1 Attachment(s)
ট্রেন্ড লাইন কী? ট্রেন্ড কত প্রকার ও কি কি?
ফরেক্স মার্কেটের মুভমেন্ট সবসময় সমান থাকে না। মার্কেট কখনো ঊর্ধ্বমুখী থাকে আবার কখনো নিম্নমুখী থাকে। টেকনিক্যাল এনালাইসিসে ফরেক্স মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য ট্রেন্ডলাইন ব্যবহৃত হয়। টেকনিক্যাল অ্যানালাইসিসে এটা বহুল প্রচলিত একটি টুল। ট্রেন্ডলাইন খুব সহজেই বোঝা যায়। মেটাট্রেডার 4 অ্যাপসে ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে খুব সহজেই ট্রেন্ডলাইন বোঝা যায়। ট্রেন্ড লাইন ব্রেক হয়ে যদি কোন ক্যান্ডেল উপরে বা নিচে চলে যায় তাহলে বুঝতে হবে ট্রেন্ডলাইন ব্রেক করেছে।
ট্রেন্ড তিন প্রকার। যথা; ১. আপ ট্রেন্ড ২. ডাউন ট্রেন্ড ও ৩. সাইডওয়ে ট্রেন্ড।
১. আপ ট্রেন্ড: আপ ট্রেন্ডের সময় মার্কেটের উর্ধ্বগতি থাকে। এই সময় বাইতে ট্রেড করতে হয়।
২.ডাউন ট্রেন্ড: ডাউন ট্রেনের সময় মার্কেট এর মুভমেন্ট নিম্নমুখী থাকে। এ সময় সেল এ ট্রেড করতে হয়।
৩. সাইডওয়ে ট্রেন্ড: কিছু কিছু সময় মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় না। এসময় মার্কেট নিউট্রাল থাকে। এই ট্রেন্ডকে সাইডে ট্রেন্ড বলে।