আমি এখনো অক্টোবর মাসে এর বোনাস পাইনি।আপনার কি অক্টোবর মাসে এর বোনাস পেয়েছেন।আমি কয়েক মাস ধরে পোস্ট করছি বোনাস এক মাসের পেয়েছি।
Printable View
আমি এখনো অক্টোবর মাসে এর বোনাস পাইনি।আপনার কি অক্টোবর মাসে এর বোনাস পেয়েছেন।আমি কয়েক মাস ধরে পোস্ট করছি বোনাস এক মাসের পেয়েছি।
না এখনো পাইনি অপেক্ষা করছি কবে বোনাস পাবো। ধৈর্য্য ধরা ছাড়া এখন আর কিছু করার বা আছে কি।
না, কেউই এখন পর্যন্ত অক্টোবর মাসের বোনাস পাইনি। অক্টোবর মাসের বোনাস এখনো আপডেট হয়নি। আশা করছি 23 তারিখের মধ্যে পেয়ে যাব হয়তো। যেহেতু গত দুই মাসে 22 ও 23 তারিখে বোনাস আপডেট হয়েছে সেহেতু 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারি। ইতিমধ্যে অনেকেই মার্জিন কল খেয়ে বোনাসের জন্য অপেক্ষা করছেন। যেহেতু ফোরাম অথরিটি প্রতিমাসে একটু দেরি করে হলেও বোনাস দিয়ে যাচ্ছেন সেহেতু আরেকটু অপেক্ষা করতে হবে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই বোনাস পেয়ে যাবো।
কিছুদিন আগে পেয়েছি। মোটামুটি ভাল বোনাস পেয়েছি। কিন্তু গত দুই মাসে বোনাস পেতে সব থেকে বেশি চিন্তিত হতে হয়েছে। আবার পোষ্ট অনুযায়ী আশানুরূপ বোনাসও দিয়েছিল না। তবে বোনাস দিবেই মিছ হবার সম্ভাবনা নেই।
না, কেউ এখনও অক্টোবরের পুরষ্কার অর্জন করতে পারেনি। অক্টোবর অতিরিক্ত এই সময়ে সতেজ করা হয়নি। আদর্শভাবে আমরা এটি 23 তমের মধ্যে পেয়ে যাব। যেহেতু অতি সাম্প্রতিক দুই মাসের 22 তম এবং 23 তম এ অতিরিক্ত রিফ্রেশ হয়েছে, তাই আমরা 23 তম পর্যন্ত দাঁড়াতে পারি। কার্যকরভাবে অনেকে প্রান্ত কলটি খেয়ে পুরষ্কারের জন্য শক্তভাবে ঝুলছে। যেহেতু আলোচনা কর্তৃপক্ষ সামান্য কিছুটা ধারাবাহিকভাবে নির্বিশেষে পুরষ্কার নিয়ে চলেছে, তাই আমাদের আরও কিছুটা দাঁড়ানো উচিত। আমি পূর্বনির্ধারিত সময়ের মধ্যে পুরষ্কার পেতে চাই।
হুম পেয়েছি আমি।তবে ফোরাম এখন আগের মতো সঠিক সময়ে আমাদেরকে বোনাস প্রদান করতেছে।তার কারন কি আমি সঠিক জানিনা।তবে সঠিক সময়ে না দিলে ও আমরা কিন্তু প্রতি মাসে বোনাস পাচ্ছি।তার জন্য ফোরামকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ আমিও ১৯ তারিখ সকালে আমার অক্টোবর মাসের বোনাস পেয়েছি তাই ভালই লাগছে। ইদানিং বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগছে একটু বেশি। তবে দেরি হলেও কোন মাসের বোনাস এখনো পর্যন্ত মিস হয়নি। তবে কিছু কিছু মেম্বারকে দেখি বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগলে হাঙ্গামা শুরু করে দেয়। তারা নিজেরাও অস্থির হয়ে যায় এবং সবাই কে অস্থির করে তোলে। আমি বলব যে যদি ট্রেডিং অ্যাকাউন্টে ফোরাম বোনাস বোনাস আসতে দেরি করে হয় তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। হাইহুতাশ করবেন না। ফরেক্স বাংলা ফোরাম থেকে কোন মাসের বোনাস একেবারে না পাওয়ার রেকর্ড নাই।
অনেক সময় এ রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দেখা গেছে যে এক মাসের বোনাস পরবর্তীতে মাসে পাওয়া গেছে। সেজন্য আমাদেরকে পর্যাপ্ত ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আর ফরেক্স হল ধৈর্যশীলদের জন্য। ঠিক একইভাবে জানুয়ারি-২১ - মাসের বোনাস আমরা এখনো পায়নি সাথে ফেব্রুয়ারি মাসে চলে যাচ্ছে। তবে এজন্য আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। এক সময় সকল বোনাস ঠিকই প্রদান করবে তবে এটি আগে বা পরে। সকলের ধৈর্য ধরা উচিত আর ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা সবাই জানি।
না অক্টোবর মাসে ফরেক্সে কোন বোনাস পাইনি আমি।
আমার যতদূর মনে পড়ে,হয়তো আমরা অক্টোবর এর বোনাসটা পাই নাই।তবে নভেম্বর ও ডিসেম্বর,দুই মাসের বোনাসই পেয়ছি। জানুয়ারি মাসের শুরুতে,অল্প কিছু দিনের ব্যবধানেই,(দু/তিনদিন) দুইটা বোনাসই পেয়েছি।তবে জানুয়ারি মাসের বোনাস এখনও পাই নাই, সেই সাথে ফেব্রুয়ারি মাসের টাও পাই নাই।তবে আশা করছি, খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে।
ফরেক্সে অক্টোবর মাসের বোনাস আমি এখন পর্যন্ত পাই নাই ইনশাল্লাহ একসময় পেয়ে যাব আল্লাহর রহমতে। আপনারাও হয়তোবা পেয়ে যাবেন ইনশাল্লাহ ধর্য্য ধরুন ধর্য্য তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে ধন্যবাদ।
আজ মাসের 18/12/2021খ্রি. তারিখ চালতি বছরের গত তিন মাসের বোনাস ঠিকমত পরিশোধ না করায় খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এতে করে অনেকেই ফরেক্স ত্যাগ করতে বাধ্য হচ্ছে। ফরেক্স মাকের্ট হতে অনেক অসহায় ও দরিদ্র পরিবার অায় করে সাবলম্বি হয়েছে। যার কারণে বর্তমান বিশ্বে ফরেক্স অধিক জনপ্রিয় একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত । তবে এমন জটিল সমস্যা চলতে থাকলে অনেকেই ফরেক্স ছেড়ে যেতে বাধ্য হবে। তাই এই সমস্যা থেকে উত্তোরণের জন্য কর্তৃপক্ষের নিকট আকূল আবেদন জানাচ্ছি যেন খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।
এই ফোরামে লেখালেখি করে আয় কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য নয়। আমি এখানে লেখালেখি করি আমার চিন্তাভাবনগুলো সবার সাথে শেয়ার করতে। এবং আমি এখান থেকে আপনার মত বিজ্ঞ ট্রেডারদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। ফরেক্স বাংলা ফোরামে সবচেয়ে ট্রেডারের জমায়েত হয়। এটা বাংলাদেশের ফরেক্স ট্রেডারদের একটা কমিউনিটি। আমি জানিনা অন্যান্য ফোরামগুলো পোস্টটিং এর উপর বোনাস দেয় কিনা। ফরেক্স বাংলা ফোরাম আমাদের সেই সুযোগ দিচ্ছে। হ্যাঁ মাঝের মধ্যে কিছু কিছু ঝামেলায় পড়তে হয় তবে আমি ফোরাম মোডারেটের কাছ থেকে সহায়তা নিয়ে থাকি। আর ফোরাম বোনাস নিয়ে আমার তেমন কোন মাথা ব্যাথা নেই। আমি নিজের টাকা ডিপোজিট করে ট্রেড করে থাকি। আর হ্যাঁ একটা সময় আমার যখন পকেটে টাকা ছিলনা তখন আমি ফোরাম বোনাস দিয়েই ট্রেড করতাম। এমনকি প্রফিটও উঠিয়েছি।
আসলে অামি সঠিকভাবে বলতে পারবো না যে অক্টোবর মাসের বোনাস পাইনি। তবে আমার যেকোনো একটি মাসের বোনাস আমি এই পর্যন্ত পাইনি আমার এক মাসের বোনাস মিস গিয়েছেন এবং এবার বোনাসের পরিমাণ অনেক কম। তাই পোস্ট করতে হতটা সময় দিতে পারছি না আসলে ধৈর্যশীলদের জন্য এখানে অনেক ভাল কিছু আশা করে। আসলে এই ধৈর্যটা আমি হারিয়ে ফেলতেছি অবশ্যই আমাকে ধৈর্য ধরে মার্কেটে কাজ করতে হবে তবে আমার যে কোন একটি মাসের বোনাস এখন পর্যন্ত আমি পাইনি সেটা নিয়ে আমি খুবই আফসেট।
এখনো পাইনি অপেক্ষা করছি কবে বোনাস পাবো। ধৈর্য্য ধরা ছাড়া এখন আর কিছু করার বা আছে কি।