আমার ফরেক্স ট্রেডিং একাউন্ট টি ভেরিফাই করা নেই। আমি একাউন্ট টি ভেরিফাই করতে চাইলে কি কি ডকুমেন্ট প্রয়োজন? ১ম লেভেলে কি কি ডকুমেন্ট এবং ২য় লেভেলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে?
অভিজ্ঞদের কাছে একটু বিস্তারিত জানতে চাই।
Printable View
আমার ফরেক্স ট্রেডিং একাউন্ট টি ভেরিফাই করা নেই। আমি একাউন্ট টি ভেরিফাই করতে চাইলে কি কি ডকুমেন্ট প্রয়োজন? ১ম লেভেলে কি কি ডকুমেন্ট এবং ২য় লেভেলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে?
অভিজ্ঞদের কাছে একটু বিস্তারিত জানতে চাই।
প্রথম লেবেলে আপনি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করাতে পারেন। ২য় লেবেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করাতে পারেন। তবে উভয় ক্ষেত্রে আপনার সকল তথ্য মিল থাকতে হবে। বিশেষ করে আপনার ঠিকানা ও জন্ম তারিখ। বিস্তারিত জানতে নিয়মাবলী দেখুন।
ফরেক্স ট্রেডিং থেকে সুবিধা পেতে হলে একাউন্ট ভেরিফাই অবশ্যই প্রয়োজন। ভেরিফাই এর প্রথম ধাপে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিতে হবে।আর দিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্ট / ড্রাইভিং লাইসেঞ্ছ/ কারেন্ট বিল/বিদ্যুত বিল/ টেলিফোন বিলের ডকুমেন্ট লাগবে। তাহলে সহজেই একাউন্ট ভেরিফাই হবে আশাকরি। তবে অবশ্যই সবগুলো ডকুমেন্টের হাই রেজুলেশন স্ক্যানিং কপি দিতে হবে।
সুহৃদ,
প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে (আপনার হাতে ধরে মুখমন্ডলসহ ছবি)।
http://support.instaforex.com/en/typ...ication
এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টের উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php
ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।
এই বিষয়টি নিয়ে অনেকেই উত্তর দিয়েছে ।এমনকি ইনস্টাফরেক্স এর শুসান্ত দা ও উত্তর করেছে । আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গিয়েছে । ট্রেডিং একাউন্ট ভেরিফিকেশন প্রথম দিকে একটু জটিল মনে হলেও আপনি যদি নিয়মকানুন ভাল করে পড়েন তাহলে আপনার আর কোন সমস্যা হবে না ।
ভেরিফাই দুই ধাপে করতে হয়।ভেরিফাই এর প্রথম ধাপে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফ্রন্ট এবং পিছনের স্কান কপি দিতে হবে।আর দিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্ট / ড্রাইভিং লাইসেঞ্ছ/ কারেন্ট বিল/টেলিফোন/বিদ্যুত বিল বিলের ডকুমেন্ট লাগবে,তবে ব্যাংক স্টেটমেন্ট হলে খুব ভাল হয়।
আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন । তবে এই বিষয়ের উপর অনেকগুলো পোস্ট রয়েছে যার উত্তর অনেকেই দিয়েছেন । এই ব্যাপারে আপনি ইন্সটা ফরেক্সের বাংলা সাইটে প্রবেশ করলে একাউন্ট ভেরিফাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তা ভালভাবেই জানতে পারবেন । তাছাড়া আপনি লাইভ সাপোর্টেও কথা বলতে পারেন ।
একটি ফরেক্স ব্রোকার থেকে প্রায় সকল ধরণের সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই একাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে।এর জন্য আপনাকে ভোটার আইডিকার্ড বা পার্সপোট এবং বিদ্যুত্ বিল বা ইন্টারনেট বিলের স্কেনিং কপি দিতে হবে।
অবশ্যয় ফরেক্স ট্রেড এর বেনিফিট পেতে হলে একাউন্ট ভেরিফিকেশন জরুরি। তবে আবশ্য আমরা আলচনার মাধ্যমে জানতে পারলাম আমাদের কি কি লাগবে। অবশ্যয় জাতী য় সনদের কপি এবং যে কন গভর্নমেন্ট বিলের কাগজের কপি। আশাকরি তাহলেই ভেরিফিকেশন হয়ে যাবে।
ট্রেডিং এ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে দরকার আমার আইডি কার্ড সহ নিজের পাসপোর্ট সাইজের কপি । সেটা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে ২য় ভেরিফাই করার জন্য প্রয়োজন ব্যাংক স্টেটমেন্ট , অথবা পাসপোর্ট । অামর যদি এ্যাকাউন্টের সাথে মিলিয়ে ঠিকানা দিতে পারি তাহলেই এ্যাকাউন্ট ভেরিফাই করতে সক্ষম হব ।
আপনি ব্রোকারের ওয়েব সাইটেই কি কি ডকুমেন্ট দরকার তার কথা জানতে পারেন। তবে সাধারণত জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট এবং ব্যংক স্টেটমেন্ট এর প্রয়োজন হবে। তবে ব্যংক স্টেটমেন্ট রিসেন্ট হতে হবে।
কোন সমস্যা ফিল করলে ব্রোকারের লাইভ চ্যাটে নক করবেন।
ট্রেডিং একাউন্ট আপনি যদি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে নিজের ভোটার আইডি কাডের স্কেন কপি লাগবে আর আপনার ফেইস আইডিকার্ডের ছবিও লাগবে আর তার সাথে লাগবে আপনার অন লাইন ব্যাংকের স্টেটমেন্ট তাহলে পরে আপনি আপনার একাউন্ট ভেরিফাই করতে পারেবন।
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায়।
ভেরিফাই করতে কি কি ডকুমেন্টস দরকারঃ
আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি
আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস
ফরেক্স একাউন্ট দুটি লেভেলে ভেরিফিকেশন করতে হয়।প্রথম লেভেলে আপনার ন্যাশনাল আইডিকার্ডের ছবি আপলোড করতে হবে এবং দ্বিতীয় স্তরে বিদ্যুৎ বিল,ব্যাংক স্টেটমেন্ট বা আপনার পাস্পটের ্ক্যান করা ছবি আপলোড করতে হবে।আর এগুলো ভেরিফাই করতে ৭২ ঘন্টা সময় লাগবে।
আপানর একাউন্ট ফেরিফাই এর জন্য সহজ হলো আপানর পাসর্পোট অথবা আইডি কার্ড এদুটোর একটাদিয়ে ১ম ধাপ ভেরিফাই হবে দ্বিতিয় ধাপ ভেরিফাই করার জন্য আপনি আপনার ব্যাংক ষ্টেটমেন্ট এর কপি দিযে করতে পারবেন। তবে ব্যাংক ষ্টেটমেন্ট অবশ্যই আপনার ৬ মাস আগের না এটা খেয়াল করতে হবে।
ট্রেডিং একাউন্ট ভেরিফিকেশন জন্য আপনার কিছু জিনিস লাগবে তা হল । ১ম লেভেলে জন্য ডকুমেন্ট লাগবে আইডি কাড বা পাসপোর্ট আর ২য় লেভেলে জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার নিজের নামে কারেন্ট বিল বা পানির বিল বা ব্যাংক এর লেনদেন এর বিবরণী এই দুই ধরনের কাগজ পত্র জমা দিলে আপনার টেড ইং অ্যাকাউন্ট ভেরিফিকেশন হইয়ে যাবে ।
আমার জাতীয় পরিচয় পত্র এক জেলার আর বাসস্থানের ঠিকানায় ব্যাংক একাউন্ট দুটিই আমার বাড়ি এতে কি ভেরিফিকেশনএ ভেরিফাইড হবে ?
ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা অত্যন্ত জরুরী একটা বিষয়। কেননা, একাউন্ট ভেরিফাই করা না থাকলে আপনি একাউন্টের কোন নিশ্চয়তা নিতে পারছেন না। যেকোন সময় আপনার করা একাউন্টটি বাতিল বলে গন্য হতে পারে। তাছাড়া, ভেরিফিকেশন না করলে আপনি একাউন্ট থেকে টাকাও উত্তলন করতে পারছেন না। তাই আমি বলবো একাউন্ট আগে ভেরিফিকেশন কম্পিলিট করুন, তারপর ট্রেড এ অংশগ্রহন করুন।
ইনস্টা ফরেক্সের ট্রেডিং একাউন্ট ভেরিফাই করতে দুটি লেভেল সম্পন্ন করতে হয়। প্রথম লেভেলে আপনাকে আপনার এন আইডি দিয়ে করতে হবে এবং দিতীয় ধাপে গ্যাসবিল, বিদুৎ বিল বা ব্যাংক একাউন্টের স্ট্যাটমেন্ট দিয়ে করাতে হবে। ব্যাংক একাউন্ট স্ট্যাটমেন্ট অবশ্যই ব্যাংক কর্মকর্তার সাইন ও সিল থাকতে হবে। তাহলে ভেরিফাই হবে। তবে দিতীয় ধাপের ভেরিফাই বেশ কঠিন হয়ে থাকে। তাই চেস্টা করুন প্রথম থেকেই ভাল ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করানোর।