-
Pamm অ্যাকাউন্ট
ফিনেন্সিয়াল মার্কেট মানেই হাই রিস্ক, আবার প্রফিট ও অনেক বেশী। এই মার্কেট এ ট্রেড করার জন্য অনেক ভাল ফিনেন্সিয়াল নলেজ দরকার, সামান্য নলেজ এ ফিনেন্সিয়াল মার্কেট এ ট্রেড করার জন্য যথেষ্ট নয়। আপনার যদি পর্যাপ্ত নলেজ না থাকে তবে ফরেক্স এ ইনভেস্ট করে নিজে ট্রেড না করে নিজের একাউনট ভাল ট্রেডার দ্বারাও করাতে পারেন
-
আসলে পাম একাউন্ট দুই প্রকারের। এক হল পাম ট্রেডার, আর এক প্রকার হল পাম ইনভেস্টর। যারা ট্রেডার তারা যদি ইনভেস্টমেন্ট রিকোয়েস্ট পেয়ে থাকে তবেই সে ট্রেড করতে পারে অন্যের ডলার দিয়ে বিনিময়ে সে একটা কমিশন পেয়ে থাকে যা প্রফিট শেয়ারিং নামে পরিচিত। আর পাম ইনভেস্টর দের শুধু ইনভেস্ট করে দিয়েই কাজ শেষ।
-
আমি এখনও পাম একাউন্ট ব্যবহার করিনি । আমি শুনেছি পাম একাউন্টের অনেক ভাল দিক রযেছে অনেক খারাপ দিক রয়েছে । তবে আমি মনে করি আপনি যদি আপনার টাকা অন্য কারও ভরসায় ছেড়ে দেন তাহলে সেটি ভুলই হবে । কারন ফরেক্স মার্কেট খুব মারাত্মক একটি বিষয় । এখানে যে কেউ ধরা খেতে পারে ।
-
পেম একাউন্ট সম্পর্কে আমার ধারনা কম ছিল এখন পড়ে অনেক কিছু শিখতে পারলাম। পেম একাউন্ট দুই প্রকার এক পাম ট্রেডার দই পাম ইনভেস্টার। পাম ট্রেডার হল অন্যের টাকা দিয়ে ট্রেড করে যা প্রপিট হয় প্রপিট শেয়ার করে নেওয়া।পাস ইনভেস্ট হল আপনার টাকা আরেক জন ট্রেড করা।
-
পাম একাউন্ট মূলত দুই ধরনের । এর মধ্যে একটি হচ্ছে পাম ট্রেডার এবং অন্যটি হচ্ছে পাম ইনভেস্টার । নিজের টাকা অন্যকে দিয়ে ট্রেড করিয়ে নিয়ে সেই প্রফিট দু জনের মধ্যে শেয়ার করাটাই হচ্ছে পাম ট্রেডার । আর পাম ইনভেস্টর বলতে আপনার টাকা ইনভেস্ট করা । পাম ট্রেডার দিয়ে ট্রেড করাতে চাইলে সেক্ষেত্রে তার হিষ্টোরি চেক করে নেয়া ভাল ।
-
ফরেক্স মার্কেটে আমরা পাম একাউন্ট করতে পারি,যদি ভাল বা দক্ষ ট্রেডার হওয়া যায় তাহলে পাম একাউন্ট করে অনেক ইনকাম করা যায়,এই একাউন্টের একজন একাউন্ট ম্যানেজারতথাকে সে ট্রেডিং করে থাকে,আর। যারা ট্রেডিং করার সময় পায়না তারা পাম একাউন্টে ইনভেস্ট করতে পারে যদি ম্যানেজার প্রফিট করে তাহলে তার ভাগ পাওয়া যায়।
-
ফরেক্স মার্কেটে আমরা পাম একাউন্ট করতে পারি,যদি ভাল বা দক্ষ ট্রেডার হওয়া যায় তাহলে পাম একাউন্ট না করে অনেক ইনকাম করা যায়। ফরেক্স যারা একটৃ কম বুঝে তারা এই একাউন্ট করে প্রফিট করতে পারে। এই একাউন্ট এ একজন একাউন্ট ম্যানেজার থাকে সে ট্রেডিং করে থাকে। আর যারা ট্রেডিং করার সময় পায়না তারা পাম একাউন্টে ইনভেস্ট করতে পারে যদি ম্যানেজার প্রফিট করে তাহলে তার ভাগ পাওয়া যায়।
-
পেম একাউন্ট সম্পর্কে আমার কোন ধারনা নেই এই একাউন্ট দিয়ে ফরেক্স মার্কেটে কি করা হয় কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের সব কিছু সম্পর্কে জানা থাকতে হবে তাহলে ফরেক্স সম্পর্কে নানা প্রশ্ন গুলো উত্তর জানতে সমস্যা হবেনা।
-
আমি ফরেক্সে নতুন , ফরেক্সের এই ফোরামে কাজ করতে এসে যে কত প্রশ্ন নতুন নতুন পাচ্ছি যা আমি আগে কখনো শুনিনি । ফরেক্সের এই ফোরামে যদি আমি এভাবে কাজ করতে পারি তাহলে আমি মনে হয় ফরেক্সের আরোও নতুন নতুন প্রস্ন জানতে পারবো বলে মনে করি । ফরেক্সের এর পাম একাউন্টের কথা আমি আজ প্রথম শুনলাম । তবে অনেকের উত্ত্রের মাধ্যমে কিছুটা বুঝতে পারলাম যে পাম একাউন্ট কি জিনিস ।
-
পাম একাউণ্ট হল আপনি একটা ইনভেস্ট করবেন কোন দক্ষ ট্রেডারের আন্ডারে।তারা আপনাকে ট্রেড করে দিবে।যা লাভ হবে তার একটা পারসেন্ট টেজ আপনি পাবেন।সবার উচিত যে একটা করে পাম একাউণ্ট খুলে কিছু ডিপোজিট করে রাখা।তাতে আপনার একটা লাভাংশ প্রতিমাসে পাবেন।
-
এই একাউন্ট এর মানে হচ্ছে আপনি ইনভেস্ট করবেন কিন্তু আপনার একাউন্ট চালাবে আরেকজন। যা লাভ হবে তার একটা নির্দিষ্ট অংশ যে আপনার একাউন্ট চালাবে সে নিবে।
-
আমি যতটুকু জানি পাম একাউণ্ট হল আপনি একটা ইনভেস্ট করবেন কোন দক্ষ ট্রেডারের আন্ডারে।তারা আপনাকে ট্রেড করে দিবে।যা লাভ হবে তার একটা পারসেন্ট টেজ আপনি পাবেন।সবার উচিত যে একটা করে পাম একাউণ্ট খুলে কিছু ডিপোজিট করে রাখা।তাতে আপনার একটা লাভাংশ প্রতিমাসে পাবেন।
-
এটা একটা দারুন সুযোগ। ফরেক্স এ আমরা অনেকেই লুজার আছি। এবং আমাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে যার কারনে আমরা প্রফিট্যাবল হতে পারছি না। তাই আপনি পাম একাউন্ট এর মাধ্যমে লাভ করতে পারেন। পাম একাউন্ট এ আমরা ইনভেস্ট করে পাম একাউন্ট এ ট্রেডাররা ট্রেড করে দিতে পারবে। এর বিনিময়ে তারা কিছু প্রফিট এর অংশ নিয়ে থাকে।
-
যারা ট্রেডার তারা যদি ইনভেস্টমেন্ট রিকোয়েস্ট পেয়ে থাকে তবেই সে ট্রেড করতে পারে অন্যের ডলার দিয়ে বিনিময়ে সে একটা কমিশন পেয়ে থাকে যা প্রফিট শেয়ারিং নামে পরিচিত। আর পাম ইনভেস্টর দের শুধু ইনভেস্ট করে দিয়েই কাজ শেষ। সবার উচিত যে একটা করে পাম একাউণ্ট খুলে কিছু ডিপোজিট করে রাখা।তাতে আপনার একটা লাভাংশ প্রতিমাসে পাবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কোন না কোন ব্রোকার এর সাথে থেক ট্রেড করতে হয় । আমি মনে করি সব ধরনের ট্রেডিং একাউন্টই রিস্ক জনক । pamm ও এক ধরনের ট্রেডিং একাউন্ট । অনেকে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য pamm একাউন্ট বেছে নেয় ও ট্রেড করে । অনেকে অনেক প্রফিট ও করে থাকে ।
-
প্যাম একাউন্ট সাধারণত দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণই পরিচালনা করে থাকেন৷একটা নির্দিষ্ট পরিমান প্রফিটের অংশের বিনিময়ে প্যাম ট্রেডারগণ ইনভেষ্টরদের দৃষ্টি আকর্ষন করেন৷প্যাম একাউন্টের কন্ডিশন অনুযায়ী অনেক বড় বড় পুঁজি বিনিয়োগ হয়৷আপনিও ইচ্ছা করলে আপনার লাইভ একাউন্টটি প্যাম সিষ্টেম করে নিতে পারবেন৷
-
আমি আগে পাম অ্যাকাউন্ট সম্পর্কে জানতাম না এখন আপনার পোস্ট পরে জানতে পারলাম , অনেক ট্রেডার আছে যারা ভাল লাভ করতে পারে না তারা পাম অ্যাকাউন্ট ডিপোজিট করে লাভ করতে পারবে আমার মতে পাম একটা ভাল ইনভেস্ট হতে পারে, তবে ট্রেড করে লাভ করতে পারলে সব থেকে ভাল হয় তাহলে অনেক বেশি লাভ করতে পারবেন ।
-
প্যাম একাউন্টের সহজ অর্থ হচ্ছে একজনের মূল ধন নিয়ে আরেক জন ট্রেড করা। এখানে দুই ভাবে হতে পারে আপনার মূলধন অন্য কাউকে দিয়ে ট্রেড করাতে পারেন আবার আপনি অন্যের কাছ থেকে মূল ধন নিয়ে ট্রেড করতে পারেন। তবে যদি ভাল ট্রেডার হয় তাহলে ভাল আর না হলে লসও তো হতে পারে তাই যদি সম্ভব হয় আপনি নিজের মূলধন নিয়ে নিজে ট্রেড করতে পারলে ভাল।
-
আমিও পাম একাউন্ট সম্পর্কিত কিছু জানতাম না। এই পেজে এসে বেসিক কিছু ধারনা পেলাম। এর জন্য সকলকে ধন্যবাদ যারা তাদের মূল্যবান মন্তব্য করেছেন।
-
আমার জানা মতে সাধারণত যারা ফরেক্স মার্কেটে দীর্ঘমেয়াদী ট্রেড করে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার তারাই একমাত্র প্যাম এ্যাকাউন্ট পরিচালনা করে থাকে। এই এ্যাকাউন্টি পরিচালনা করে একটা নির্দিষ্ট প্রফিটের অংশের বিনিময়ে ট্রেডারগণ ইনভেষ্টরদের দৃষ্টি আকর্ষন করে থাকে। আমার জানা মতে প্যাম এ্যাকাউন্ট প্রফিটের কন্ডিশন অনুযায়ী বড় বড় পুজি বিনিয়োগ করা হয়। এছাড়াও আপনি ইচ্ছা করলে আপনার রিয়েল এ্যাকাউন্টি প্যাম এ্যাকাউন্ট সিস্টেমে পরিচালনা করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এ বিষয় সম্পর্কে আমার কোন ধারণা বা জ্ঞান ছিল না বিষয়টি সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো কারন আজ আমি নতুন কিছু শিখতে পেরেছি এ জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন বিষয় সম্পর্কে ফোরামে আলোচনা করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো
-
এখনও পাম একাউন্ট ব্যবহার করিনি । আমি শুনেছি পাম একাউন্টের অনেক ভাল দিক রযেছে অনেক খারাপ দিক রয়েছে । তবে আমি মনে করি আপনি যদি আপনার টাকা অন্য কারও ভরসায় ছেড়ে দেন তাহলে সেটি ভুলই হবে । কারন ফরেক্স মার্কেট খুব মারাত্মক একটি বিষয় । এখানে যে কেউ ধরা খেতে পারে ।