-
ট্রেড করার উপযুক্ত সময়
ট্রেড সময়
প্রতিটি ব্যবসায় কিছু নিদিষ্ট সময় বেচা কেনা ভাল বা মন্দ হয় তেমনি ফরেক্স ভাল মন্দ হয়। আপনি যদি বেশি লাভ করতে চান তবে হট সময় দুপুর ২-৩টা, ৫-৬টা, ৭-৮টা, ১০-১১টা এই সময় গুলো বেশি উঠা নামা করে এতএব লাভ বেশি আবার লস বেশি।
https://www.facebook.com/bdforex
-
ফরেক্স মার্কেটে অনেক বেশি প্রাইস উঠানামা করে ফরেক্সে প্রাইসের দাম কখনো স্থির থাকেন সবসময় এটা উঠা নামা করে তাই এটার মুভমেন্ট খুব বেশি থাকে মুভমেন্ট পর্যবেক্ষণ করেই ট্রেডাররা ট্রেড নিয়ে থাকে কিন্ত তার জন্য আমাদেরকে টেকনিকেল এবং ফান্ডমেন্টাল এনালাইসিস করে তার প্রভাব দেখতে হয় ফরেক্স মার্কেটে মার্কেটের মুভমেন্ট বেশি থাকে ইকোনমি ডিকলার হওযার সময় তাই ঠিক সময়ে ট্রেড করতে পারলে লাভের সম্ভাবনা অনেক বেশি
-
জখন নিউজ রিলিজ হয় তখন কিন্তু অনেক উথানামা করে আর দুপুর ২ টা থেকে রাত পর্যন্ত মার্কেট অনেক উথানামা করে। তাই আমাদের সেই সময় ট্রেড করা উচিৎ। কারন এ সময় লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।
-
প্রতিটি পেশার একটা নির্দিষ্ট টাইম থাকে যেটা ঐ ব্যাবসার বেস্ট টাইম।ওই সময় টাকে ধরে কাজ করলে সাফল্য আসবেই,তাই আমাদের এনালাইসিস করে সেই দিক গুলো খেয়াল রাখতে হবে।
-
আমি যেহেতু লং ট্রেড করি তাই নির্দিষ্ট সময় এর অপেক্ষা করি না। নির্দিষ্ট সময়ে যেহেতু মার্কেট বেশী উঠানামা করে তাই সেসময় লাভ অথবা লসের পরিমানও বেশি হতে বাধ্য। এ সময়ের মধ্যে ট্রেড করলে মানসিক অস্থিরতা বেশী থাকে যা লং ট্রেডের সময় থাকে না।
-
আপনি যেকোনো সময় ট্রেড করতে পারেন।ফরেক্স মার্কেট এনালাইসিস করার মাধ্যমে আপনি যেকোন সময় ট্রেড করতে পারেন তার জন্য আপনার অনেক অভিজ্ঞতার দরকার আছে।বিশেষ করে রাতে ট্রেড করলে ভাল হয়।
-
হ্যা, আপনি অনাকটা ঠিকই বলেছেন। ট্রেডিংয়ে কিছু সময় থাকে মার্কেটের মুভমেন্ট কম হয়। তখন মনে হয় মার্কেট যেনো ঘুমিয়ে গেছে। কিন্তু পরক্ষনে আবার ঘুমিয়ে যাওয়া মার্কেট দেখে আমাদের ইমোশন নষ্ট হয়। কিন্তু দিনে এমন কিছু হট সময় রয়েছে যখন মাূকেটের মুভমেন্ট ভালো হয়। সময়গুলো দুপুর ২- রাত ১০ টা পর্যন্তের ভেতর
-
আমাদেরকে সেশন টাইম ধরে ট্রেড করতে হবে । সেশন টাইমে মার্কেটে ভাল মোভমেন্ট থাকে। মোভমেন্ট না থাকলে ট্রেড করে কোন প্রফিট করা যায় না। তাই সেশন টাইম একজন ট্রেডারের জন্য খুবই অর্থবহ। আমি সেশন টাইমে ট্রেড করে ভাল প্রফিট পাই। তবে ছোট লটে ট্রেড করি।
-
ট্র্রেড করার সময় হল সপ্তাহে পাঁচ দিন ।শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে । সুতরাং যে পাঁচদিন মার্কেট খোলা থাকে তার ও সব সময়ে ট্র্রেড করা যায় না । ট্র্রেড করার সময়ে হল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত । আর অন্য সময়ে মার্কেট মুভমেন্টট কম করে । অতএব আমরা যখনই ট্র্রেড করব বুঝে শুনে ট্র্রেডকরব যাত করে সমস্যা পড়তে হয় না ।
-
ট্রেড করার জন্য নির্দিষ্ট সময় আছে কিন্তু ফরেক্সে অনলাইনে সব সময় ট্রেড করা যায়। ফরেক্সে টেড করা সব চেয়ে ভাল সময় হচ্ছে সন্ধা ৭-১২ এবং সকাল ৬-১২ পর*্যন্ত। কারন এই সময় ফরেক্স মার্কেট ক্রিটিকাল অবস্তাই থাকে। অনেক লাভ বা অনেক লস হতে পারে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেকে অনেক টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,তাই আমি ফরেএক্স ট্রেডিং করি আমাদের বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত, এই সময়ে ট্রেডার বেশি ট্রেডিং করে থাকে ফরেক্স মার্কেট এ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে সাধারনত চারটি সেশন রয়েছে । এই চারটি সেশনের মধ্যে আমার মতে নিউইয়র্ক সেশনে ট্রেড করা সবচেয়ে ভাল ।মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম । তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনি যে কোন সময় আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন কারন ফরেক্স মার্কেটে পাচ দিনের ২৪ ঘন্টাই খোলা থাকে। আর আপনি যেকোন সময় এই পাচ দিনের মধ্য ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি নিয়মিতি ইনাকাম করতে পারবেন ফরেক্স মার্কেট থেকে।
-
ফরেক্স এ লাভ করার জন্য আপনি যেই সময় গুলোর কথা উল্লেখ করেছেন আমি মনে করি আইটি আপনার ধারণা এবং আপনি এই সময় এ ট্রেড করে হিত সফল হয়েছেন এবং আপনি আমাদের কল্যাণ আর জন্য এই বেপারটা আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ.আমি এনালাইসিস করে দেখব এই সময় গুলোতে ট্রেড করার মাধ্যমে.আশা করি জিনিস তা পসিটিভ হবে.
-
ফরেক্স মার্কেট মুভ হওইয়ার কোন ধরা বাধা নিয়ম নেই। মার্কেট যেকোন সময় মুভ হতে পারে। তাই আপনি মার্কেট কন্ডীশন বুঝে ট্রেড নিতে পারেন। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে আপনি নিজেই নিজের বস।
-
ট্রেডিং করার সবচেয়ে ভাল সময় হচ্ছে বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা পযর্ন্ত । কারন এ সময় মার্কেট নিউইয়র্ক সেশনে থাকে । আর এই সেশনে মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকে । ফলে সহজেই মুনাফা অর্জন করা যায় । ট্রেডিং প্লান এবং সুবিধা অনুসারে নিজের ট্রেডিং প্লান গড়ে তুলতে হবে ।
-
আসল কথা হল ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিন রাত খোলা থাকলেও এখাধ থেকে আপনি সবসময় ভাল ট্রেড করতে পারবেন না।কারণ এখানে সময় অনুযায়ী মার্কেটের ভোলালিটিটা নির্ভর করে।যেমন লন্ডন সেশন ১ টা থেকে শুরু ।তখন মার্কের পরিবর্তন ভালই দেখা যায়।
-
ফরেক্স মার্কেটের সময়গুলো দুপুর ২- রাত ১০ টা পর্যন্ত । অামরা ফরেক্স মার্কেটে ট্রেড করব এ্যানালাইসিসের মাধ্যমে । অামরা ফরেক্সে ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করব । বেশী করে সময় দিলেই অামরা ভালো ফল পাব । অামরা ডেমোতে সময় দেওয়ার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
প্রকৃতপক্ষে সঠিক বিষয় হলো আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের একটা নির্দিষ্ট সময় আছে যাকে আমরা সেশন বলে থাকি৷বিশ্বে ৪টি বৃহৎ ট্রেডিং মার্কেট রয়েছে এবং তাদের নি্র্দিষ্ট সেশনও রয়েছে৷ঐ নির্দিষ্ট সেশন অনুযায়ী ঐ মার্কেটে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷যেমন লন্ডন,নিউইয়র্ক,টোকিও,এবং,সিডনী মার্কেট৷ধরুন আপনি যদি eur/usd বা gbp/usd পেয়ারে ট্রেড করতে চান তাহলে অবশ্যই লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করবেন৷ঐ মার্কেটগুলোর ব্যাংকিং আওয়ারকেই ঐ মার্কে্টের সেশন বলে৷তাই সেশন দেখে বুঝে ট্রেড করবেন৷সার বিশ্বের সাথে সময়মতো ট্রেড করবেন,আশা করি লাভবান হবেন৷অফসেশনে কখোনোও ট্রেড করবেন না৷
-
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।
-
আপনি ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করতে পারবেন তবে বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টেড করলে ভাল করবেন কারন এই সময় ফরেক্স মার্কেট ভাল মুভ করে তাই এই সময় ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারছেন আর আপনি যদি ডেলি চাট এ ট্রেড করেন তা হলে প্রতিদিন সকাল এ চাট দেখে ট্রেড করতে পারেন আপনি কোন সময় ট্রেড করবেন এটা নিরভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর
-
ফরেক্স মার্কেট যেহেতু গ্লোবাল কারেন্সি নিয়ে কাজ করে, তাই প্রতিটা দেশের ইকোনমি নিয়ে ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। কিন্ত কিছু দেশের মুদ্রা বিশ্ব মার্কেট এ অনেক প্রভাব বিস্তার করে, তাই ওই দেশের মুদ্রার প্রতি ,সার্বিক অবস্থার প্রতি বিশেষ নজর রাখা উচিত। আর এদের সেশন গুলোতে প্রাইস ভালো মুভমেন্ট করে তাই ওই সেশন গুলোতে ট্রেড করে ভালো লাভবান হওয়া যায়।
-
যারা ইন্ট্রেডে ট্রেডার তারা স্ক্লাপিং করেন। এবং সারা দিন সাধারন্ত ট্রেড খুজতে থাকেন। কিন্তু লন্ডন শেশনে বসলেও ভালো ট্রেড পাওয়া যায়। বাংলাদেশ সময় ১১ টার পর থেকে মোটামুটি মার্কেট মুভ করে থাকে। তারপর দুপুরের পর থেকে আরো বেশী মার্কেট মুভ করে।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই বলে আপনি ল্যাপটপ নিয়ে ২৪ ঘন্টা বসে থাকবেন না। ফরেক্স মার্কেট যেহেতু বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা তাই প্রভাবশালী দেশের মুদ্রাএ প্রভাব এই মার্কেট এ বিদ্যামান। আর তাই সেই দেশের সেশন গুলো তে ফরেক্স মার্কেট ভালোই উঠানামা করে এবং ঐ সময় ভালো লাভ করা যায়।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। তবে মার্কেট সারাদিন খোলা থাকে। কিন্তু মার্কেট সারা দিন যে দ্রুত মুভ করে তা কিন্তু নয়। ফরেক্স মার্কেট এ বাংলাদেশ টাইম অনুযায়ী দুপুর ২ টার পর থেকে প্রচুর মুভ শূরু করে।
-
প্রতিদিন শেষে মানে মার্কেট যখন ক্লোজিং হয় তখন আমাদের কে মারকেট দেখা উচিত। কারন মার্কেট ডেইলী টাইম্ফ্রেম দেখে এনালাইস না করে লোয়ার টাইম্ফ্রেম এনালাইসিস করলে আমরা বুঝতে পারব না মার্কেট কি করতে চাচ্ছে।
-
ভাই আপনি এখানে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়ে ট্রেড করে প্রফিট নিতে পারবেন, কারন মার্কেটা সারাদিন খোলা থাকে । তবে ট্রেড করার ক্ষেত্রে উপযুক্ত সময় হল দিনের বেলা দুপুরের পর আর রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে মার্কেটের মুভ একটু একটু করে বেশি হতে শুরু করে তখন এই সময়গুলোতে আপনি ট্রেডে যেতে পারেন । সুতরাং উপযুক্ত সময় নির্ণয় করে ট্রেড করা আমাদের সকলের একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি ।
-
আপনি যদি মুদ্রাতে ট্রেড করেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করতে পারেন কারণ এই বাজার ২৪ ঘণ্টাই খোলা থাকে, তবে আপনি যদি পন্যদ্রব্যে ট্রেড করতে চান তাহলে সেই বাজার খোলার নির্দিষ্ট একটি সময় আছে তখন আপনি ট্রেড করতে পারবেন। সাধারণত আমরা মুদ্রাতেই বেশি ট্রেড করে থাকি আর এই মুদ্রাগুলো বেশি নড়াচড়া করে লন্ডন এবং আমেরিকান সময়ে, আপনি যদি সেই সময় ট্রেড করেন তাহলে অল্প সময়েই আপনি বেশি মুনাফা উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তবে সবসময় মুভমেন্ট ভাল থাকে না কিছু কিছু সময়ে ভাল মুভমেন্ট থাকে যেমন: নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকাল ৪টা আবার সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত। যারা স্ক্যালপিং করেন তারা সাধারণত এই টাইমগুলোতে ট্রেড করে থাকেন বেশী প্রফিটের জন্য। লং টাইমে ট্রেড করলে সেশন দেখার প্রয়োজন হয় না যেকোন সময় মার্কেট এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে। লং টাইমফ্রেমের ট্রেড সাধারণ ২/৩দিন থেকে শুরু করে ১/২ সপ্তাহ বা মাস ব্যাপীও চলতে থাকে।
-
আমার মতে প্রতিদিন প্রত্যেক ট্রেডারের উচিত মার্কেট ক্লোজিং এবং ওপেনিং ফলো করা। এছাড়া আপনি বাংলাদেশের সময় অনুযায়ী ফরেক্স মার্কেট ফলো আপ করতে পারেন দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত। আশা করি এই সময়টুকুতে আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের একটা নির্দিষ্ট সময় আছে যাকে আমরা সেশন বলে থাকি৷বিশ্বে ৪টি বৃহৎ ট্রেডিং মার্কেট রয়েছে এবং তাদের নি্র্দিষ্ট সেশনও রয়েছে৷ঐ নির্দিষ্ট সেশন অনুযায়ী ঐ মার্কেটে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷যেমন লন্ডন,নিউইয়র্ক,টো কিও,এবং,সিডনী মার্কেট৷ধরুন আপনি যদি eur/usd বা gbp/usd পেয়ারে ট্রেড করতে চান তাহলে অবশ্যই লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করবেন৷ঐ মার্কেটগুলোর ব্যাংকিং আওয়ারকেই ঐ মার্কে্টের সেশন বলে৷তাই সেশন দেখে বুঝে ট্রেড করবেন৷সার বিশ্বের সাথে সময়মতো ট্রেড করবেন,আশা করি লাভবান হবেন৷
-
যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট খোলা থাকে তাই যে কেউ যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন টাইম টেবল নাই । তবে রাতে ফরেক্স মার্কেটে ট্রেড করাই অনেক উপযুক্ত সময় ।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তাই বলে আপনি ল্যাপটপ নিয়ে ২৪ ঘন্টা বসে থাকবেন না। ফরেক্স মার্কেট যেহেতু বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা তাই প্রভাবশালী দেশের মুদ্রাএ প্রভাব এই মার্কেট এ বিদ্যামান। আর তাই সেই দেশের সেশন গুলো তে ফরেক্স মার্কেট ভালোই উঠানামা করে এবং ঐ সময় ভালো লাভ করা যায়।
-
২৪ ঘন্টাই উপযুক্ত সময়
ভাই ফরেক্স ট্রেডিং এর জন্য উপযুক্ত কিংবা নির্ধারিত কোন সময় নেই। আপনার যদি এই মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা কিংবা ভালো ধারনা থাকে তাহলে আপনি যে কোন সময়ে ট্রেড করে প্রফিট নিতে পারবেন। তবে উপযুক্ত সময় সেটা আপনার কারেন্সির সেসন অনুযায়ী আপনাকে বের করে নিতে হবে যে, আপনি যে কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন সেটার সেসন কখন থেকে শুরু হয়।
-
ফরেক্স মার্কেট পরিবর্তনশীল। তবে ট্রেড করার সঠিক সময় হচ্চে সেশন এর সময় এ ট্রেড করা। তিনটি সেশনঃ নিউইয়র্ক সেশন, লন্ডন সেশন, টোকিও সেশন। এই তিন সেশনে মার্কেটের ভাল মুভমেন্ট হই। তাই ভাল একটা সেশন সিলেক্ট করে উপযুক্ত সময়ে ট্রেড করা উচিত, তাইলে ভাল প্রফিট করতে পারবেন। তবে ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করা দরকার।
-
ফরেক্সের বাজার কখনো স্থির নয়। তাই কখন ট্রেড করার উপযুক্ত সময় তা নিদৃষ্ট করে বলা কঠিন। তবে আমি মনে করি ট্রেড করার উপযুক্ততা নির্ভর করছে মার্কেটের মুভমেন্টের ওপর। এই মুভমেন্ট পর্যবেক্ষণ করে যদি মনে করি বাজার ট্রেড করার উপযোগী ঠিক তখনি ট্রেড করি। এছাড়া ফরেক্স নিউজ দেখে কোন দেশের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করেও ট্রেড করা হয়।
-
আসলে ট্রেড করার নির্দিষ্ট কোন সময় সেরকম ভাবে নেই এটা সম্পূর্ণ নির্ভর করে মার্কেটের উপর মার্কেটের আপ এবং ডাউন এর উপর ভিত্তি করে ট্রেড করা হয়, কিছু এনালাইসিস আছে যেগুলো মার্কেটের আগাম পরিস্থিতি নির্নয় করে ট্রেড করতে হয় টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এগুলো বুঝে মার্কেটের অবস্থা নির্নয় করে তবেই ট্রেড করা উচিত। ট্রেড করার জন্য কোন আলাদা বা নির্দিষ্ট কোন সময় আছে বলে আমি মনে করি না।
-
ফরেক্সে ট্রেড করার জন্য ঐ ভাবে ধরা বাধা কোন বিশেষ সময় বা মূহত্ব নেই তবে ভাল প্রফিট লাভ করার জন্য ফরেক্সে ট্রেড করতে হয় সেই সকল সময়ে যে ময়ে মার্কেট বড় ধরনের মুভমেন্ট করবে আর এটি কখন সংগঠিত হবে তা বুঝতে হলে প্রথমে আপনাকে মার্কেট অ্যানালাইসিস কি এবং কিভাবে করতে হয় এটির ব্যাপারে পরিপূর্ন জ্ঞান লাভ করতে হবে।সর্বপরি মার্কেট বুঝে সঠিক সময়ে ট্রেড করে ভাল প্রফিট লাভ করতে হলে পরিপূর্ন ট্রেডিং জ্ঞানের কোন বিকল্প নেই।
-
এক কথায় বলতে গেলে ফরেক্স ট্রেডিং এর উত্তম সময় হচ্ছে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নেওয়া। আপনি এখানে ডেইলি কেন্ডেল এর আচার বিধি দেখে প্রজেটিব নিউজ দেখে নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিয়ে অন্তত ২০-৪০ পিপ্স শিকার করতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস এর উপরে সফল হতে হবে।
-
ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই ভাল করে মার্কেট সম্পর্কে জানতে হবে। ট্রেডিং করার জন্য ভাল করে মার্কেট এনালাইসিস করে উপযুক্ত সময় নির্ধারন করতে হবে। এনালাইসিস শেষে যখন আপনি বুঝবেন মার্কেট আপনার অনুকুলে তখন আপনি চাইলে ট্রেড ধরতে পারবেন। এতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম হবে এবং বেশি প্রফিট লাভ করতে পারবেন।