ফরেক্সের শুরু কখন কত সালে এবং কোথায়? কেহ কি ব্যখ্যা করবেন? আর ফরেক্সে প্রতিদিন কত মিলিওন ডলার ইনভেস্ত হয় ? ফরেক্সে মূল ব্রোকার কত গুলু ? তার মধ্যে কারা কারা সবচেয়ে বেশি ভাল ব্রুকার ? অনেকগুলু প্রশ্ন করে ফেললাম। আশা করি অভিজ্ঞরা জানাবেন।
Printable View
ফরেক্সের শুরু কখন কত সালে এবং কোথায়? কেহ কি ব্যখ্যা করবেন? আর ফরেক্সে প্রতিদিন কত মিলিওন ডলার ইনভেস্ত হয় ? ফরেক্সে মূল ব্রোকার কত গুলু ? তার মধ্যে কারা কারা সবচেয়ে বেশি ভাল ব্রুকার ? অনেকগুলু প্রশ্ন করে ফেললাম। আশা করি অভিজ্ঞরা জানাবেন।
আমি ফরেক্স নতুন।আমিও আপাদের উপ্রক্ত মাদ্দম কথা গুলোর সমপকে আমি ও জানতে চাই।
ফরেক্সের উৎপত্তি বা কখন থেকে ফরেক্স শুরু হয়েছে সেটা আমি জানিনা তবে এই বিষয়গুলো আমাদের জানা উচিৎ। কেউ যদি সঠিকভাবে এই তথ্যগুলো জেনে থাকেন তবে দয়াকরে জানাবেন।
আমি ফরেক্স নতুন।ফরেক্সের উৎপত্তি বা কখন থেকে ফরেক্স শুরু হয়েছে সেটা আমি জানিনা তবে এই বিষয়গুলো আমাদের জানা উচিৎ।আশা করি অভিজ্ঞরা জানাবেন।
ফরেক্স এর উৎপত্তির ইতিহাস অনেক পুরাতন । অনেক বছর আগে থেকেই ফরেক্স ধীরে ধীরে গড়ে উঠেছে । আমার জানা মতে ১৮৭৫ সাথে স্বর্ণ ক্রয়-বিক্রয় এর মাধম্যে প্রথম ফরেক্স এর ধারনা সূত্রপাত হয় । তারপর থেকে ধীরে ধীরে এটি প্রসার লাভ করে ।
আসলে আমি ঐভাবে জানি না যে ফরেক্স মার্কেট কবে এবং কেথায় প্রতিষ্ঠিত হয় তবে ফরেক্স ট্রেডিং এই বিজনেসটি আমাদের এই বাংলাদেশে যাত্রা শুরু করেছে কয়েক বছর পূর্বে তবে অন্যান্য উন্নাত দেশে ফরেক্স ট্রেডিং বিজনেসটি অনেক আগে থেকেই যাত্রা শুরু করেছে এবং ঐ সকল রাষ্টে ফরেক্স ট্রেডিং বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
ফরেক্স মার্কেট চালু হয় অনেক দিন আগে কিন্তু কখন চালু হয় তা বলতে পারিনা কিন্তু এই মার্কেট।প্রথমে আমেরিকা চালু করা হয় পরে তা বস্তার লাভ করে পৃথিবির অনেক দেশে ছড়িয়ে পরে মুলত এই মার্কেট এ মুদ্রা বিনিময় করা হয়ে থাকে তাই আমরা এই মার্কেট থেকে অনেক অর্থ ইনকাম করে থাকি।
ফরেক্স মার্কেট যে কত সালে সেটা আমি জানি। আমার খুব মনে হয় যেটা সেটা হলো ১৯৯৫ সালে এই ফরেক্স মার্কেটে অনলাইন ভিত্তিক শুরু হয়। কিন্তু কোথায় যে প্রথমে ট্রেডিং শুরু হয় সেটা আমার জানা নাই। তবে ফরেক্স ফোরাম ভাল করে করলে এক সময় সব জানা হয়ে যাবে।
ফরেক্স মার্কেট কত সালে সুরু হয় সেই ব্যাপারে আমি জানিনা। উপরের লেখা থেকে জানতে পারলাম ফরেক্স মার্কেট ১৯৯৫ সাল থেকে অনলাইন ভিত্তিক ব্যাবসা চালু হয়। ফরেক্স মার্কেটে কত গুলু ব্রোকার আছে তাও জানিনা। কোথায় চলু হয়ে ছিল আপনারা কেই জানলে আমাদের সাথে শেয়ার করবেন।
ফরেক্স টার্মিনালে খেয়াল করলে দেখা যাবে এটি ১ সেপ্টেম্বর ১৯৯২ সাল থেকে শো করছে। অর্থাৎ ফরেক্সের শুরু তখন থেকেই কিংবা তারও আগে থেকে। তবে ফরেক্স সাধারন ট্রেডারদের জন্য উন্মুক্ত করা হয় আরো অনেক পরে। কারন প্রথম দিকে ইন্টারনেটের সাহায্যে ফরেক্স ট্রেডিং করা যেত না।
ফরেক্স মার্কেট সবার জন্য ওপেন করে দেওয়া হয় ১৯৯৫ সালের পরে। এর আগে ডেক্স ট্রেডিং করা হত ওয়ালস্ট্রিটে।
১৯৯৫ সালের পরে বিশ্বব্যাপি সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য ওপেন প্লাটফর্মে নিয়ে আসা হয়।
এটা আমার জানা নেই । এই বিষয় গুলো যারা টিচার তারা জানেন। তাদের জানতে হয় কেননা তারা শিক্ষা দেন।
ফরেক্সের সুরু হয় প্রাচীন সভ্যতার পন্য থেকে পন্য বিনিময় প্রথা থেকে।। আমি জানি এটা আমাদের অনেক গুরুত্ব পুরন একটা বিষয়।। আমি মনেকরি,, ফরেক্স সম্পরকে আমাদের বিস্তারিত জানা দরকার।।
ফরেক্স মার্কেটের আগে মানুষ টাকা লেনদেন করতো হাতে হাতে আর এখন মানুষ মুদ্রা বিনিময় করে অন লাইনের মাধ্যমে যা আজ ফরেক্স মার্কেটে নামে পরিচিত। আর ফরেক্স মার্কেটে অন লাইন হয়েছে ১৯৯৫ সালের মত সময়ে আর এটিকে নিয়ন্ত্রন করে কয়েকটি দেশের মাধ্যমে।
ফরেক্স সম্পর্কে একসাথে এতগুলো প্রশ্ন করলে ভাল লাগরনা কারন আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হলে আস্তে সব তথ্য জানতে পারবেন। ফরেক্স মার্কেট অনলাইনে চালু হয়েছিল ১৯৯৫ সালে। সে থেকে এখনো ফরেক্স চলছে। ফরেক্স মার্কেটে অনেক গুলো ব্রোকার রয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি থ্রেড ওপেন করার জন্য । আসলে ফরেক্স মার্কেটে আমি অনেক দিন যাবত ট্রেড করছি কিন্ত এই বিষয়টি কখনও জানার আগ্রহ দেখাইনি । আমি নিজেও জানতাম না যে ফরেক্স মার্কেটে উৎপত্তি কোথা থেকে এবং কত সালে এর উৎপত্তি হয়ে । এখন আমি মুটামুটি একটা ধারনা পেলাম এখান থেকে । ধন্যবাদ *আবারও ।
আমি শুনেছি ১৮৭৫ সালে আমেরিকায় একব্যাক্তি স্বর্ণের বিনিমিয়ে ডলার ক্রয়ের জন্য ব্যাংকে প্রথম আবেদন ও প্রয়োজনীয়তা তুলে ধরেন৷তখন থেকেই ব্যাংকের মাধ্যমে স্বর্ণ বনাম ডলার,তেল বনাম ডলার,গ্যাস বনাম ডলার,ডলার বনাম ইউরো/পাউন্ড...ধীরে ধীরে চালু হয়ে যায়৷আর ১৯৯০ সালের পরে এই ব্যাংকিং লেনদেনের আরোও উন্নয়ন ঘটিয়ে ১৯৯২-৯৫ সালের দিকে mt4 বা অনলাইনে সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে৷আমাদের দেশে চালু হয়েছে সম্ভবত ২০০০ সালের পরে৷
আপনার প্রস্নের বিষয়টিখুবি মুল্যবান । কেননা একটি বিষয়ে কাজ করলে সেটার নাড়ি ক্ষত্র জানা দরকার । তবে আমাদের দেশের অনেকেই এটা জানেনা বলে আমার মনে হয় । তবে স বার প্রতি আমারও অনুরোধ যদি কেউ জানেন তবে আমাদের জানাবেন ।
ফরেক্সর শুরু ১৭৬২ সালে তৎ*কালীন রাশিয়া। এর উদ্যোক্তা ছিলেন জর্জ বেন্থাম সর্বপ্রথম মুদ্রা বিনিময় প্রচলন করেন। ফরেক্সের ব্রোকার অসংখ্য, প্রতি ঘন্টায় মিনিমাম তিনটা করে ব্রোকার হাউজ মাঠে নামেছ। তাই এসবের সঠিক হিসাব মেলানো একটু কঠিন। সুতরাং আমি যেহেতু ইনস্টা ফরেক্সে কাজ করি সেহেতু আমার কাছে এটাই সবচেয়ে ভাল ব্রোকার সাইড। কারন আমার এখন পর্যন্ত ভাল কোন ব্রোকার সাইড চোখে পড়েনাই।
ফরেক্সের যাত্রা শুরু হয় ১৯৬২ সালের পহেলা সেপ্টেম্বর। এবং সেই দেশটি হল তৎ*কালীন রাশিয়া। এবং সেখানকার এক ব্যক্তি জর্জ বেনথাম যিনি এই মুদ্রা বিনিময় প্রথা সর্বপ্রথম চালু করেন। তখন সেটা হাতে হাতে ছিল কিন্তু পরে সেটা অনলাইন ভিত্তিক সমস্ত ওয়াল্ডে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। তাই এই ব্যবসাটা অতি পুরাতন বলতে পারেন।
ফরেক্স মার্কেট যে কত সালে সেটা আমি জানি। আমার খুব মনে হয় যেটা সেটা হলো ১৯৯৫ সালে এই ফরেক্স মার্কেটে অনলাইন ভিত্তিক শুরু হয়। কিন্তু কোথায় যে প্রথমে ট্রেডিং শুরু হয় সেটা আমার জানা নাই। তবে ফরেক্স ফোরাম ভাল করে করলে এক সময় সব জানা হয়ে যাবে।
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি ২০১২ সাল এ একটা ব্লগ এ ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারি তখন আমি ট্রেড শুরু করছি এখন পর্যন্ত আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করছি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আমার ভাল লাগে আর বলতে গেলে ফরেক্স মার্কেট কে আমি ভালবাসি কারন ফরেক্স মার্কেট আমাকে অনেক কিছু দিয়েছে আমি চাই ফরেক্স মার্কেট এ আরও ভাল করতে দিনকে দিন
ফরেক্স এর উৎপত্তিস্থল ও এর প্রধান অফিস কোথায় কিভাবে সংঘটিত হয় এ বিষয়ে আমার তেমন কোন জ্ঞান বা ধারণা নেই আসলে এই জিনিসগুলো জানাটাও বেশ গুরুত্বপূর্ণ তার কারণ আমি যার মাধ্যমে উপার্জন করতে সক্ষম হচ্ছি এ বিষয় সম্পর্কে অবশ্যই আমার সম্যক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ তাই অভিজ্ঞদের কাছে এ বিষয়ে সম্পর্কে জানার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি
ফরেক্স মার্কেট চালু হয় অনেক দিন আগে কিন্তু কখন চালু হয় তা বলতে পারিনা কিন্তু এই মার্কেট।প্রথমে আমেরিকা চালু করা হয় পরে তা বস্তার লাভ করে পৃথিবির অনেক দেশে ছড়িয়ে পরে মুলত এই মার্কেট এ মুদ্রা বিনিময় করা হয়ে থাকে তাই আমরা এই মার্কেট থেকে অনেক অর্থ ইনকাম করে থাকি।ফরেক্স মার্কেট কত সালে সুরু হয় সেই ব্যাপারে আমি জানিনা। উপরের লেখা থেকে জানতে পারলাম ফরেক্স মার্কেট ১৯৯৫ সাল থেকে অনলাইন ভিত্তিক ব্যাবসা চালু হয়। ফরেক্স মার্কেটে কত গুলু ব্রোকার আছে তাও জানিনা। কোথায় চলু হয়ে ছিল আপনারা কেই জানলে আমাদের সাথে শেয়ার করবেন।
ব্যাবিলনীয়দের সময়ে ফরেক্স বাণিজ্য শুরু হয়েছিল। প্রথমদিকে, পণ্য এর মাধ্যমে লেনদেন শুরু হয়। এর পর গোল্ডকে আদর্শ মুদ্রা ধরে সবাই লেনদেন করত। ১৯৩১ সালে গোল্ড কে আদর্শ মুদ্রা থেকে সরিয়ে এক দেশের মুদ্রার বিনিময়ে লেনদেনের মাধ্যমে ফরেক্স এর যাত্রা শুরু হয়। এরপর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ব্রেটনটন উডস কনফারেন্সের বিধান অনুসারে কার্যকর হওয়ার পর ব্রিটিশ পাউন্ডটি তখনকার প্রভাবশালী ছিল, যা মার্কিন মুদ্রার মূল মুদ্রার স্থান দিতে হয়েছিল। ১৯৭৩ সাল জ্যামাইকাতে অনুষ্ঠিত নিয়মিত আন্তর্জাতিক সম্মেলনে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে মার্কিন ডলারের মুদ্রা স্থির করা হয়। এখান থেকে মুলত ফরেক্স ট্রেডিং শুরু হয় তবে তা সাধারণ মানুষ অংস গ্রহন করতে পারত না।
১৯৯০ সালের দিকে ইন্টারনেট প্রচলনের পরে ব্যাংকগুলো নিজেদের মধ্যে লেনদেনের জন্য ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম চালু করে তখন সাধারণ মানুষের অংশ গ্রহন ছিল না। এইভাবে ১৯৯৪ সালে অনলাইন ফরেক্স ট্রেডিং প্লাটফর্ম চালু হয় যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে। তারপর থেকে এই পর্যন্ত ফরেক্স ট্রেডিং চলছে যেখানে আমরা নিজেরাও ফরেক্স ট্রেডিং করছি।
ফরেক্স বিজিনেস এ শুরু ১৯৯৩ সাল থেকে আমার জানা মতে,এটি একটি অনলাইন এর ট্রেডিং বিজিনেস,এই বিজিনেস কোথায় সর্ব প্রথম শুরু হয়ে ছিলো তা আমার সঠিক জানা নেই,কিন্তু আমার জানা মতে এই বিজিনেস এর জন প্রিয়তা এবং এই বিজিনেস এর এতো গ্রাহক আগে ছিলো না,আর এক সময় ফরেক্স সবার পক্ষে করা পসিবল ছিলো না এবং সব দেশ কে ফরেক্স বিজিনেস এর অনুমোদন ও দেই নি,আমাদের ভাগ্য অনেক ভালো আমরা এই বিজিনেস এখন পরিচালনা করে মুনাফা করতে পারছি,ফরেক্স এক সময় শুধুমাত্র ধনীদের বিজিনেস ছিলো,এখন কার মতো যে কেউ এই বিজিনেস শুরু করতে পারতো না এতো সহজে।