আপনি কি ট্রেড করার আগে কখনো কি মার্কেট এনালাইসিস করেন ।
Printable View
আপনি কি ট্রেড করার আগে কখনো কি মার্কেট এনালাইসিস করেন ।
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আমার এনালাইসিস সম্পর্কে বেশি ধারনা নেই তারপরও যতটুকু সম্বভ এনালাইসিস করি সাপোর্ট এবং রেজিস্টান্ট দেখে ট্রেড করি। আপনাদের কাছে ভাল এনালাইসিস জানা থাকলে শেয়ার করবেন।
প্রতিটা ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা জরুরী। এনালাইসিস করা ছাড়া ট্রেড অপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। তাই এনালাইসিস করা জরুরী। আর যখন নিজে এনালাইসিস করার অভ্যাস হয় তখন কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না। নিজের ডিসিশন অপরের প্রভাব ছাড়া নিতে পারবেন।
অবশ্যই করি । ট্রেড করার ক্ষেত্রে এনালাইসিস অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে ।আপনার এনালাইসিস যদি দুর্বল হয়,তবে তা ব্যপক লসের কারণ হতে পারে,তাই আমি প্যাটার্ন মিলিয়ে এনালাইসিস করি ।
হ্যা আমি ফরেক্স মার্কেট কে ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করি কারন এনালাইসিস করে মনের ইচ্ছানুযায়ী ট্রেড করলে লাভের চেয়ে লসের পরিমান বেশি হতে পারে।আমার এই রকম বাস্তব প্রমান অনেক বার পেয়েছি ,অনেক বার আমি এনালাইসিস না করে ট্রেড করে অনেক বড় ধরনের লস করেছি যা আমি আগে বুজতাম না,তবে একন ট্রেড করার আগে ভাল করে এনালাইসিস করি তারপর ট্রেড করি।
আমাদেরকে ফরেক্স মার্কেট থেকে একটা ছোটখাট প্রফিট পেতে হলে অবশ্যই এনালাইসিস করার পর ট্রেড বসাতে হবে।তানাহলে কি হবে তা আমরা খুব ভাল করে বুঝতে পারছি।আমরা যে যেটা ব্যবহার করি না কেন,সেটা হোক টেকনিক্যাল কিংবা ফান্ডামেন্টাল,আমাদেরকে অবশ্যই এনালাইস করে তারপর ট্রেড বসাতে হবে।না হলে আমরা বড় ধরণের লস করে বসবো।
আপনি বেশ ভাল একঠি প্রশ্ন করেছেন হ্যা আমি ফরেক্সে ট্রেড করার পূর্বে সবসময়ই মার্কেট ভাল করে অ্যানালাইসিস করে থাকি কারন আমি মনে করি অ্যানালাইসিস হল মার্কেট মুভমেন্টের সেই দর্পন যার মাধ্যমে মার্কেটের গতিবিধি বা মুভমেন্ট আগে থেকেই অনুমান করা যায়।
আমি প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নেই । এনালাইসিস ছাড়া ফরেক্স মার্কেট এর গতি বোঝা যাই না । তাই আপনি সঠিক এনালাইসিস করে বুঝতে পারেন মার্কেট এখন কোন দিকে কত টুকু যেতে পারে । এই জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসি, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে ।
কোন অস্ত্র না নিয়ে যুদ্ধক্ষেত্রে কি কাজ? প্রতিপক্ষ করটা যে টুকরো করবে তার হিসেব নেওয়া যাবে না। ফরেক্স যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে এই যুদ্ধক্ষেত্রে নামার অস্ত্র হল মার্কেট এনালাইসিস। এনালাইসিস না করে ট্রেড করা মানেই অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামা। কাজেই পরাজয় নিশ্চিত, অর্থাৎ লসের শতভাগ সম্ভাবনা থাকবে।
হ্যা ফরেক্সে কোন ট্রেড ওপেনের আগে সব সময় আমি খুব ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিস করে নেই তার পর আমি আমার সেই অ্যানালাইসিস এবং ফরেক্স মার্কেট বিশ্লেষকদের প্রদত্ত অ্যানালাইসিস কমপেয়ার করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে থাকি। আর আমি মনে করি ঝুকি এড়াতে এবং ভাল প্রফিটের স্বার্থে সকল ফরেক্স ট্রেডারদেরই এমনটি করা উচিত।
ফরেক্সে ট্রেড করার আগে প্রত্যেকেরই মার্কেট এনালাইসিস করা উচিৎ। আমি ট্রেড করার আগে টেকনিক্যাল এনালাইসিস করি কিন্তু ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারিনা। আপনারা যারা ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জানেন তারা দয়াকরে শেয়ার করুণ।
এনালাইসিস ছাড়া ট্রেড আর আন্দাজে ছোড়া ঢিল দুটোই সমান। কোথায় লাগবে তার কোন ঠিক ঠিকানা নেই। আমার মতে এনালাসিস ছাড়া ট্রেডিং হতেই পারে না। তাই আগে এনালাইসিস করুন তার পরে ট্রেড করুন। লসের পরিমাণ তুলনা মুলক ভাবে কমে যাবে বলে আমার বিশ্বাস।
ফরেক্স মার্কেট এ যে কোন ট্রেড করার পুর্বে মার্কেট। এনালাইসিস করা,এনালাইসিস না করে ট্রেড ওপেন না করা,ট্রেড অপেনের পরে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা,,সব ট্রেডারের উচিৎ ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করা তাহলে লস কম হবে।
আমি ট্রেড করার পূর্বে কিছুটা মার্কেট এনালাইসিস করার চেষ্টা করি । বিশেষ করে ওই দিনের নিউগুলো দেখার চেষ্টা করি । ওই দিন যেসব নিউজ দেখি সেই সময়গুলোতে ট্রেড না করার চেষ্টা করি । যদিও এখনও নিউজ ভালভাবে এনালাইসিস করতে জানি না ।
ফরেক্সে ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নিতে হবে। কারন মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার চেয়ে আর বড় কোনো বোকামি হয় না। মার্কেট একেক সময় একেক দিক যায়। তাই আমি সবসময় ট্রেড নেয়ার আগে মার্কেট এনালাইসিস করে নেই।
ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করার আগে অনেক কিছু দেখতে হয় বা অনেক এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর আমি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে ফরেক্স মার্কেট সম্পরকে অনেক কিছু এনালাইসিস করে ট্রেড করি যেমন টেকনিক্যাল এনালাইসিস করি ফরেক্স মার্কেট কন ট্রেন্ড আছে এখন সেগুল এনালাইসিস করে ফরেক্স মার্কেটে তারপর আমি ট্রেড করি ।
এনালাইসিস করা ছাড়া ট্রেড ওপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। তাই এনালাইসিস করা জরুরী। আর যখন নিজে এনালাইসিস করার অভ্যাস হয় তখন কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না। নিজের ডিসিশন অপরের প্রভাব ছাড়া নিতে পারবেন।
জি প্রতিবার ই করি, আসলে আমরা যারা স্কাল্পিং করি, তাদের খুব একটা এনালাইসিস না করলেই চলে, তারা ট্রেড নিয়ে ফেলে মার্কেট এর কিছু মুভমেন্ট দেখে, তবে লং টাইম এমন নয়, এখানে ৩০০ থেকে ৫০০ পিপ চিন্তা ভাবনা করে ট্রেড নেয়া লাগে, এক টি দুই সপ্তাহ যাবত ট্রেডিং চলতে থাকে, তাই এখানে সর্বদাই চেষ্টা থাকে এনালাইসিস করে ভেবে চিনতে প্রতিটি পোস্ট নেয়ার.
ফরক্স মার্কেটে ট্রেড করার আগে আমি ফরেক্স মার্কেট সম্পরকে এনালাইসিস করি কারন ফরক্স মার্কেটে ট্রেড ওপেন করার আগে বা ট্রেড করার আগে অবশ্যই ফরেক্স মার্কেট নিয়ে এনালসিস করতে হবে কারন এনালাইসিস ছাড়া যদি ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা হয় সেই ট্রডে লস হতে পারে ।
অবশ্যই আমি যখন ট্রেড করি তার আগে অবশ্যই মার্কেট এ্যানালাইসিস করেনি । যার যতটুকু দরকার ততটুকু এ্যানালাইসিস করতে হয তা না হলে সে সফলতা অর্জন করতে পারে না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার আগে মার্কেট এ্যানালাইসিসকরার চেষ্টা করব তাহলে সফলকাম হতে পারব ।
আমি মনে করি প্রতিটা ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা জরুরী। এনালাইসিস করা ছাড়া ট্রেড অপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। তাই এনালাইসিস করা জরুরী। আর যখন নিজে এনালাইসিস করার অভ্যাস হয় তখন কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না। নিজের ডিসিশন অপরের প্রভাব ছাড়া নিতে পারবেন।
হা আমি মনে করি কোন একজজন যদি কোন কিছু করতে চায় তবে সেই বিষয়টা ভাল করে বুঝে শুনে কাজটা করতে পারলে আমি মনে করি সে কাজে তার সফলতা আসার সম্ববনা আশি ভাগ।তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে এনালাইসিস করাটা ভাল।
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আমার এনালাইসিস সম্পর্কে বেশি ধারনা নেই তারপরও যতটুকু সম্বভ এনালাইসিস করি সাপোর্ট এবং রেজিস্টান্ট দেখে ট্রেড করি।
আনাল্যসিস ছাড়া ট্রেড করা ঠিক না '
আমি সব সময় আনাল্যসিস করে ট্রেড করি
ফরেক্স ট্রেডিংয়ে আমার মূল লক্ষ্য লসকে এড়িয়ে প্রতিটি ট্রেডকে লাভের পথে পরিচালিত করা।এজন্য প্রতিটি ট্রেডই খুব ভালোভাবে বুঝেশুনে করতে চাই বলে প্রতিটি ট্রেডের পূর্বেই যথাযথ অ্যানালাইসিস করার চেষ্টা করিএবং অ্যানালাইসিস ভালোভাবে বুঝে সর্বোচ্চ ভালো ট্রেড করার চেষ্টা করি এবং কোনোসময় অভারট্ররডিং করার চেষ্টা করিনা।
মার্কেট অ্যনালাইসিস একটি গুরত্ব পূর্ন কাজ এবং এটা অবশ্যই ট্রেড করার আগে করতে হবে
মার্কেট অ্যনালাইস করে তবেই মার্কেটে প্রবেশ করতে হবে
মার্কেট আনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করা মানে বোকামির পরিচয় দেয়া। মার্কেট আনালাইসিস ছাড়া কেউ কিভাবে ট্রেড করে লাভ করার আসা করতে পারে।
ট্রেড করার আগে অবশ্যেই অনেক কিছু দেখে শুনে ট্রেড করা উচিত।
আমি নতুন তাই এখনো ট্রেড করিনি, তবে যখন করব তখন অবশ্যই মার্কেট আনাল্যসিস করব।
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।না হয় আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো না।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এনালাইসিস করা খুবি জরুরি।আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস না করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করবো।আসলে ট্রেড করার আগে আমরা কোন না কোন ভাবে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে এনালাইসিস এর বিকল্প নাই।
মার্কেট এনালাইসিস না করে কখনই ট্রেডিং করা উচিত নয়। ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডের আগে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করা উচিত। মার্কেট এনালাইসিস করা সকল সফল ট্রেডারের প্রধান লক্ষন। দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররা মার্কেট এনালাইসিস না করে কখনই ট্রেডিং করেন না। লসের ঝুকি এড়াতে ও সফল হওয়ার জন্য অবশ্যই প্রতিটি ট্রেডের আগে মার্কেট এনালাইসিস করা উচিত।
হুম আমি ট্রেড করার অগে মার্কেট অ্যানালাইসিস করি । অামি সাধারণত অামার ট্রেডিং রুটিন অনুযায়ী সকালে মেটা ট্রেডারের সামনে বসে সারা দিনের ট্রেডিং প্লান তৈরি করে ফেলি এবং সে মোতাবেক মার্কেট অ্যানালাইসিস করে মার্কেট সঠিক কোন এন্ট্রি পয়েন্ট পেলে এন্ট্রি নেই ।
জি হ্যা আমি ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে ট্রেড করি।এটির মাধ্যমে ট্রেড করে লসের পরিমান কিছুটা কম হয়।যেকোন ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উচিৎ। এতে আপনি বুঝতে পারবেন কন জায়গায় ট্রেড করলে আপনি লাভ করতে পারবেন।
ফরেক্সে মার্কেট এনালাইসিস সম্পর্কে আমি খুব কমই জানি , তবে যতটুকু জানি তা এনালাইসিস করেই ট্রেড করতে পছন্দ করি । আমি এনালাইসিসের ক্ষত্রে ক্যান্ডেলস্টিক কেই প্রাধান্য দিয়ে থাকি,কেননা মার্কেটের উর্ধগতি কিংবা নিম্নগতি এবং পরবর্তীতে কি হতে পারে তা ক্যান্ডেলস্টিক দেখেই অনুমান করতে পারি । এছাড়া আমি অভিজ্ঞ ট্রেডারের পরামর্শ ও নিয়ে ও ট্রেড করি ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সম্পর্কে অবশ্যই শিখতে হবে তা হল মার্কেট এনালাইসিস কি,কেন করা হয়,কিভাবে করা হয় ও মার্কেট এনালাইসিসের গুরুত্ত। ফরেক্স মার্কেটে মার্কেট এনালাইসিসের গুরুত্ত অনেক বেশি। মার্কেট এনালাইসিস করা একজন সফল ট্রেডারের প্রধান গুন। মার্কেট এনালাইসিস আমাদের ট্রেডে সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আমি প্রতিটি ট্রেডের আগে মার্কেট এনালাইসিস করে থাকি।
অবশ্যই ট্রেড করার আগে আমা কে মার্কেটের অবস্থা বুঝতে হয়। কেননা প্লান ছাড়া ট্রেড করলে সফলতা আসে না। তাই ট্রেডিং প্লানের জন্য মার্কেটের অবস্থা আগে থেকে দেখে তারপরে ভেবে চিন্তে অর্ডার প্লেস করতে হয়। নয়তো লসের সম্ভাবনা বেশি থাকে। এজন্য পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয়।
ফরেক্স মার্কেট কিন্তু বুজার বিষয়। আপনি আসলেন, ট্রেড করলেন আর লস করে চলে গেলেন, তাহলে জেনে রাখেন এই মার্কেট আপনার জন্য না।। এখানে আসতে হবে ধীরে, আর ট্রেড করতে এনালাইসিস করে। তবে আপনি যতদিন এনালাইসিস বুজবেন না, ততদিন কোন দক্ষ ট্রেডার এর সাহায্য নিন।
আমি ফরেক্স মার্কেট ট্রেড নেওয়ার আগে আগে ফরেক্স মার্কেট ভালভাবে এনালাইসিস করি এবং অনেক গুলো ফেয়ার একসাথে এনালাইসিস করি যে ফেয়ারে ভাল সিগনাল পাই তারপর সেই ফেয়ারে ট্রেড ওপেন করি আমি মনে করি প্রতিটি ট্রেডারের উচিত ট্রেড নেওয়ার আগে মার্কেট এনালাইসিস করা।
জি ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস কোর৩এ থাকি.আর মার্কেট এনালাইসিস ট্রেড কীয়রার আগেই করতে হয়.কারণ একটি ট্রেড নেয়ার আগে মার্কেট পর্যবেক্ষণ এর জন্যই এনালাইসিস করা হয়.ফলে বুঝতে পারা যায় কখন ট্রেড নেয়া উচিত,বাই দেয়া উচিত নাকি সেল দেয়া উচিত এমন বিষয়গুলো.তাই লাভজনক ট্রেড বাছাই এর জন্য মার্কেট এনালাইসিস করা উচিত.
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। আমার এনালাইসিস সম্পর্কে বেশি ধারনা নেই তারপরও যতটুকু সম্বভ এনালাইসিস করি সাপোর্ট এবং রেজিস্টান্ট দেখে ট্রেড করি। কোন অস্ত্র না নিয়ে যুদ্ধক্ষেত্রে কি কাজ? প্রতিপক্ষ করটা যে টুকরো করবে তার হিসেব নেওয়া যাবে না। ফরেক্স যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে এই যুদ্ধক্ষেত্রে নামার অস্ত্র হল মার্কেট এনালাইসিস। এনালাইসিস না করে ট্রেড করা মানেই অস্ত্র ছাড়া যুদ্ধ করতে নামা।