুলো কে বুঝায়। যে পেয়ার গুলোর দুটি কারেন্সির কোনোটির মধ্যেও ইউএসডি কারেন্সি নেই।
আসলে ফরেক্স মার্কেট দুই রকমের কারেন্সি পেয়ার থাকে একটি মেজর কারেন্সি ২য় টি হল ক্রস কারেন্সি। ইউ এস ডি ছাড়া যে কারেন্সি পেয়ার তৈরি হয় তাকে ক্রস করেন্সি বলে। যেমন gbp/jpy
কারেন্সি পেয়ার কে মূলত দুটি ভাগে বিভক্ত করা যায় ক্রস কারেন্সি পেয়ার এবং মেজর কারেন্সি পেয়ার । সহজ ভাবে বলতে গেলে যেসেব কারেন্সির সাথে ইউএসডি রয়েছে তাদেরকে মেজর কারেন্সি পেয়ার বলা হয় । আর যেসব কারেন্সির সাথে ইউএসডি নেই তাদের বলা হয় ক্রস কারেন্সি পেয়ার । উদাহরন সরূপ বলা যায় জিপিবি/জেপিওয়াই একটি ক্রস কারেন্সি পেয়াার ।
আমার জানামতে যে কারেন্সি পেয়ারে USd এর কোন রুপ অস্তিত্ব থাকে না বা পাওয়া যায় না তাকে বা ঐ কারেন্সি পেয়ারকে ফরেক্সের ভাষায় ক্রস কারেন্সি পেয়ার বলে
আমি ক্রস কারেন্সি পেয়ার এ টেড করি না কারন ক্রস কারেন্সি পেয়ার এ অনেক রিস্ক থাকে । অনেকে দেখা যাই তারা ২০ থেকে ৩০ পেয়ার এ টেড করে এত পেয়ার আমার মাথার মধ্য রাখা কষ্ট হয়ে যাই তাই আমি মেজর পেয়ার এ টেড করে থাকি । আপনি অনেক ভাল টেড আর হয়ে থাকলে আপনি ক্রস কারেন্সি পেয়ার এ টেড করতে পারেন ফরেক্স মার্কেট এ ।
ফরেক্সে ক্রস মুদ্রা জোড়া আছে, যেগুলোর মধ্যে অধিকাংশ মুদ্রা জোড়ার মত মার্কিন ডলার নেই। একটি জোড়ায় কোটকৃত দ্বিতীয় মুদ্রার (eur - ইউরো, jpy - জাপানিজ ইয়েন, chf - সুইস ফ্রাংক, gbp - ব্রিটিশ পাউন্ড) বিশ্লেষণ সেসকম গুরুত্বপূর্ণ নয়। অধিকাংশ মুদ্রাজোড়ায় ট্রেডিং সম্পূর্ণরূপে একটি লাভজনক কৌশল। এ ক্রস মুদ্রা জোড়া। এজাতীয় জোড়ার মুদ্রা মূল্য আখ্যায়িত হয় অন্য মুদ্রা শাখায়- মার্কিন ডলারে নয়। এসকল জোড়ার হারকে বলা হয় ক্রস হার। ইউরোর সাথে সবচেয়ে বেশি ট্রেডকৃত জোড়াগুলো হল, eur/chf, eur/gbp, eur/jpy।
ইউএসডি এর সাথে যুক্ত সকল কারেন্সিগুলোকে বলে মেজর কারেন্সি আর যেগুলোতে ইউএসডি থাকে না সেগুলোকে ক্রস কারেন্সি বলে যেমন ইউরোজিবিপি।
ফরেক্সে আমরা বিভিন্ন কারেন্সীর পেয়ার নিয়ে ট্রেড করি। এই কারেন্সী পেয়ার গুলো দুই ধরনের। যেমন ১। মেজর কারেন্সী, ২। মাইনর কারেন্সী বা ক্রস কারেন্সী।
সব পেয়ারই USD এর সাথে সরাসরি বিনিময় করেনা৷সাধারণত যেসব পেয়ার USD এর সাথে বিনিময় না হয়ে অন্য কারেন্সী যেমন POUND,EURO,JPY ইত্যাদির সাথে বিনিময় হয়ে থাকে সে সব পেয়ার হলো ক্রস কারেন্সী পেয়ার৷euro/jpy,gbp/jpy,aud/jpy,euro/gbp,/gbp/nzd....ইত্যাদি হচ্ছে ক্রস কারেন্সী৷
ফরেক্স ট্রেডিং এ কারেন্সি গুলো থাকে পেয়াার হিসাবে যেমন: urousd, usdjpy, gbpusd, erojpy, urochf ইত্যাদি। এখানে যেগুলো usd পেয়ার ছাড়া যতগুলো পেয়াার থাকে সেগুলো ক্রস কারেন্সি পেয়ার বা কারেন্সি ক্রস পেয়ার। আর usd ওয়ালা যতগুলো পেয়ার আছে সেগুলোকে বলে মেজর কারেন্সি পেয়ার। এবং মেজর কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড হয় বেশী।