-
ফরেক্স ব্যবসার সুবিধা |
আমি যতদুর জানি একজন ব্যক্তি যেকোন পেশার পাশাপাশি ফরেক্স ব্যবসা করে আর্থিক স্বাবলম্বী হতে পারে | বেকার যুবকরা ফরেক্সে আয় করে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে বাচাঁতে পারে | এই ব্যবসা খুব সহজ কারণ যে কেউ ঘরে বসেই ফরেক্স ব্যবসা করতে পারে | আপনাদের মতামত কি ?
-
ফরেক্স ব্যবসার সুবিধাগুলো হল:
# আপনি ঘরে বসে করতে পারেন
# পরিবারকে বেশি সময় দিতে পারেন
# এ্যাকাউন্ট করা থেকে শুরু করে সব কিছুই আপনি নিজে নিজে করতে পারেনৱ
# অন্যের গোলামী করতে হয় না
# অন্য ব্যবসার পাশাপাশি করা যায়
# অল্প পুজি নিয়ে শুরু করা যায়
# এটা একটা স্বাধীন ব্যবসা
# আপনার কোন বস নেই
-
ফরেক্স বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের বেশ জনপ্রিয় একটি মার্কেটপ্লেস যেখানে প্রতিদিন বিশ্বের সবচেয়ে বেশি পরিমান বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। আর আমরা ফরেক্স ট্রেডাররা ফরেক্স মার্কেটের অন্তভূক্ত ঐ সকল কারেন্সি দিয়ে ট্রেড করে থাকে এবং প্রফিট লাভ করে থাকি। আর আপনিও এখানে ট্রেড করে অনেক বেশি প্রফিট লাভ করতে পারবেন যদি আপনি নিজেকে ট্রেডিংয়ে অনেক বেশি দক্স এবং অভিজ্ঞ করে তুলতে পারেন।
-
ফরেক্স মার্কেট এর সবচেয়ে বড় সুবিধা আমার মতে তা হল নিজেই নিজের বস হওয়া । ফরেক্স বশ্বিব্যাপি দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে । কারণ ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা , এখানে ট্রেড করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া যায় । তাছাড়া ফরেক্স ব্যবসায় নিজের ঘরে বসেই করা যায় বিধায় পরিবারের সাথে অনকে সময় দেয় যায় । এভাবে ফরেক্স এর অনেক উপকারিতা আছে যা শুধুই বৃদ্ধি পাবে । তাই বেকারদের স্বাবলম্বির অন্যতম সহজ পথ হতে পারে ফরেক্স ।
-
ফরেক্স ব্যবসা খুব সহজ কারণ যে কেউ ঘরে বসেই ব্যবসা করতে পারে ফলে যে কেও এ ব্যবসা করতে পারে তাছাড়া আরও কিছু সুবিধা আছে ফরেক্স বিশ্বব্যাপি দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে । কারণ ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা , এখানে ট্রেড করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া যায়।
-
প্রথমত, ফরেক্স করার জন্য বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই। অনলাইন ভিত্তিক বলে সহজেই নিজের ঘরটাই কর্মস্থল এ পরিনত করা যায়। লিভারেজের সুবিধা আছে বলে মুলধন অল্প হলেও চলে। ২৪/৫ মার্কেট আওয়ার হয়ায় নিজের ইচ্ছামতো বা সুবিধামত সময়ে ট্রেড করা যায়। পৃথীবীর যে কোন প্রান্ত থেকে শুধু ইন্টারনেট সংযোগ সহ ডিভাইসের মাধ্যমেই কাজ করা যায়। তাই আপনি ছুটিতে কোথাও বেড়াতে গেলেও কাজ করতে পারবেন।
-
হ্যা, যে কোন কাজের পাশাপাশিওই ফরেক্স করা যায়। তাছাড়া ফরেক্স এখন অনলাইনে ঘরে বসে ট্রেডিং করার দারুন এক সিস্টেম। এর মত সুবিধার আর কি হতে পারে। তবে এর প্রপার ইউজ জেনেই এইটাতে আসতে হবে সবাইকে না হলে বেশি দিন টিকে থাকাও যাবে না।
-
ফরেক্স ব্যাবসার অনেক সুবিধা রয়েছে।ফরেক্স একটি স্বাধীন ব্যাবসা তাই যে কেউ এই ব্যাবসা করতে পারে।তাছাড়া ফরেক্স মজাদার ব্যবসাও কেননা উন্নত দেশগুলোর সাথে মিলে এই ব্যাবসা করা হয়।এছাড়াও এর বড় সুবিধা হল দক্ষ ভাবে যদি এই ব্যাবসা করা হয় তাহলে অনেক আয় করা যায়।বেকারদের জন্য ফরেক্স কাজের মাধ্যম।ছাত্র ছাত্রীরাও তাদের লেখা পড়ার পাশাপাশি ফরেক্স এ কাজ করে আয় করতে পারছে।গৃহিনীরাও তাদের সাংসারিক কাজের পাশাপাশি ফরেক্স এ কাজ করে আর্থিক সাবলম্বি হচ্ছে।
-
ফরেক্স মার্কেট এর সবচেয়ে বড় সুবিধা হল নিজেই নিজের বস হওয়া ।একজন ব্যক্তি যেকোন পেশার পাশাপাশি ফরেক্স করে আর্থিক স্বাবলম্বী হতে পারে |
-
ফরেক্স ব্যবসা করতে গেলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় যা কোন ব্যবসা ক্ষেত্রে থাকে না,চাকরি করেও ফরেক্স ব্যবসা করা যায় এবং কি ব্যবসা করার পাশাপাশি ও ফরেক্স ব্যবসা করা যায় ,ফরেক্স ব্যবসা করার জন্য কোন অতিরিক্ত সময় লাগেনা ,লাগে শুদু মনমানসিকতা আর অধ্যাবসায়,এছাড়া ঘরে বসে নিজের ইচ্ছা মত কাজ করা যায়।
-
ফরেক্স ব্যবসা অসুবিধার ছেয়ে সুবিধা অনেক বেশি।কারন আপনি যদি অন্য কোন ব্যবসা করতে চান তবে আপনাকে প্রথমে একটা স্থান নির্ধারন করতে হবে লোকবলের প্রয়োজন হবে অনেক টাকার ধরকার হবে কিন্তু ফরেক্স মার্কেট করতে এসবের দরকার হবে না বলে অনেক সুবিধা ফরেক্স মার্কেট।
-
ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে বসেই করা যায় । এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট এ্যনালাইসিস । ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে । এই মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ যা এই মার্কেটের একটি বড় সুবিধা ।
-
ফরেক্স ব্যবসায় ব্যপক সুবিধা আছে। আপনি এই ফরেক্স ব্যবসায় সপ্তাহে ৫ দিন করতে পারবেন। তাও আবার ২৪ ঘন্টাই। আপনি যখন খুশি তখন ট্রেড করতে পারবেন। আপনি যদি একজন চাকরি জিবি হন, তাতেও কোনো সমস্যা নেই। কারন ফরেক্স মার্কেট এ সবাই ব্যবসায় করতে পারবেন। আপনি আপনার চাকরির পাশাপাশি ফরেক্স করতে পারেন। একজন স্টুডেন্টও তার পড়ালেখার পাশাপাশি ফরেক্স থেকে আয় করে নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতে পারে।
-
আমি অনেক ভেবে চিন্তে বিশ্লেষণ করে দেখলাম যে ফরেক্স ব্যবসার শুধু একটা নয় অনেক সুবিধা রয়েছে যা আমাদের জীবনকে অনেক সহজ করে দিতে পারি । প্রধানত যে সুবিধাটাকে সবাই গুরুত্ব দেয় তা হল এই ব্যবসার মাধ্যমে আমরা আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারি । এছাড়াও এটার মাধ্যমে বেকারত্ব দূর হবে এবং বাসায় বসেই করা যায় বলেই সবচেয়ে বেশি সুবিধা হয় । বিশেষ করে ফরেক্স চব্বিশ ঘন্টা করা যায় বলে যে কোন পেশাজিবী এই ব্যবসা করতে পারে ।
-
আজ কালকের দিনে আপনি যদি কোনো ভাবে কোনো বেসা সুরু করতে চান তবে কোনো ভাবেই সেটা সহজ হয়ে উঠে না, কারণ কোনো বেবসা সুরু করতে একটা ভালো পুজি অথবা মূলধনের দরকার হয়, আর যা কোনো ভাবেই যোগান সহজ হয়ে উঠে না,সে জায়গায় আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনি খুব সহজই অল্প ইনভেস্ট করেও ট্রেডিং শুরু করে দিতে পারবেন.
-
ফরেক্স ব্যবসার বহুবিধ সুবিধা রয়েছে যার কয়েকটি আপনে উল্লেখ করেছেন।আমি বলবো ফরেক্সের সবচেয়ে বড় সুবিধা স্বাধীনতা।এখানে আপনার কোনো বস নেই। আপনি নিজেই নিজের বস।এজন্য আপনাকে আপনার কাজের ব্যাপারে কেউ তাগাদা দেবে না। নিজের স্বাধীনতা অক্ষুন্ন রেখে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন অনায়াসে।
-
ফরেক্সের ব্যবসার কি কি সুবিধা আছে তা আমি ভাল করে জানি না । তবে আমার কাছে যা মনে হয় আমরা যদি ফরেক্স এ কাজ করতে পারি আর তা থেকে আয় করতে পারে তাহলেই আমাদের জন্য ভাল হবে ।
-
ফরেক্স এর অনেক সুবিদা রয়েছে ।
আপনি ঘরে বসে করতে আয় করতে পারেন, অল্প ক্যাপিটাল নিয়ে।
-
ফরেক্স মার্কেট এর বহু সুবিধা রয়েছে। যার মধ্যে বেশি বলা য়ায় এর স্বাধীনতা।
-
আমি আপনার সাথে Totally এক মত । আপনি যা বলেছেন তা Totally Correct.
-
আসলে এখানে কোন বস নেই। সবাই রাজা।
-
ফরেক্স মার্কেট এ সুদু আপনার ল্যাপটপ অথবা আন্দ্রইত ফোন থাকলে চলবে।
-
ফরেক্স ব্যবসায় ব্যপক সুবিধা আছে। আপনি এই ফরেক্স ব্যবসায় সপ্তাহে ৫ দিন করতে পারবেন। তাও আবার ২৪ ঘন্টাই। আপনি যখন খুশি তখন ট্রেড করতে পারবেন। আপনি যদি একজন চাকরি জিবি হন, তাতেও কোনো সমস্যা নেই। কারন ফরেক্স মার্কেট এ সবাই ব্যবসায় করতে পারবেন। আপনি আপনার চাকরির পাশাপাশি ফরেক্স করতে পারেন। একজন স্টুডেন্টও তার পড়ালেখার পাশাপাশি ফরেক্স থেকে আয় করে নিজের পড়ালেখার খরচ নিজেই চালাতে পারে।
-
ফরেক্স মার্কেট এ আপনি নইজের এ্যাকাউন্ট নিজেই খুলতে পারেন । সুদু নির্দেশনা গুলু অনুসরন করলে চেলে।
-
ফরেক্স ব্যবসায় অনেক সুবিধা আছে। এই ফরেক্স ব্যবসায় সপ্তাহে ৫ দিন এবং রাত চলে ।আপনার যখন খুশি তখন ট্রেড ওপেন করতে পারেন এবং ক্লোজ করতে পারেন।
-
আমার মতে ফরেক্সের ব্যবসাই অনেক সুবিধা রয়েছে। ফরেক্স ব্যবসা ঘরে বসে অনলাইনের মাধ্যমে করা যাই। যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা যাই তাহলে কাজের পাশাপাশি অবসর টাইমে ফরেক্সের কাজ করে ফরেক্স থেকে ভালো আয় করা যাই। ফরেক্সের কাজ করে অনেক বেকার তার জীবনে সফলতা বয়ে এনেছে।
-
মার্কেট এর সবচেয়ে বড় সুবিধা আমার মতে তা হল নিজেই নিজের বস হওয়া । ফরেক্স বশ্বিব্যাপি দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে । কারণ ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা , এখানে ট্রেড করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া যায় । তাছাড়া ফরেক্স ব্যবসায় নিজের ঘরে বসেই করা যায় বিধায় পরিবারের সাথে অনকে সময় দেয় যায় । এভাবে ফরেক্স এর অনেক উপকারিতা আছে যা শুধুই বৃদ্ধি পাবে । তাই বেকারদের স্বাবলম্বির অন্যতম সহজ পথ হতে পারে ফরেক্স ।
-
ফরেক্স ব্যবসার সুবিধা অনেক । যে ট্রেডারগণ এই ব্যবসাক দক্ষতার সহিত করতে পেরেছে সে অবশ্যই সফলকাম হয়েছে । সুতরাং আমরা সকলে এই ব্যবসা দক্ষতার সহিত করার চেষ্টা করব অবশ্যই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেটের সুবিধা:
• নিজের ঘরে বসে ফরেক্স ট্রেড করা যায়।
• এটি স্বাধীন ও মুক্ত পেশা।
• ফরেক্স ট্রেড করে আর্থিকভাবে স্বাবলম্বি হওয়া যায় ।
• 24/5 ঘন্টাই ফরেক্স ট্রেড করা যায়।
• ফরেক্স ট্রেড বেকারদের স্বাবলম্বি করে।
• এটি একান্তয় নিজের ব্যবসা।
• কাজের পাশাপাশি অবসর টাইমে ফরেক্স ট্রেড করা যায়।
• ফরেক্স মার্কেট এ সবাই ব্যবসায় করতে পারেন।
-
ফরেক্স ব্যবসা সম্পরকে আমি যতটুকু জানি তাতে ফরেক্স মার্কেট সম্পরকে আমার আগ্রহ আরও বেড়েছে। ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস যেখানে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ট্রেড করা যায়।এটি সম্পূর্ণ ভাবেই স্বাধীন একটি ব্যবসা।এখানে আপনাকে কারো অধিনে অথবা অন্য কারো জন্য কাজ করতে হবে না। একি মার্কেটে আপনি নিজের কাজ নিজেই করবেন এবং আপনার লাভ সম্পূর্ণ ভাবে আপনি ভোগ করবেন। ফরেক্স বিজনেস নিজের অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করে।
-
ফরেক্স ট্রেড করার সুবিধাঃ
• যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
• মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ।
• ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না।
• ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়।
• ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে।
• ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন।
• একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং এর সুবিধা বলে শেষ করা যাবে না । ফরেক্স ট্রেডিং এর অনেক রকম সুবিধা রয়েছে ্ এর অন্যতম বড় সুবিধা হচ্ছে এখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে । এছাড়াও আরও একটি বড় সুবিধা যার কারনে সবােই ফরেক্স ট্রেডিং অনেক বেশি পছন্দ করে সেটি হচ্ছে বাড়িতে বসেই করা যায় । ইত্যাদি কারনে ফরেক্স ট্রেডিং এত বেশি জনপ্রিয় একটি ব্যবসায় ।
-
ফরক্স ব্যাবসা আমরা করে থাকি,এই ব্যাবসাতে অনেক সুবিধা আছে,ফরেক্স ট্রেডিং আমরা ঘরে বসে ইন্টারনেট ব্যাবহার করে করতে পারি,এই ব্যাবসা করে আমরা অনেক অর্থ ইনকাম করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাতে পারি,যার কারনে আমরা বাড়তি অর্থ উপার্জন করে থাকি।
-
এর কারন হলো, ফরেক্স হলো বিনিয়োগ সুবিধা সম্পর্কে দৃশ্যমান ও বহুল আলোচিত। যেমনটি কোন শিল্পে, ফরেক্স তার নিজস্ব বৈশিষ্ট এবং সফল বিধান রয়েছে। ফরেক্স সম্পর্কে শিখুন, সফলতার মূল চাবিকাঠি জানুন, এবং প্রজ্ঞার সহিত আপনার বিনিয়োগ সিদ্ধান্ত নিন। এই বইটি আপনাকে ফরেক্স ব্যবসার ১০টি সফল বিধান পরিচয় করিয়ে দিবে যাতে প্রত্যেক ব্যক্তি এই
-
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংকগুলোর দেয়া আন্তর্জাতিক লেনদেন করা যায় এমন ক্রেডিট কার্ড দিয়ে বৈধভাবে ফরেক্স ব্যবসা করার সুযোগ রয়েছে, তবে এ সুবিধা এখনও এতটা সহজলভ্য নয় বলেই অবৈধভাবেই অর্থ লেনদেন করতে হয় ফরেক্স ব্যবসায়ীদের। ইতিমধ্যে আমাদের দেশে অনলাইন ফরেক্স ব্যবসা বেশ জনপ্রিয়তা পেয়েছে।
-
আামি মনে করি ফরেক্স এর মতন আর কোন কাজে এতো সুভিদা নাই। কারন ফরেক্স করতে আপনাকে কোন সময় নির্ধারন করা হয় নাই। আপনি যখন তখন ফরেক্স কাজ করতে পারবেন। এমন কি আপনি নিজের ঘরে বসে ইচ্ছা মত কাজ করতে পারবেন।আবার আপনি চাকরির পাশা পাশি ও কাজ করতে পারবেন।আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল যানেন তা হলে আপনি একদিন ভাল টাকা আয় করতে পারবেন।
-
আমি মনে করি, আপনি যে কোন কাজ এর পাশা পাশি ফরেক্স করতে পারেন কারন ফরেক্স হল একটি ব্যাবসা যা অল্প পুজি দিয়ে ঘরে বসে ট্রেড করে আপনি অনেক লাভবান হতে পারবেন।ফরেক্স এর মত সুবিধা আমার আর চোখে পড়েনি।
-
আমি আপনার সাথে একমত।। ফরেক্স মানেই বাড়তি আয়ের উতস।। আমরা ফরেক্স থেকে অবসর শময়েও টাকা ইনকাম করা সম্ভব।। আমি একজন বেকার স্টুডেন্ট তাই। ফরেক্সে কাজ করতে পেরে আমি নিজেকে অনেকে ভাগ্যবান মনেকরছি।। কারন আমি ফরেক্সে কাজ করে আমার লেখাপড়ার খরচ যুগাচ্ছি এতে আমার লেখাপড়ার ও কোনো খতি হয় না।।
-
এ ব্যাসার প্রধান সুবিধা হল আপনি ঘরে বসে করতে পারেন । কম টাকা ব্যায় করেও আয় করা যাই ।তাছারা একজন ব্যক্তি যেকোন পেশার পাশাপাশি ফরেক্স করে আর্থিক স্বাবলম্বী হতে পারে :):):)|
-
আমার মতে ফরেক্স ব্যবসা একটা সবচেয়ে সুবিধা জনক ব্যবসা। কারন এর লাভ লস নিজের চোখের সামনেই দেখা এবং বোঝা যায়। আমি মনে করি অন্য কোন ব্যবসায়ে এই রকম সুবিধা পাওয়া যায় না।