-
ট্রেড খুব গুরুত্বপুরনো
ফরেক্স ট্রেড করাটাই অনেক কঠিন আর ট্রেড খুব গুরুত্বপুরনো উদ্দেশ্যবিহীন ট্রেডং মানে বিনা উদ্দেশ্য যাত্রা করার মতো ফরেক্স একটি অসিম সিমাহিন বিজনেস যেখানে একটি ভুল কাজ করলে ভুলের মাসুল অনেক দিতে হই ফরেক্সে খুব গুরুত্তব হচ্ছে ট্রেড করা আর ট্রেড ভুলে হইলে লস অবধারিত যেটা উদ্দেশ্যবিহীন ট্রেডং করার মত।
-
হ্যা, ফরেক্স মার্কেটে ট্রেড জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারন ট্রেডেন লাভ লসের মধ্যে দিয়েই আমাদের আসল স্বার্থসিদ্ধি ঘটে। এজন্য সবসময়ই আমাদের ট্রেডের ওপর নজর দেওয়ার প্রয়োজন। কোনো অবস্থায় খামখেয়ালি ট্রেড করা যাবেনা। সর্বদায় বুঝেশুনে ভালোভাবে ট্রেড করার দরকার বলে মনে করি।
-
ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা করার মাধ্যমেই আয় করা হয়ে থাকে। এই মুদ্রা কেনা বেচা করাকেই ট্রেডিং বলা হয়ে থাকে। ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি ট্রেড করা উচিত মার্কেট এনালাইসিস করে। আন্দাজে ট্রেড করলে তার ফলাফল কখনই ভাল হয় না। সবসময় জেনে বুঝে ট্রেডিং করা উচিত। খামখেয়ালি ভাবে ট্রেডিং করা উচিত নয়।
-
ট্রেড ফরেক্স মার্কেটে লাভ লসের কারন আর এই ট্রেডটা হচ্ছে আপিনার ভাগ্যের পরিবর্তনের মাধ্যম। তাই আপনি যদি একজন সফল ট্রেডার হতে পারেন তবে আপনার সব সময়ে লাভ কএতে পারবেন আর যদি আপনি কম জ্ঞান লাভ করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে আপনার লাভের ছেয়ে লস বেশি হবে।
-
ফরেক্স মারকেটে ট্রেডই হল প্রধান। যে ভাল ট্রেড করতে পারে সেই সফল। আর যে বুঝে শুনে ট্রেড ওপেন করতে পারেনা সে বিফল। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ভেবে চিনতে করা উচিত। ফরেক্স এর লাভ লস সবকিছুই ট্রেডের উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার মাধ্যমে অর্থ ইনকামের জন্য সবাই এসেছি।কিন্তু ফরেক্স মার্কেটে সব ট্রেডার টিকে থাকে পারেনা।কারন তারা সঠিক পন্থা অবলম্বন করে ট্রেড করেনা।ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড আমাদের খুবি মনযোগ ও গুরুত্বের সাথে করা উচিত।আপনি যদি উদ্দেশ্য বিহীন এলোমেলো ট্রেড করেন তাহলে আপনি লসের সম্মূখিন হবেন।তাই ভেবেচিন্তে একটি নির্দিষ্ট স্টেটজি মেনে আমাদের ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে সহজ কয়েক দিন প্রেকটিস করে আপনি এই মার্কেটে ট্রেড করতে পারেন। কিন্তু আপনাকে সফল ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে হবে সাপোর্ট রেজিসটেন্স ধরে ট্রেড করতে হবে। মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে, সবচেয়ে আপনাকে ধৈর্য ধরে মার্কেটে একাদিক ট্রেড থেকে বিরত থাকতে হবে।
-
আমার কাছে মনে হয় না ট্রেডিং খুব বেশি গুরুত্বপূণ । আমি মনে করি ট্রেড করে লাভ করাটা গুরুত্বপূর্ণ । সবাই ট্রেড করতে পারে । এমন অনেকেই আছে যারা ১০০ ডলার ব্যালেন্স নিয়ে দিনে ২০ থেকে ২৫ টি ট্রেড করে । কিকন্তু ট্রেডিং করে লাভবান হতে পারে এমন লোক খুব কম আছে । তাই আমি মনে করি মুনাফা অর্জন করাটাই গুরুত্বপূর্ণ ।
-
হ্যাঁ ।অবশ্যই ট্রেড করাটা এবং ট্রেডিং এর সঠিক পর্যালোচনা অবশ্যই জরুরী।কারণ এর উপর নির্ভর করে আমাদের সাফল্য।যদি ট্রেড আমাদের পক্ষে থাকে ,তাহলে আমরা সাফল্য পায়।আর বিপক্ষে গেলে তার থেকে কোন প্রফিট আমরা পায় না।এই সব ট্রেডকে যদি আমরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করি তাহলে আমরা অবশ্যই বড় কিছু আশা করতে পারি।
-
ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।কারন একজন যদি ভাল করে ট্রেড করলে তিনি সফল হতে পারবে ট্রেড ছারা সফল হতে পারবে না।ট্রেডিং এর উপর নির্ভর করে আমাদের সাফল্য।ফরেক্স মার্কেটে ট্রেড করতে সহজ কয়েক দিন প্রেকটিস করে আপনি এই মার্কেটে ট্রেড করতে পারেন।
-
ট্রেড খুবই গুরুত্বপূর্ন । যখনই ট্রেড করবেন হিসাব নিকাশ করে তারপর করতে হবে । কারণ হিসাব ছাড়া ট্রেড করলে সে ট্রেডার কোনদিনও সফলতা অর্জন করত পারে না । সুতরাং আমরা সব সময় ট্রেডের উপর গুরুত্ব দিয়ে থাকব ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে বেশি করে এনালাইসিস করতে হবে কারন প্রতিটা ট্রেড আমাদের জন্য অনেক গুরুত্বপুূর্ণ। তাই ট্রেড করার আগে আমাদের কে অনেক ভেবে চিন্তে ট্রেড করতে হবে।
-
আমাদের ট্রেডিং করলে হবেনা আমাদের ট্রেডিং অভিজ্ঞতা থাকিতে হবে,তাই আমাদের প্রতিটি ট্রেডের উপরে গুরুত্ব দিতে হবে, যাতে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারি,ফরেক্স মার্কেটে যদি ট্রেডিংএর উপরে গুরুত্ব না দেই তাহলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং।করে প্রফিট করতে পারবনা,তাই আগে দেখতে হবে।
-
না জেনে ট্রেড করলে ফরেক্স মার্কেটে কখনো লাভ করা যায় না। এখানে আন্দাজে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করা যায় না। বরং নিয়ম মেনে ট্রেড করার পরেও যে ভুল হয় তা থেকে ট্রেড শেখা যায় এবং প্রফিট বের করা যায়। ফরেক্স শুধু মাত্র অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডারদের জন্য। আমরা যদি দীর্ঘ সময় নিয়ে ডেমোতে ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করি তাহলে এক সময় আমরাও ট্রেডের উপরে পারদর্শী হয়ে উঠব। এতে কোন সন্দেহ নেই।
-
মার্কেটে মুদ্রা কেনা বেচা করার মাধ্যমেই আয় করা হয়ে থাকে। এই মুদ্রা কেনা বেচা করাকেই ট্রেডিং বলা হয়ে থাকে। ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি ট্রেড করা উচিত মার্কেট এনালাইসিস করে। আন্দাজে ট্রেড করলে তার ফলাফল কখনই ভাল হয় না। সবসময় জেনে বুঝে ট্রেডিং করা উচিত। খামখেয়ালি ভাবে ট্রেডিং করা উচিত নয়।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার মাধ্যমে অর্থ ইনকামের জন্য সবাই এসেছি।কিন্তু ফরেক্স মার্কেটে সব ট্রেডার টিকে থাকে পারেনা।কারন তারা সঠিক পন্থা অবলম্বন করে ট্রেড করেনা।ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড আমাদের খুবি মনযোগ ও গুরুত্বের সাথে করা উচিত।আপনি যদি উদ্দেশ্য বিহীন এলোমেলো ট্রেড করেন তাহলে আপনি লসের সম্মূখিন হবেন।তাই ভেবেচিন্তে একটি নির্দিষ্ট স্টেটজি মেনে আমাদের ট্রেড করা উচিত।
-
হা ফরেক্স মার্কেটের ট্রেড খুব গুরুত্বপূর্ণ। কেন না ফরেক্স মার্কেটে আপনি যদি একটা ট্রেড নিতে ভুল করেন তবে আপনার ট্রেডে অনেক লস করতে হবে আর আপনার অনেক সময় নস্ট হয়ে যাবে। তাই আপনি যখন ট্রেড অওএন করবেন তখন ভাল করে বুঝে ট্রেড নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে সফলতা পাওয়াটা খুবই কঠিন ব্যাপার । আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার চেয়ে সফলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ । মার্কেটে আপনি ট্রেড করা শিখলেন অথচ সফল হতে পারলেন না এই ট্রেডিং শেখার কোন অর্থ আছে বলে *আমি মনে করি না । তাই মার্কেটে সফলতা জরুরি ।
-
ট্রেড নেয়ার পূবে কিছু বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে । যেমন ট্রেডের এট্রি কোথায় হবে । স্টপ লস এবং টেক প্রফিট কোথায় দিতে হবে । ইত্যাদি বিষয় আগে থেকে ঠিক করে নিতে হবে । আসলে ধৈয সহকারে ট্রেডিং না করলে ট্রেডিং করে কোন লাভ নেই বলে আমি মনে করি । এলোমেলো ট্রেড করলে লাভের চেয়ে লসই বেশি হয়ে ।
-
ফরেক্সে সামান্যতম ভুল করলেও তার কোন ক্ষমা নাই।দেখবেন আপনার বড় ধরণের ক্ষতি হচ্ছে।ভাল আয় করার লোভে পড়া ঠিক না।আমরা যদি একটা ভাল মানসিক চিন্তা ধারা নিয়ে ফরেক্স করতে আসি ,তাহলে আমাদের সফলতাকে কেউ ধরে রাখতে পারবে না।আমাদের উচিত নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলা।আমরা যদি তা করতে না পারি তাহলে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে দেরি করবেনা।
-
ফরেক্স মার্কেট কে আমাদের দেশের লোকজন ভালো করে চেনেনা,জানেনা...মনে করে এখানে কোনো জুয়াখেলা বা কোনো ফাও ধান্ধা করার জায়গা৷সে কারনে অনেক নতুন আগন্ত্তক বা Newbie এখানে কোনো কিছুই না শিখে না বুঝে বিভিন্ন সাইজের লট ক্রয়/বিক্রয় করতে থাকে এবং প্রথমে কিছু কিছু প্রফিটও পেয়ে যায় সৌভাগ্যক্রমে৷পরে অবশ্য তারা দ্রূত ফকির হয়ে পালিয়ে বেড়ায়৷অথচ সঠিক ভাবে ফরেক্স মার্কেট বোঝার জন্য এবং সেখানে নিয়মিত পেশাদারী ট্রেড করার জন্য কতটুকু গুরুত্ব দিয়ে দীর্ঘদিন যাবৎ স্টাডি ও প্র্যাকটিস করতে হয় তা তারা কিছুই ধারণা করতে পারেনা৷এখানে প্রতিষ্ঠিত হতে চাইলে অত্যন্ত গুরুত্ব সহকারে এগুতে হবে৷
-
ফরেক্স বাজারে ট্রেড করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর নির্ভর করে আপনার মুনাফা বা ক্ষতি। আপনি যদি এই বাজারে ঠিকমত ট্রেড করতে পারেন তাহলে ভাল মুনাফা উপার্জন করতে পারেন আবার যদি ঠিকমত ট্রেড না করতে পারেন তাহলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এখানে ট্রেড শুরু করার পূর্বে বাজার সম্পর্কে ভালভাবে বিশ্রেষণ করবেন আর প্রতিটি ট্রেডে আপনি সকল নিয়মকানুন মেনে শুরু করবেন।
-
ট্রেড করে লাভ করাটা গুরুত্বপূর্ণ । সবাই ট্রেড করতে পারে । এমন অনেকেই আছে যারা ১০০ ডলার ব্যালেন্স নিয়ে দিনে ২০ থেকে ২৫ টি ট্রেড করে । কিকন্তু ট্রেডিং করে লাভবান হতে পারে এমন লোক খুব কম আছে । আমি মনে করি মুনাফা অর্জন করাটাই গুরুত্বপূর্ণ ।
-
হ্যালো আমার প্রিয় বন্ধু আমি আশা করি আপনি ভাল বোধ করছেন এবং এমটি 5 ফোরামে সত্যিই দুর্দান্ত সময় কাটালেন। আমার সাক্ষাত্কারের জন্য অনুযায়ী ফরেক্স ট্রেডিং বিশ্বের সেরা ব্যবসাগুলির মধ্যে একটি কারণ ফরেক্স ব্যবসার কারণে আপনি আপনার অফিসের বাড়ি থেকে এবং যে কোনও জায়গায় অনলাইনে ট্রেডিং করতে পারবেন আপনার ব্রোকার ইন্সটাফরেক্সের সাথে আপনার কেবল ইন্টারনেট সংযোগ এবং একটি বিশ্বাসযোগ্য অ্যাকাউন্ট প্রয়োজন যা আপনাকে আন্তর্জাতিক এক্সচেঞ্জ বিশ্বের সাথে সংযুক্ত করতে পারে যেখানে আপনি আপনার ব্যবসায়ের দক্ষতা অনুযায়ী কোনও আর্থিক সরঞ্জাম কিনতে এবং বিক্রয় করতে পারেন।
-
বিনা উদ্দেশ্যে টেড করে কখনও লাভ করা যায় না।ফরেক্স মাকেটে টেড করতে হলে এনালাইসিস এর মাধমে নিজের ট্রটেজি তৈরি করে টেড ওপেন করতেহবে।টেড ওপেন করতে ট্রেন্ড সাপট মানি ম্যানেজ মেন্ট এ সব ফলো করে টেড পরিচালনা করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার মাধ্যমে অর্থ ইনকামের জন্য সবাই এসেছি।কিন্তু ফরেক্স মার্কেটে সব ট্রেডার টিকে থাকে পারেনা।কারন তারা সঠিক পন্থা অবলম্বন করে ট্রেড করেনা।ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড আমাদের খুবি মনযোগ ও গুরুত্বের সাথে করা উচিত।আপনি যদি উদ্দেশ্য বিহীন এলোমেলো ট্রেড করেন তাহলে আপনি লসের সম্মূখিন হবেন।তাই ভেবেচিন্তে একটি নির্দিষ্ট স্টেটজি মেনে আমাদের ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেটে ট্রেড জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারন ট্রেডেন লাভ লসের মধ্যে দিয়েই আমাদের আসল স্বার্থসিদ্ধি ঘটে। এজন্য সবসময়ই আমাদের ট্রেডের ওপর নজর দেওয়ার প্রয়োজন। কোনো অবস্থায় খামখেয়ালি ট্রেড করা যাবেনা। সর্বদায় বুঝেশুনে ভালোভাবে ট্রেড করার দরকার বলে মনে করি।