আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে প্রত্যেক ট্রেডারেরই মাঝ্যে মধ্যে ট্রেড থেকে বিরতি নেওয়া উচিত। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই।
Printable View
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে প্রত্যেক ট্রেডারেরই মাঝ্যে মধ্যে ট্রেড থেকে বিরতি নেওয়া উচিত। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই।
আমিও আপনার সাথে একমত কারন একটানা ফরেক্স ট্রেডিং আপনার মানোসিক অবস্থার উপর চাপ প্রয়োগ করতে পারে এতে করে আপনি ভাল ভাবে ট্রেডিং কেৌশল অনুসারন করে ট্রেড করতে বাধাগ্রস্থ হতে পারেন সেই কারনে আমি মনে করি মাঝে মধ্যে ট্রেডে বিরতি দেওয়া ভাল।
আসলে ফরেক্স মার্কেট এ যে সব সমইয় ই ট্রেড করতে হবে এমনটা তো না তাহলে আমরা কেনো এমন পস্ট দি।। যারা দক্ষ ট্রেডার তারা কখনই বিরতি হীন ট্রেড করেন না ।। তারা সময়ের অপেক্ষা করে কখন তাদের কাংখিতো সময় আসবে আর তারা ট্রেড করবে আর সফলতা নিয়ে আসবে।। হইতো সপ্তাহে একবার হইতো দিনে একবা হইতো বা সপ্তাহে দুইবার , নাহই মাসে একবার নাহই দুইস্পতাহে একবার নাহই মাসে তিনবার ট্রেড করেন।। আর বাকি সময় মার্কেট নিয়ে এনালাইসিস করেন সঠিক সময়ের খোজে।।
হ্যা ট্রেডের মাঝে বিরতি দেওয়া উচিত। কারন ট্রেড করতে করতে অনেক সময় ব্রেইন কাজ করে না আর এই অবস্থার জন্য আপনার ট্রেড বাধাগ্রস্ত হতে পারে। আর তাছাড়া যারা দক্ষ ট্রেডার তারা কখনই বিরতি ছাড়া ট্রেড করে না। তাই ট্রেডের মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত।
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে প্রত্যেক
ট্রেডারেরই মাঝ্যে মধ্যে ট্রেড থেকে বিরতি নেওয়া উচিৎ কেননা বিরতি নিলে ট্রেডার এর মন ভাল থাকে।তাই পরে সাছন্দে ট্রেড করতে পারবে
মাঝে মাঝে আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া আসলেই দরকার। কারণ ফরেক্স ট্রেডিং খুব বিরক্তিকর একটা জিনিস এবং তা বেশ ভাল রকম মানসিক চাপ তৈরী করে। অনেক্ষণ চাপে কাজ করতে করতে একজন মানুষের ভূল করার সম্ভাবনা তৈরী হয়ে থাকে। তাই মাঝে মাঝে একটু রেস্ট দিলে ভূল করার সম্ভাবনা কমে যায় এবং নতুন উদ্যম পাওয়া যায়।
একই কাজ বারবার করলে ব্রেইন অনেক সময় ডেমেজ হয়ে পড়ে । আর আপনিতো জানেন ফরেক্স হল এমন একটা ব্যাপার যেখানে শতভাগ ফ্রেস রাখতে হয় ব্রেইনকে । আর ব্রেইনকে সতেজ রাখতে হলে আপনাকে বিরতি নেয়া আবশ্যক । যাতে করে আবার পুরোদমে কাজে মনোযোগ দেয়া যায় । আশা করি বিষয়টা বুঝতে পারছেন ।
ট্রেডের মধ্যে শুধু বিরতি নয় । আমি মনে করি সপ্তাহে দুই থেকে তিনটা ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ । যত বেশি ট্রেড করবেন তত বেশি ঝুকির পরিমান বৃদ্ধি পাবে । তাই বেশি বেশি ট্রেড করা থেকে নিজেকে বিরত রাখতে হবে । এটাই বুদ্ধিমানের কাজ হবে । ফরেক্স ট্রেডিং এর অন্যতম শর্ত হল ঝুকি কমিয়ে আনা ।
অবশ্যই ট্রেডের মাঝে মাঝে বিরতি নেওয়া বুদ্ধিমানের লক্ষণ । যে ট্রেডারগণ মাঝে মাঝে বিরতি নেয় সে বঢ় কোন ধরনের হুমকির মুখোমুখি হতে হয় না । সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত হবে সপ্তাহে অল্প ট্রেড করে সফলকাম হওয়া ।
সেহেতু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই চলে সেহেতু ফরেক্স মার্কেটে ট্রেড করতে মাঝে মাঝে মধ্য বিরতি নেওয়া দরকার। কারন প্রতিদিন ট্রেড করলে করলে অনেক সময় দেখ জায় যে ট্রেডের প্রতি অনিহা ভাব চলে আসে। তাই এই সময়টা আমরা ট্রেড করলে ট্রেডে লস হবার সম্ববনা থাকতে পারে।
হ্যা আমি আপনার সাথে একমত । ট্রেডের মাঝে মধ্যে বিরতি নেওয়া উচিত । সারা দিন ধরে বসে ট্রেড না করে দিনে তিন চারটি ট্রেড করা উত্তম বলে আমি মনে করি । তাছাড়া সপ্তাহের প্রতিটি দিন সমান যায় না । তাই মার্কেটের মুভমেন্ট দেখে অল্প সংখ্যক ট্রেড করা ভাল ।
হ্যা আসলে মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নেয়া উচিত। এতে একঘেয়েমিতা দূর হয়। তবে আমার মনে হয় আমরা ফরেক্স থেকে বেশ ভালোই বিরতি পাই। তাই এর বাইরেও আরো বিরতির প্রয়োজন হয়না। সাপ্তাহিক যে ছুটিটা পাওয়া যায় সেটাই যথেষ্ঠ।
আপনি যেটা বলছেন সেটা পরিস্থিতি বুঝে করা যেতে পারে। বিশেষ করে যদি নিয়মিত লস করতে থাকি তখন কিছুদিনের জন্য ট্রেডিং অব্যাহতি দেওয়া যেতে পারে। এতে করে আবার নতুনভাবে ট্রেড শুরু করা যায়। ফলে ট্রেডে আবার বারতি মনযোগী হওয়া যায়। তাই আমি মনে করি মাঝেমাঝে ট্রেডিং থেকে বিরতি দেওয়া খারাপ কিছু না।
আমার মতে শরটার টাইম ফ্রেম থেকে হাইয়ার টাইমফ্রেম অনেক একুরেট সিগ্নাল দিয়ে থাকে।হাইয়ার টাইম্ফ্রেমের আরেকটি সবিধা আছে আর তা হলো বিরতি দিয়ে এটাতে ট্রেডে এন্ট্রি দেওয়া জায়।একটানা ট্রেডের ওপর থাকলে,ভুল সিগ্নাল বেশি আস্তে থাকে।
আমিও আপনার সাথে একমত।। ফরেক্সে আমরা যখন ট্রেড করি তখন এক্টু লাভ করলেই আবার ট্রেড করি বার বার ট্রেড করি ফলে অভার ট্রেডিং এর কারনে অনেক সময় লস করে ফেলি।। তাই ট্রেড করার পড় প্রফিট পেলে কিছু সময় অপেক্ষা করে বাজার বুঝে আবার ট্রেড করা উচিৎ।।।।
যার সময় যত বেশি সে তত বেশি এখানে সময় দিয়ে কাজ করতে পারে। এখানে কোন ধরা বাধা নিয়ম নেই যে তাকে একটি নিদিষ্ট সময় ধরে এখানে কাজ করতে হবে। তাই আমি মাঝে মাঝে ট্রেড করা থেকে বিরত থাকি ।এতে আমি পুনরায় আরও বেশি কাজ করার শক্তি পাই ।
আমার মতে ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টাই চলে সেহেতু ফরেক্স মার্কেটে ট্রেড করতে মাঝে মাঝে মধ্য বিরতি নেওয়া দরকার। কারন প্রতিদিন ট্রেড করলে করলে অনেক সময় দেখ জায় যে ট্রেডের প্রতি অনিহা ভাব চলে আসে। তাই এই সময়টা আমরা ট্রেড করলে ট্রেডে লস হবার সম্ববনা থাকতে পারে।
ট্রেডের মাঝে অবসশই বিরতি নিতে হবে নাহলে অভার ট্রেড হবে আর এতে কনফিডেন্স বারে আর লস এর সম্ভবনাও বারে।তাই ট্রেডের মাঝে বিরতি বজায় রাখুন।
যখন আমরা ফরেক্স ট্রেড করি তখন আমদের মাথায় অনেক চাপ পরে । তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড থেকে আমদের মাঝে মাঝে বিরতি নেয়া উচিত অথবা ছুটি নেওয়া উচিত ।
অনেক সময় কাজ করতে করতে আমাদের মাঝে একগেয়েমি তৈরি হয় । আর এ একগেয়েমি থেকে মুক্তি পাবের জন্য মাদের মাঝে মাঝে ছুটি কাতান উচিত । ছুটি কাটালে আমদের মন মানিসিকতা ভাল থাকে । পরবর্তী কাজে মনযোগ বাড়ে ।
ফরেক্স ট্রডিং করে লাভ করতে করতে মাতাল হয় গেলে চলবেন। কারন বেশি লোভ করলে একসময় ধরা খেতে হয়। তাই মাঝে মাঝে ট্রেডিং থেকে বিরত থাকা উচিত। কারন সবসময় বাজারের অবস্থা ভাল থাকেনা। যখন মনে হবে বাজারের অবস্থা ভাল একমাত্র তখনই ট্রেড করা উচিত।
হ্যাঁ ট্রেডের মাঝে একটু বিরতি দি য়ে নেয়া ভাল। একটা ট্রেড করতে করতে অনেক সময় একঘেয়েমি চলে আসে এতে করে লস করার সম্ভবনা থেকে যায়। তাই আপনি যদি ট্রেডের মাঝে একটু
বিরতি দিয়ে মার্কেট ভাল করে অ্যনালাইস করে আবার ট্রেড করেন তাহলে প্রফিট করার সম্ভবনা থাকে।।।
ট্রেডে আমাদের মাঝে মধ্যে বিরতি দেওয়া উচিত না হয় যা লাভ করি সেগুলো দিন শেষে জিরো নিয়ে ডুকতে হবে তাই অামাদের ফরেক্স মার্কেটে কাজ করার পাকে বিরতি দেওয়া উচিত। আমার ফনেক সময় দেওয়ার ফরে ফরেক্স মার্কেটে দিন শেষে জিরো নিয়ে ডুকি।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে এবং প্রফিট নিতে সবাই ভাল বাসে,কিন্তু আমাদের একঘিয়েমি কাটাতে মাঝে মাঝে ফরেক্স মার্কেটে ট্রেডিং না করে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনুধাবন করা যেতে পারে,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হতে বিরত থাকি যাতে করে আমাদের অনেক ভাল হয়,পরে ট্রেড করতে।
ট্রেড এ মাঝে মাঝে বিরতি দেয়া বেপারটা খারাপ না.কারণ যারা এই ফরেক্স এ লস করে একঘেয়ে হয়ে পড়েছেন তাদের জন্য আইটি একটি রিফ্রেশমেন্ট পিরিয়ড হতে পারে.তারা এই বিরতির মাধ্যমে নিজেকে প্রস্তুত করে আবার নিতুন উদ্যমে ফিরে আসতে পারে.এই বিরতিতে তারা তাদের ভুলগুলো পর্যালোচনা করে শুদ্রে নিতে পারে.
আমি বলবো মাঝে মাঝে আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া আসলেই দরকার। কারণ ফরেক্স ট্রেডিং খুব বিরক্তিকর একটা জিনিস এবং তা বেশ ভাল রকম মানসিক চাপ তৈরী করে। অনেক্ষণ চাপে কাজ করতে করতে একজন মানুষের ভূল করার সম্ভাবনা তৈরী হয়ে থাকে। তাই মাঝে মাঝে একটু রেস্ট দিলে ভূল করার সম্ভাবনা কমে যায় এবং নতুন উদ্যম পাওয়া যায়।
ট্রেড এ মাঝে মাঝে বিরতি নেয়া তা তাদের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে যারা ট্রেড এ লস করতে করতে আশা হারিয়ে ফেলেছেন.এই বিরতি তাদের জন্য পুনর অনুশীলন পিরিয়ড হতে পারে.এবং আইষয়ে তারা রিফ্রেশ হয়ে আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারে.তাই তাদের জন্য ট্রেডিং এ বিরতি নেয়াটা ভালো সিদ্ধান্তই হবে বলে আমি মনে করি.
হা ভাই আপনি একধম ঠিক কথাই বলেছেন কারন আপনি যদি ট্রেডের মধ্য কোন প্রকার বিরতি না দেন তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে আপনি একধম বিরক্তিকরভাবে পরিবেশ সৃস্টি হবে বলে আমি মএ করি তাই মাঝে মাঝে আপনি ট্রেডের মাঝে বিরতি দেন দেখবেন আপনার ভাল লাগবে।
যারা সারা দিন ট্রেড করে আমি মনে করি তারা সারা দিনই লস করতে থাকে। তাই মার্কেটের অবস্থা বুঝে সময় নিয়ে ধীরে সুস্থে ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ। তাতে ব্রেইন যেমন ফ্রেস থাকে মনও তেমনি বেশ চাঙ্গা থাকে। তাই ট্রেডে বিরতি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্রতিনিয়ত ট্রেড করলে শেষে লসের সম্ভবনা অনেক বেশী হয়ে যায়। তাই মাঝে বিরতি দিয়ে পরিবার বন্ধুবন্ধব ও অত্তিয় পরিজনকে সময় দেওয়া উচিৎ। যে ট্রেডারগণ মাঝে মাঝে বিরতি নেয় সে বড় কোন ধরনের হুমকির মুখোমুখি হয়না।
ট্রেড এর মাঝেমাঝে বিরতি দেওয়ার উচিৎ। কেননা ধরি কোন পেয়ার এ বাই ট্রেড দেওয়া আছে। এটা যে অনর্গল বাই করা যাবে এমন না। এটা যে কোন সময় সেল করাও লাগতে পারে। তাই মাঝেমধ্যে বিরতি দেওয়া ভালো। সকলকে ধণ্যবাদ।
আমি মনে ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় মাজে মধ্যে বিরতি দেওয়া উচিত। কারণ বড় বড় সফল ট্রেডআর দিনে বেশি ট্রেড করে না তারা ৫ থেকে ৬ তা ট্রেড করে ওপেন করে এখান থেকেই অনেক টাকা ইনকাম করতে পারে। তাছাড়া বেশি বেশি ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করলে অ্যাকাউন্ট রিস্ক এর মধ্যে পরে যায়। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় মাজে মধ্যে বিরতি দেওয়া উচিত।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে সবার ভাল লাগে তবে ট্রেড করতে করতে নিজের মধ্যে যখন একটা বিরক্তি আসে তখন ট্রেড করা থেকে দুরে থাকা ভাল হবে। কারন এমন হতে পারে আবেগে বেশি ভলিউমে ট্রেড করে নিজেকে লস করার জন্য তৈরি করছে। তাই মাঝে মাঝে ট্রেড থেকে দুরে থাকা ভাল।
আসলে ট্রেড করা একটা মজার ও উপভোগ্য ব্যাপার । তবে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে একজন ট্রেডার ট্রেড করতে করতে লাভবান না হয়ে বরং কিছুটা লস করেই বোর হয়ে গেল এবং এতে করে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল । সে ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ওই পরিস্থিতিতে ট্রেডে কিছুটা বিরতি দেওয়া প্রয়োজন । কেননা টানা ট্রেড করতে গেলে এক ধরনের বোরিং চলে আসতে পারে এটাই হল স্বাভাবিক ।
একটানা ট্রেড মানসিক ক্লান্তি সৃষ্টি করতে পারে। তাই আমিও মনে করি কাজের মাঝে বিরতি নেওয়া উচিত। একটানা অনবরত ট্রেড করলে ট্রেডিং কৌশল এ ব্যাঘাত ঘটতে পারে। তাই নতুন কৌশল তৈরির জন্য ট্রেড এর মাঝে বিরতি দরকার হয়।
ফরেক্সে ট্রেড করার সময় আমি ও মনে করি ট্রেডারদের মাঝে মধ্যে বিরতি নেওয়া উচিত কারন মার্কেট ট্রেন্ড বিভিন্ন সময় বিভিন্ন রেন্জে থাকে ফলে এমন অনেক সময় দেখা যায় চাহিদার কারনে আপনি আমি যে কারেন্সি দিয়ে ট্রেড করছি সেটি হঠাত করে অনেক বেশি পরিবর্তিত হতে পারে ফলে ট্রেডের প্রতিকূলে গেলে লসের সম্ভাবনা থাকতে পারে সেই কারনে ট্রেড থেকে মাঝে মধ্যে বিরতি নেওয়াটা ভাল বলে আমি মনে করি।
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। কারন ফরেক্স মার্কেট এ আমাদের মাঝে মাঝে ট্টেড করা বন্ধ করা উচিত। কারন আমরা যতই জ্ঞানী ও অভিজ্ঞতা দ্বারা কাজ করি না কেন। মার্কেট মাঝে মাঝে অনেকটা ঘুরে যায় যা আমরা কোন ধারনা করতে পারি না। এতে আমাদের অনেকটা লসে পরিনত হতে হয়। তাই ফরেক্স এ আমাদের মাঝে মাঝে একটু বিরত থাকতে হবে।
ফরেক্স মার্কেট সপ্তাহে ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্তু মার্কেট সব সময় মুভ করে না। আর সারাদিন চার্টের সামনে বসে থাকতে ভালো লাগে না। আর সারাদিন মার্কেট এ ট্রেড ও করা যায় না। সারাদিন চার্টের সামনে থাকতে হলে নিজেকে ও সময় দিতে হয়। আর নিজের নধ্য বিরক্তি আসে। তাই সময়মত ট্রেড এ বসাই ভালো।
ফরেক্স মার্কেট সমান ট্রেড করলেই প্রফিট হয় না তাই মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত । কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় মার্কেট ট্রেন্ড দেখে ও বুঝে । তাই গরুর মত ট্রেড না করে ট্রেডে মাঝে মধ্যে বিরতি দেওয়া উচিত । তাহলে আমি মনে করি মার্কেট এনালাইসিস করতে ও মার্কেট ত্রেন্ড বুঝতে অনেক ভাল হবে ও প্রফিট ও অনেক করা যাবে ।
ফরেক্স ট্রেড খুব একটা কঠিন কাজ। এখানে ট্রেড করতে গেলে ট্রেডেদার কে বিভিন্ন বিষয়ের উপর নজর রাখতে হয়। এজন্য আমি মনে করি ট্রেডিং করার সময় বিরতি দেওয়া উচিত কারন মানুষ তো আর মেশিন না বিরতিহিন কাজ করলে অনেক সময় মানুসের ব্রেন কাজ করে না ।ফলে সে মার্কেট এ ট্রেড করার সময় ভুল করতে পারে । এ জন্য ট্রেডে বিরতি প্রয়োজন ।