অনেকে বলে ফরেক্স হলো অনেক লাভের জায়গা এটা আসলে কতটুকু সত্যি? আমি দীর্ঘ দুই বছর যাবৎ ফরেক্স ট্রেডিং করছি এবং এই সময়ে আমি অনেক লাভ এবং লস দুটোই করেছি। তবে কেউ যদি বলে যে ফরেক্স শুধু লাভের জায়গা তাহলে সেটা যেমন একেবারেই ভুল তেমনি কেউ যদি বলে ফরেক্স লসের জায়গা তবে সেটাও বলবো ভুল। এর কারন হলো এখানে লাভ এবং লস আছে। তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে দক্ষ ও অভিজ্ঞ হতে পারলে লস একটু কম হবে তবে লস হবেনা এটা একেবারেই না।আপনারা অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ