আপনার প্রথম রিয়েল ট্রেডের স্মৃতি কি মনে আছে? সেই ট্রেডে আপনার কি অভিজ্ঞিতা হয়েছিলো? ট্রেডটিতে কি সফল হয়েছিলেন নাকি বিফল হয়েছিলেন?
আমার এখনো মনে আছে আমি আমার প্রথম রিয়েল ট্রেডে ১৫.৭৪ ডলার প্রফিট করেছিলাম। তখন যে আনন্দ পেয়েছিলাম তা আজ অবদি পাইনি। :)
Printable View
আপনার প্রথম রিয়েল ট্রেডের স্মৃতি কি মনে আছে? সেই ট্রেডে আপনার কি অভিজ্ঞিতা হয়েছিলো? ট্রেডটিতে কি সফল হয়েছিলেন নাকি বিফল হয়েছিলেন?
আমার এখনো মনে আছে আমি আমার প্রথম রিয়েল ট্রেডে ১৫.৭৪ ডলার প্রফিট করেছিলাম। তখন যে আনন্দ পেয়েছিলাম তা আজ অবদি পাইনি। :)
হাঁ, আমার প্রথম ট্রেড এর কথা মনে আছে। আমি প্রথম ট্রেড করি মাত্র ১২.২০ ডলার নিয়ে সেখানে আমি ০.১০ লট দিয়ে ট্রেড ওপেন করি এব্ং আমি তাতে মাত্র ০.৫০ ডলার লাভ হলে আমি তা বিক্রয় করে দিয়ে ছিলাম। আমি মনে করি যে যারা নতুন ট্রেডার তারা অপ্ল লাভ হলে বিক্রয় করে দেয়া ভাল কারণ মার্কেট হুট-হাট কোন দিকে যাবে তা তারা ধারনা করতে পারবে না।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম। ডেমো করার পর ভেবেছিলাম লাইভ ট্রেড করা মনে হয় খুবই সহজ। প্রথমেই লস দিয়ে শুরু করলাম কিন্তু পরবতীতে ৩৪ ডলার এর মত প্রফিট করলেও পরবর্তীতে তা উইথড্র করা হয় নাই।
আমি যখন প্রথম ট্রেড করি তখন কিছু বুঝতাম না আরে বেশি বেশি লস করতাম। তখন মন খুব খারাপ হত আর এখন আমি রএক্স সম্পর্কে ধারনা নিচি এবং কম লস করি।
আমি পূর্ব থেকেই ফরেক্স ট্রেডিং বিষয়ে কিছু জ্ঞান ও ধারনা অর্জন করেছিলাম কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক না করার কারনে আমি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছি । এজন্য আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া ।
আমি যেদিন প্রথম ট্রেড অপেন করি সেদিন আমার লসের পরিমান অনেক বেশি -৩০ হয়েছে। এটা দেখে আমি সেদিন আর কোন ট্রেড অপেন করি নাই। আমি তখন কিছু পারতাম না তাই অনেক বড় লস খেয়েছি।
আমার প্রথম ট্রেড এ আমি লাভ করেছিলাম এটা মনে আছে কিন্তু কত সেটা আমার মনে নাই। তবে প্রথম ২ *দিনে আমি ১৭৫ ডলার লাভ করি এবং ৩ দিনে আমি আমার লাভের টাকা সহ নিজের ডিপোজিট করা টাকা আমি লস করে ফেলেছিলাম। আমার খব দুঃখ হয়েছিল। এটা হয়েছিলো আমার লোভের কারনে এবং ফরেক্স সম্পর্কে খুব বেশি না জানার কারনে। তাই নতুনদের আমি বলতে চাই আপনারা ভালোভাবে ফরেক্স না শিখে টাকা ইনভেষ্ট করবেন না।
প্রথম ট্রেডেই বড়মাপের একটি লস খেয়েছিলাম :d যদিও যার কাছে থেকে শিখেছিলাম সেই বলেছিলো লস খেলেই নাকি বেশি ভালো শিখুতে পারবো কারন প্রথম ট্রেডেই লাভবান হলে বিষয়টাকে অনেক সহজ মনে হতে শুরু করবে যা কখনই উচিত না।
আমি আমার প্রথম ট্রেডে কিছু লাভ করেছিলাম। আর তা দেখেই আমি রীতিমত অবাক হয়ে যাই। কারন ফরেক্সে এত সহজে লাভ আসে সেটা আমাকে কেউ বলে নাই। তাই আমি মনের আনন্দে আমার নিয়মে ট্রেড করতে থাকি। দেখি কয়েকবার লাভ করার পর এমনভাবে লসের সম্মুখীন হই কিছুতেই আমি লস রিকভার করতে পারিই না বরং একসময় একাউন্ট জিরো করে ফেলি।
ভয়ে ছিলাম, ভেবে ছিলাম আমি পারবনা । কিন্তুু আমার প্রথম ট্রেডে আমি সফল হয়ে ছিলাম। আমি ১১.০৩ ডালার প্রফিট করে ছিলাম। আমি আমার প্রথম ট্রেডের কথা কখনো ভুলবনা।
আমি যখন প্রথম ট্রেড দিলাম তখন আমার লস ছারা লাভ হয় নাই । তখন আমি ধৈর্য সহকারে আবার ট্রেড করলাম । তখন ও লস হলো , কিন্তু আমার ডিপোজিট কম ছিলো তাই বেশি লস হয় নি । এখন ও ডেমো অনুশীলন করি , যখন প্রথম ট্রেড করেছিলাম তখন আমার লসের কারন খুজতে লাগলাম । এবং পরবর্তীতে ভুলের কারন সংশোধন করলাম । এই হলো আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা ।
আমার প্রথম ট্রেড এ আমি লাভ করেছিলাম এটা মনে আছে কিন্তু কত সেটা আমার মনে নাই। তবে প্রথম ২ *দিনে আমি ৭৫ ডলার লাভ করি এবং ৩ দিনে আমি আমার লাভের টাকা সহ নিজের ডিপোজিট করা টাকা আমি লস করে ফেলেছিলাম।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতাটা ছিল অন্যরকম। ডেমো করার পর ভেবেছিলাম লাইভ ট্রেড করা মনে হয় খুবই সহজ।
আমার প্রথম ট্রেড এর সময় আমি লাভ করি আবার তা লস করে ফেলি আসলে তখন আমি নতুন তাই আমার তেমন কোন ফরেক্স শিক্ষা ছিল না তাই আমি লস করেছি আমি মনে করি এখন আর আমি এই লস আমার হবে না কারন ফরেক্স থেকে আমরা সবাই চাই লাভ করতে কেউ লস করতে চাই না ফরেক্স মার্কেট হতে ।
আমি আমার প্রথম ট্রেডেই ৮০ডলার লাভ করেছিলাম।
কী বলব আমি প্রথম ট্রেডেক কথা , আমি যখন প্রথম বার ট্রেড করি তখনি লস করি । তা ছিল আমার ভুলের কারণে । এর পার আবার আমি ১০০ ডলার নিয়ে ট্রেড করি এবং লাভ করি । আমি বলব আপনে যদি বুঝে ট্রেড করেন তাহলে আপনে কখন লস করবে না ।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া । আমি প্রথম ট্রেড করি মাত্র 15.5 ডলার নিয়ে সেখানে আমি 0.01 লট দিয়ে ট্রেড ওপেন করি এব্ং আমি তাতে মাত্র 2.5 ডলার লাভ হলে আমি তা বিক্রয় করে দিয়ে ছিলাম। আমি মনে করি যে যারা নতুন ট্রেডার তারা অপ্ল লাভ হলে বিক্রয় করে দেয়া ভাল কারণ মার্কেট হুট-হাট কোন দিকে যাবে তা তারা ধারনা করতে পারবে না।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা খুভ ভাল মনে আছে আমি যখন প্রথম ট্রেড করি ১০০ ডলার দিয়ে প্রথম যাএা শুরূ করি তার পর আস্তে আসতেআমার লাভ হতে হতে একদিন ২০০ ডলার হয়ে যায় আমি ১০০ ডলার বিক্রয় করে দিয়ে কিছু মুনাফা অর্জন করি।তখন আমার মনের দিক দিয়ে নিজেকে খুভ ভাল লাগতে থাকে।
ফরেক্স মার্কেট এ আমার প্রথম ট্রেড এ আমি আমার বেলেন্স এর অর্ধেক হারিয়ে ফেলি ভাবলাম একি বুজনেস একদিনের অর্ধেক শেষ অবশেষে বুঝতে পারলাম এটা বিজনেস এর কোন দোষ নয় দোষ হল আমার ট্রেড করার জন্য । এ জন্য আমি মনে করি আমাদের অবিজ্ঞতা নিয়ে এই মার্কেট এ ট্রেড করা দরকার তা না হলে আমরা যে কোন সমস্যায় পড়ে যেতে পারি ।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা অনেক ভালো কারন আমি প্রথমতে ট্রেড করেই লাভ করেছি তাই আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা আমি ভালো বলে মনে করি।
আমার প্রথম ট্রেড এর কথ এখন ও মনে আছে। আমি প্রথম ফরেক্স করি ২০১০ সালে। আমি তখন অনলাইন এ বিভিন্ন কাজ করতাম। আমি কোন একটা কাজ করে ২ ডলার পাইসিলাম। আমি ওই ২ ডলার ফরেক্স এ ইনভেস্ত করছিলাম। আমি রাতে একটা ত্রাদে ওপেন করে ঘুমিয়া যাই, সকালে দেখি আমার প্রফিট ৫ ডলার।
প্রথম ট্রেডের অভিজ্ঞতা হল সকলেরই উচিত ব্যবসা করার পূর্বে মানি ম্যানেজমেন্ট ঠিক করে নেওয়া । আমি মনে করি যে যারা নতুন ট্রেডার তারা অপ্ল লাভ হলে বিক্রয় করে দেয়া ভাল কারণ মার্কেট হুট-হাট কোন দিকে যাবে তা তারা ধারনা করতে পারবে না। যার ফলে তা লসে যায় এবং সকলেই লস করে।
আমি প্রথমে ২০ ডলার নিয়ে ট্রেড শুরু করি এবং মাত্র .৮ ডলার লাভ করি তরপর ও আমি খুব খুশি ছিলাম কারন আমি আমার জীরনের প্রথম ট্রেড এ লাভ করেছি অবশ্য ফরেক্স ট্রেডে প্রথম দিকে বেশী লাভ করা উচিত না কারন এখানে লস যাওয়ার ও সম্ভাবনা থাকে।
আমি গত এক বছর ধরে আমার ফরেক্স বিজনেস এর উপর কাজ করছি আর আমি মনে করি এখন ও আমার অনেক কিছু বাকি আছে শিক্ষার তাই আমি এখন ও আমার ট্রেড করছি আর আমি মনে করি এইটা আনার জন্য অনেক ভাল একটা রাস্তা ফরেক্স এ অবিজ্ঞতা অর্জন করার জন্য আর আমি ফরেক্স কে অনেক ভালবাই তাই এখন ফরেক্স করি
প্রথম ট্রেড কেনো পরবর্তী অনেক দিনেও আমি শুধু লসই খেতে থাকি কারন এই বিষয়ে আমার ভালো ধারনয়া ছিলো না। আস্তে আস্তে যখন এই বিষয়ে অভিজ্ঞতা বাড়োতে লাগলো তখন লাভের মুখ দেখলাম এবং বুঝতে পারলাম আমার প্রথম ট্রেডিয়েং ভুল গুলো কোথায় থেকে।
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আরম্ভ করেছি এই বছর থেকে আমি এখন ডেমো একাউন্ট এ ট্রেড করে যাচ্ছি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে ভাল করে ফরেক্স শিখে তারপরে এই মার্কেট হতে প্রসিক্ষন নিতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল করে ফরেক্স শিখতে পারব বলে মনে করি ।
ভাই আমার প্রথম ট্রেডিং টা ছিল খুবই আনন্দ মুখর, প্রথম দিন আমি যখন ট্রেড শুরু করি তখন প্রথমেই দুঃখজনক ভাবে ৫ ডলার লস করি আমার মনটা খুব খারাপ হয়, পরবরতিতে আমি গোল্ড মার্কেটে ট্রেডিং করি ওখান থেকে আবার আমি ১০ ডলার লাভ করি এই হল আমার প্রথম দিনের ট্রেডের অভিজ্ঞতা।
আমি নতুন ট্রেডার তাই আমার তেমন বেশী ফরেক্স সম্পার্কে ভালো অভিজ্ঞ নই। সুতরাং প্রথম ট্রেডে আমার কোন লাভ হয়নি।
আমার প্রথ ট্রেড এ সে রকম কোন অবু\ইজ্ঞতা নেই আমি মনে করি ফরেক্স করতে হলে আমাকে ভাল করে অবিজ্ঞতা নিয়ে এই মার্কেট এ ট্রেড করতে হবে কারন অবিজ্ঞতা ছাড়া আমি এখানে থেকে কোন ট্রেড করে লাভ করতে পারব না তাই আমাদের অবশ্যই অবিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে ।
আমার প্রথম ট্রেড আমি না বুজেই করেছিলাম এবং লস করেছিলাম।আমার লাভের টাকা সহ নিজের ডিপোজিট করা টাকা আমি লস করে ফেলেছিলাম।কিন্তু পরে বুজে আরো ভাল লাভ করেছি।নতুনদের আমি বলতে চাই আপনারা ভালোভাবে ফরেক্স না শিখে টাকা ইনভেষ্ট করবেন না।
ফরেক্স মার্কেট এ আমার প্রথম ট্রেড করেছিলাম ডেমো একাউন্ট এ এবং সেই ট্রেড এ আমি ২১ ডলার লাভ করেছিলাম তা আবার লস করে ফেলেছি কিছুদিন পর আসলে প্রথম দিনের ট্রেড না আমাদের কে সব সময়ের জন্য ট্রেড ভাল করে করতে হবে তাহলেই আমরা ফরেক্স শিখতে ও করতে পারব ।
আমার লাইফ এর প্রথম রিয়েল ট্রেড এ আমি লস খেয়েছি ১২ $ এর মত।টার পর এক বড় ভাই এর থেকে ভাল করে শিখে আবার চেস্টা করছে ।পরে আস্তে আস্তে লাভ করতে পারসি।
আমার প্রথম ট্রেডের অভিজ্ঞতা অনেক ভালো। কারন প্রথম ট্রেডে আমি কিছুটা লাভ করেছিলাম। তারপর আমি মনে করেছিলাম আমার ঐ লাভ করা স্ট্যাটেজি দিয়ে সব সময় লাভ করতে পারব। কিন্তু সেটা আর বেশি দিন কাজে দেয় নি। তার কিছুদিন পরই আমি লসের মুখে পড়ি এবং তখনই আমি ট্রেড করা বন্ধ করে ফরেক্সকে আরো ভালোভাবে জানার চেষ্টা করি।
ডেমো তে প্রথম ট্রেড এর কথা মনে নাই, তবে ফোরাম এর ডলার দিয়ে প্রথম ট্রেড এর কথা আমার মনে আছে, আমি ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করেছিলাম, আমি শুরু তেকেই মানি মেজমেন্ত মেনে চলতাম কিন্তু স্তপ লস বেবহার করাতাম না। আমার অ্যাকাউন্ট টি দিয়ে আমি প্রায় ৮ মাস ট্রেড করেছিলাম, কিন্তু একদিন মানি মেজমেন্ত আর স্তপ লস দুইতার একটা নিয়ম না মেনে ট্রেড করার কারনে আমার অ্যাকাউন্ট টি আমি জির করে ফেলি।
আমার প্রথম ট্রেড আমি প্রায় ১৭ ডলার লস করি পরে অনেক চেষ্টার পর ৫ ডলার রিকভার করি এবং ঐ সময় আমার ডিপোজিটকৃত ৫০ ডলার আমি পুরুটায় লস করি। ঐ দিন খুবই খারাপ লেগেছিল কারন জীবনের প্রথম ট্রেড অনেক আশা নিয়ে করেছিলাম, আসলে ফরেক্স মার্কেট যে এত বড় তখন বুঝতে পারিনি। তাই নতুনদের বলবো ভাল মতো রপ্ত করে তবেই ট্রেড করেন।
ামিয়া আম্র প্রথম দিন ট্রেড করেছিলাম আমার ডেমো একাউন্ট এ আর আমি আমার সেই ট্রেড এ ভাল লাভ করেছিলাম তাই আমি মুনে করি ফরেক্স করতে হলে আমাকে আপনাকে অবিজ্ঞতা নিয়েই করতে হবে কারন অবিজ্ঞতা ছাড়া করলে আমাদের কে সব কিছু হারাতে হবে বলে আমি মনে করি ।
আমি ফরেক্স এ নতুন তাই আমি এখনো ট্রেড করি নাই । তবে আমি এখন ডেমোতে ট্রেড করি আর ডেমোতে আমি প্রথম ট্রেড করে ১ ডলার লাভ করে থাকি । এবং তার পর আমি অনেক দিনই লস খেয়েছি তারপর আস্তে আস্তে আমি ট্রেডিং করা শিখছি । এটাই আমার প্রতম ট্রেড করা।
প্রথম দিন আমি ট্রেড করি এবং আমি সে ট্রেড থেকে কিছুটা লাভ করি আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে আগে ভাল করে ফরেক্স ট্রেডিং শিখতে হবে তারপরে ট্রেড করত্যে হবে তাহলে আমি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারব ফরেক্স থেকে লাভ করার জন্য আমাকে সব সময় মার্কেট এর নিয়ম অনুসারে চলতে হবে ।
আমি যেহেতু নতুন তাই আমি এখন ডেমো ট্রেড করে থকি । আমার ডেমো ট্রেডের প্রথম অভিজ্ঞতা বলছি ে যে আমার প্রথম দুই দিন সমান লস হয়েছে । এখন আমার লসের পরিমান অনেক কম ।