১। লোভ ত্যাগ করতে হবে।
২। ধৈর্য ধরতে হবে।
৩। ডেমোতে ট্রেড করতে হবে।
৪। প্রথমেই ডিপুজিট করা যাবে না।
৫। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
Printable View
১। লোভ ত্যাগ করতে হবে।
২। ধৈর্য ধরতে হবে।
৩। ডেমোতে ট্রেড করতে হবে।
৪। প্রথমেই ডিপুজিট করা যাবে না।
৫। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
যারা ফরেক্স মার্কেট এ নতুন এসেছে তাদের আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । প্রথম এ ডেমো ট্রেডিং করে শিখতে হবে । নুন্নতম ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন এনালাইসিস করতে শিখতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । রিয়েল অ্যাকাউন্ট এ লস করলে আবার ডেমো ট্রেডিং করে ভালো দক্ষতা অর্জন করতে হবে ।
ফরেক্স এ যারা নতুন তাদেরকে বলবো আমি আপনার রা সাবধান হয়ে যান আপনারা যদি ফরেক্স সর্ম্পকে সর্ম্পন জ্ঞান অর্জন না করে ফরেক্স করে থাকেন তাহরে আপনি লসের পথে হাঠছৈন । তাই আমি বলবো ফরেক্স সর্ম্পকে ভালো ভাবে জ্ঞান অর্জন করুন এবং তারপর আপনি ফরেক্স এ ডেমো ট্রেড এ সাফ্যলতা অর্জন করুন এবং তারপর আপনি রিয়েল ফরেক্স ট্রেড এর পথে আগান।
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমার জ্যন এই কথা গুল খুবই উপকারি। যেমন, লোভ ত্যাগ করতে হবে, ধৈর্য ধরতে হবে, ডেমোতে বেসি বেসি ট্রেড করতে হবে,প্রথমেই ডিপুজিট করা যাবে না,ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। আপনাকে ধন্যবাদ, এই পরামর্শ দেবার জ্যন ।
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি তাই আমার এই পারামর্শ গুলো খুব কাজে লাগবে। আমাদের উচিত লোভ এবং আবেগ থেকে দুরে থাকা তবেই আমরা ফরেক্স মার্কেট থেকে সফল হওয়া সম্বভ।
ফরেক্সে একজন নতুন ট্রেডারের সর্বপ্রথম যা করা উচিত তা হল ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা এবং ডেমোতে বেশি বেশি প্রেকটিস করা । একজন নতুন ট্রেডারের সবচেয়ে বেশি ডেমোতে গুরুত্ব দেয়া উচিত । কারণ ডেমো করার অনেক সুফল রয়েছে এবং এর মধ্য প্রদান হল ডেমো করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স কৌশল শিখতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের স্কিল বৃদ্ধি করতে পারবে । এছাড়াও একজন নতুন ট্রেডারকে লোভহীন এবং ধৈর্য্যশালী হতে হবে ।
১। মূলধন কম।
২। লোভ বেশি থাকা।
৩।ডেমোতে বড় লডে ট্রেড করা।
৪। ১দিনে বিলগেটস হওয়ে যাওয়ার স্বপ্ন।
৫। ডেমো ট্রেডারদের ইয়া বড় বড় লডে ট্রেডের স্কীন সর্টদেখে তা রিয়াল একাউন্টে প্রয়োগ করা।
৬। ১দিনে ক্যাপিটাল ২গুন করা।
ফরেক্স এ আসা মাত্র লোভ করা যাবে না । আগে মার্কেট ভাল ভাবে বুজে নিতে হবে। এবং ডেমো টেড করে নিতে হবে। তাহলেই ফরেক্স এ উন্নতি করা শম্ভব।
নতুন দের জন্য অনেকেই অনেক কথা বলেছেন। আমি শুধু এটুকুই বলব-- কখনোই অন্যের কথায় প্রলভিত হয়ে ফরেক্স ট্রেড করবেন না। আপনি আপনার নিজের মত করে ট্রেড করুন। হয়ত আপনার লস হবে। এই লস থেকে শিক্ষা নিয়ে ট্রেড করতে থাকুন। দেখবেন আপনি সফল হবেনই। অন্যের কথা মত ট্রেড করলে আপনি কখনোই ফরেক্স শিখতে পারবে না। আর ফরেক্স এ সফল হতে পারবেন না। তাই নিজের মত করে ট্রেড করুন।
ফরেক্স মার্কেট এ নতুন যারা তাদের জন্য আমার মতামত হল অনেক শ্রম দিতে হবে । আপনাকে বেশি বেশি ডেমোতে ট্রেড করতে হবে এর মধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন । তবে আপনাকে লোভ ত্যাগ করতে হবে । আপনি হয়তো প্রথমের দিকে লস দিবেন কিন্তু পিছু হাটলে চলবে না আপনাকে অপাক্ষা করতে হবে বিপলতার ফর সফলতলা আসবে। ফরেক্স হচ্ছে উন্মুক্ত পেশা আপনার হালকা অভিজ্ঞতা থেকে আপনি এই কাজ শুরু করতে পারবেন।
ফরেক্স একটি আন্তর্জাতিক লাভজনক ঝুকি পূন ব্যবসা।এই ব্যবসায় টিকে থাকা অনেক কঠিন।যে টিকতে পারে সেই সফলতা বয়ে আনতে পারে।নতুন হিসেবে এই মার্কেট এ টিকে থাকতে হলে অনেক প্ররিশম করতে হবে।অনেক ধেয ধারন করতে হবে।একদম লোভ করা যাবে না।মনে রাখবেন লোভ করলেন তো মরলেন।প্রথম ডেমো অ্যাকাউন্ট এ প্রাকটিস করতে হবে। ডেমোতে সফল হলে রিয়্যাল ট্রেড এ যাবেন।
হ্যা ফরেক্স মার্কেট এর মধ্যে আমিও নতুন তাই আমিও অনেক কিছু ভূল করতে পারি তবে কথা হচ্ছে সব কিছু দক্ষতার উপর নিরভর করে কাজ করলে ভাল ফল পাওয়া যায়।আমি মনে করি যখন একজন নতুন ট্রেডার হিসেবে আছে তখন অনেক নিয়ম মেনে চলতে হয়,নাহলে ভাল হয় না,যেমন এনালাইসিস করা মানি মেনেজম্যন্ট করা,চাট প্যাটান ইত্যাদি বিষয় গুলো অনুসরন করতে হয়।
ফরেক্সে যারা নতুন তাদের জন্য বলছি:
১। ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে নিন।
২। নিয়মিত মার্কেট এনালাইসিস করুন- ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল।
৩। ডেমো একাউন্টে যতটা পারেন ট্রেড করুন।
৪। আপনার ট্রেডের ফলাফল পর্যবেক্ষণ করুন এবং রেকর্ড রাখুন।
৫। স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর ও রোবটের পরীক্ষাও করে নিতে পারেন।
৬। নিয়মিত৬০ শতাংশের উপর ট্রেডে লাভ করতে পারলেই রিয়াল ট্রেডের কথা ভাবুন।
৭। অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ নিন।
৮। লোভ, ক্রোধ, ভয়, আবেগকে নিয়ন্ত্রনে আনুন, ধৈর্য্য ধরুন।
যারা ফরেক্স মাকেটে নতুন এসেছে তাদের জ্ঞান ধারন করতে হবে । প্রথমে ডেমো টেডিং করে শিখতে হবে । লোভ ত্যাগ করতে হবে , দীড় মনোভাব থাকতে হবে , প্রথমে ডিপোজিট করা যাবে না , মূল ধন কম , ডেমোতে বড় লডে ট্রেড করা যাবে না ।
আমি একজন নতুন ট্রেডার ।আমার ফরেক্স সম্পর্কে এখন সম্পূর্ন দক্ষতা হয়নি।তারপর ও বলছি যারা নতুন ফরেক্সে ট্রেড শুরু করেছেন তাদের প্রথমত ফরেক্স সম্পর্কে জানতে হবে বুঝতে হবে । ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।মার্কেটের বিভিন্ন এনালইসিস আছে ও মর্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা করতে হবে।তারপর আপনাকে ডেমো প্রট্রিস করতে হবে কমপক্ষে ৬ মাস । লোভ কে বর্জন করতে হবে ।তাহলেই একজন আদর্শ ট্রেডার হতে পারবেন।ধন্যবাদ
ফরেক্সে অধিকাংশ নতুন ট্রেডারই লস করেন। তাদের মূল সমস্যা তারা মার্কেট না বুঝে ট্রেড করে। তারা এলোপাথাড়ি ট্রেড করে ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু নতুন দের অনবশ্যই ধৈর্য ধরে টিকে থাকতে হবে, মার্কেট ভালো ভাবে এনালাইসিস করা শিখতে হবে। প্রথমে ডেমো ট্রেডিং করে অনুশীলন করতে হবে। শুরুতেই ঝুকি নেয়া যাবে না। সবসময় মার্কেট বুঝে ট্রেড করতে হবে।
জি আসলেই এই বেপারগুলো অনেকটা লক্ষনীয়, অনেকে এই বেপারগুলো খেয়াল না করে, বিশেষ করে মানুষদের মাঝে একটা প্রবণতা হলো ডেমোতে তারা কেউ ট্রেডিং এর ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখায় না, যত অল্প সময়ের মাঝে ট্রেডিং শেষ করা যায় ততই ভালো. তার ওপর হঠাত করে মানুষ অনেক টাকা ইনভেস্ট করে বেবসা শুরু করে, এই ভেবে যে বেশি দেপসিত বেশি লাভ, সুতাং আগে ফরেক্স শিখি অতপর মাঠে নামী
ফরেক্সে নতুন যারা তাদের জন্য আমার কিছু কথা হল :
(১) ফরেক্স সর্ম্পকে দক্ষতা অর্জন করতে হবে ।
(২) প্রতিদিন মার্কেট দেখতে হবে ।
(৩) ডেমো ট্রেডিং প্রতিদিন চালিয়ে যেতে হবে ।
(৪) লোভকে ত্যাগ করতে হবে ।
(৫) ধৈর্য্য ধারন করে ট্রেড করতে হবে ।
(৬) ফরেক্স ক্যালেন্ডার সর্ম্পকে ধারণা থাকতে হবে ।
আমার মতে ফরেক্স এ নতুনদের জন্য যা দরকার তা হলো প্রথমেই বলবো লােভকে ত্যাগ করতে হবে।ফরেক্স সর্ম্পেকে অনেক বেশি জ্ঞান থাকতে হবে।অনেক পরিশ্রম করতে হবে।বেশি বেশি ডেমো করতে হবে।ধৈর্য ধরতে হবে। প্রথমেই ডিপুজিট করা যাবে না।ফরেক্স না শিখে ট্রেড করাযাবেনা।এই কথাগুলাে যদি আপনি মানতে পারেন তাহলেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন ফরেক্স থেকে।ধন্যবাদ
ফরেক্স মার্কেট এ নতুনদের জানার অনেক কিছু আছে। ফরেক্স মার্কেট একটি আন্তরজাতিক মার্কেট। এখানে যদি আপনি একবার টিকে জেতে পারেন তবে আপনি অনেক লাভবান এবং সফল ট্রেডার হতে পারবেন। তার জন্য আপনাকে ফরেক্সে অনেক সময় ব্যয় করতে হবে। ফরেক্স মার্কেট এর কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনার লোভ, ধরয্য এগুলো বরজন করতে হবে, একটা লক্ষ নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।
এই ফরেক্স বেবশাই নতুনদের গুরুত্ত অনেক বেশি তার কারন হচ্ছে ফরেক্সে একজন নতুন ট্রেডারের সর্বপ্রথম যা করা উচিত তা হল ফরেক্স সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করা ভালোভাবে জানা এবং ডেমোতে অনেক বেশি বেশি করে প্রেকটিস করতে হবে এজন্য একজন নতুন ট্রেডারের সবচেয়ে বেশি ডেমোতে গুরুত্ব দিতে হবে।
যারা ফরেক্সে নতুন তারা ডেমো ছেড়ে যখন রিয়েল ট্রেড করে তখন এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।কারণ অনেক পার্থক্য লক্ষ্য করা যায়।এ থেকে আমরা যদি ধৈর্য হারা না হয়ে একটি সেশন ভিত্তিক মানিম্যানেজমেন্ট রোলসহ একটি ভাল স্ট্রাটেজি ফলো করি তাহলে আমরা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারব।আর http://forex-bangla.com/ থেকে অনেক কিছু শেখা হচ্ছে।
নতুন ফরেক্স ট্রেডারদের জন্য অবশ্যই উল্লেখিত বিষয়গুলো অনুসর করাটা আবশ্যক কারন আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদেরকে ফরেক্স থেকে ভাল প্রফিট করতে হলে অবশ্যই ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে সাথে সাথে তাকে অবশ্যই হতে হবে অধ্যাবসায়ি,নিলোভি।
ফরেক্সে যারা নতুন অবশ্যই প্রথমে আপনারা ফরেক্সেকে নিজের পছন্দের কাজ হিসেবে বিবেচনা করুন,ফরেক্সকে নিজের দৈনন্দিন কাজের অংশ হিসাবে নিন।দ্বিতীয়ত এ ব্যবসায় নামার আগে ফরেক্স সম্পর্কিত মৌলিক ধারণাগুলো ভালভাবে আয়ত্ব করে নিন,বেশি ডেমো অনুশীলন করাটা প্রয়োজন।সম্ভব হলে এ বিষয়ে অভিজ্ঞ কারো কাছ থেকে শেখার চেষ্টা করতে পারেন।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক নিয়ম মেনে নিয়ে ট্রেডিং করতে হয়,তাই আমি ফরেক্স মার্কেট এ যারা নতুন ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে তাদের জন্য ভাল কাজ হল ডেমো একাউন্ট করে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার আগে মার্কেট এনালাইসিস করতে হবে।
প্রথম এ ডেমো ট্রেডিং করে শিখতে হবে । নুন্নতম ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন এনালাইসিস করতে শিখতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । রিয়েল অ্যাকাউন্ট এ লস করলে আবার ডেমো ট্রেডিং করে ভালো দক্ষতা অর্জন করতে হবে ।
ফরেক্স ট্রেডিং েএ আমিও একদম নতুন । তাই আমি মনে করি আপনার কথাগুলো আমার অনেক বেশি পরিমানে কাজে লাগবে ।আসলে আমরা সকলেই জানি কি কি করতে হবে আর কি কি করা যাবে না । কিন্তু আমরা সেসব বিষয় মেনে চলতে পারি না । তাই বার বার একই ভুল করে থাকি যেটি আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর একটি বিষয় ।
আমি মনে করি যারা ফরেক্স মার্কেট এ নতুন এসেছে তাদের আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । প্রথম এ ডেমো ট্রেডিং করে শিখতে হবে । নুন্নতম ৬ মাস ডেমো ট্রেডিং করতে হবে । ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন এনালাইসিস করতে শিখতে হবে । ফরেক্স ট্রেডিং এ আবেগ ত্যাগ করতে হবে । ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । রিয়েল অ্যাকাউন্ট এ লস করলে আবার ডেমো ট্রেডিং করে ভালো দক্ষতা অর্জন করতে হবে ।
অনেকেই আছেন যারা না জেনে না বুঝে ফরেক্স মার্কেটে আসে । তারা ভাবে যে ফরেক্স হল টাকা কামানোর মেশিন । তবে তাদের হয়তো বাকিটা জানা থাকেনা যে এর জন্য কতটা শ্রম দিতে হয় । ফরেক্স এতটা সহজ না । আপনাকে ফরেক্স মার্কেটে ভালো করতে হলে দক্ষ ট্রেডার হতে হবে ।
ফরেক্স মার্কেটে যারা একধম নতুন তাদের যন্য আমি একটি কথা বলতে চাই যেন কেউ বুল করেও ছয় মাস ডেমো ট্রেড ন আকরে ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড না কারা। কারন আমি দেখেছি অনেকে বনে করে খুব অল্প সময়ে ডেমো ট্রেড করে রিয়াল ট্রেড করবে। পরে দেখা যার তার একাউন্ট শুন্য হয়ে যায়।
ফরেক্স মার্কেটে আমি নতুন ।আমি মনে করি রিয়ালে ব্যাবসা শুরু করার আগে অবশ্যই ডেমোতে প্রেকটিস করা প্রয়োজন । কমপক্ষে ৬মাস ডেমোতে প্রেকাটিস করে ফরেক্স সম্পর্কে ধারণ,জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে তারপর রিয়ালে ব্যাবসা করতে পারেন ।এতে করে আপনার ব্যাবসায় সফলতা আসা ১০০ভাগ নিশ্চিত।
নতুন দের জন্য আমার পরামর্শ যে আপনারা ফরেক্স মার্কেটে কাজ করার আগে ফরেক্স কে ভাল করে জেনে শিখে আসেন । কারন আপনি না জেনে ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন না । ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে ভাল করে ফরেক্স কে শিখে কাজ করতে পারবেন ।
ফরেক্স মার্কেটে যারা নতুন করে কাজ শুরু করছেন বা শুরু করতে চান তাদের কাছে আমার কথা হল যে আপনারা কাজ করতে হলে ফরেক্স কে আগে ভাল করে জানুন । ফরেক্সে কাজ করার সময় কোন লোভ করবেন না । ফরেক্সে লোভ করলে ভাল করতে পারবেন না । সব সময় লোভ কে পরিহার করার চেষ্টা করেন তাইলেই আপনি ফরেক্স মার্কেটে ভাল আয় করতে পারেন ।
আমি ও একমত আপনার শাতে । কষ্ট চারা কিছু অরজন করা সমভব নয় । প্রিথিবিতে জত জুন মানুস আজকে শীর্ষ ধনী তাদের এতিহাস পরজালচনা করলে দেখা যাবে তারা লাইফ অনেক কষ্ট করে আজকীর এই পজিসত্নে আস্ল। তবে নতুন রা জারা এইতার শাতে যুক্ত হচ্ছে তাদের অবশ্যই কষ্ট করএ জেন ভালো করে এই টা আয়ত্ত করে নেয়।
ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর আইন মেনে ট্রেড করতে হবে।যেমন-ট্রেড করার সময় ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে,ট্রেড করার সময় বেশি লোভ করা জাবেনা,ট্রেড করার সময় নিজের আবেগ কে কন্ট্রোল করতে হইবে,ডেমো একাউন্ট এ ট্রেড করে প্রশিক্ষণ নিতে হবে। আমরা যদি এই বিষয় গুলো মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে পারবো এবং ট্রেড করে আয় করতে পারবো।
উক্ত কথাগুলো অবশ্যই একজন নতুন ট্রেডারকে সামনের পথ চলতে অনেক সাহায্য করবে । তবে অবশ্যই মনে রাখতে হবে যে শুধু পড়লেই বিষয়গুলো হবে না বরং এই বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসার জন্য অামাদেরকে কাজ করতে হবে । আমি একজন নতুন ট্রেডার হিসেবে যে বিষয়গুলোর জন্য বাঁধাগ্রস্থ হই তা হল আমাদের সিরিয়াসনেস ও শিখার ইচ্ছাটা অনেক কম । যার কারণে আমরা বারংবার পিছিয়ে পড়ি । তবে বরাবরের মতই আমাদের লোভটা অনেক বেশি ।
ফরেক্স এ নতুনদের জন্য বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হবে.যেমন নতুনদের রিয়েল ট্রেড করার আগে ডেমো ট্রেড করা উচিত.ইমোশনাল হবিয়া উচিতনা ট্রেডিং এ কিন্তু নতুন রা প্রায় ট্রেডিং এ এই ভুলটি করে থাকে.ধর্য ধরে ট্রেড করতে হবে.এবং লস হলে উঠেপড়ে লস উত্তোলন করার দরকার নেই.কারণ বের করার চেষ্টা করুন ভুল কেন হলো এবং তা শুধরানোর চেষ্টা করুন.
একজন নতুন ট্রেডার কে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়। প্রথমেই তাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভালো করে। তার ট্রেডিং জ্ঞান কে ইউটিলাইজ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে মার্কেটে টিকে থাকার মন্ত্র জানতে হবে। পেশা হিসেবে ফরেক্সকে ভালো করে নিতে হবে। ট্রেডিং ভালোভাবে করতে হবে। তাহলেই একজন নতুন ট্রেডার ভালো ট্রেডার হতে পারবে। সবার আগে ডেমোতে নিজেকে গড়ে তুলতে হবে ।
ফরেক্স মার্কেটের প্রফিট ও স্বাধীনতার গল্প শুনে অনেক নতুন ট্রেডার এই মার্কেটে ট্রেডিং করতে আসেন। ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করবার আগে নতুন ট্রেডারদের বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। এই মার্কেটে তারাই একমাত্র সফল হতে পারেন যাদের এই মার্কেটের উপর ভাল রকমের অভিজ্ঞতা রয়েছে। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। কিভাবে নির্ভুল মার্কেট এনালাইসিস করতে হয় তা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট এর উপর পরিষ্কার ধারণা রাখতে হবে।
আমার মতে, যারা নতুন তাদের ডেমো ট্রেডে অনুশীলন করার বিকল্প নাই। ডেমোতে অনুশীলন করলে রিয়েল ট্রেডে যে বিষয়গুলো আছে তার সবকিছুই পাওয়া যাবে। অভিজ্ঞতা বাড়বে কিন্তু প্রফিট করলে টাকা উইথড্র দেয়া যাবে না এবং লস করলেও কোন ক্ষতি হবে না। এখানে অভিজ্ঞরা সফল, আর ধৈর্য ধরে সময় শ্রম ব্যয় করে অনুশীলন চালিয়ে যাওয়া উচিত নতুদের।