আমার টেকনিক্যাল এনালাইসিস বলছে Gbp vs Usd ডেইলি ট্রেন্ড লাইনের উপরে অবস্থান করছে। এখানে ডেইলি রেজিষ্ট্রেশন লেভেল হচ্ছে১.২৯৯২। তাই এটি ক্রস করে উপরে গেলে আমি বাই এন্ট্রি নিবো। তবে এখানে আমি একটা...
Type: Posts; User: SHARIFfx Total posts found:
* Only the account owner can search for likes
আমার টেকনিক্যাল এনালাইসিস বলছে Gbp vs Usd ডেইলি ট্রেন্ড লাইনের উপরে অবস্থান করছে। এখানে ডেইলি রেজিষ্ট্রেশন লেভেল হচ্ছে১.২৯৯২। তাই এটি ক্রস করে উপরে গেলে আমি বাই এন্ট্রি নিবো। তবে এখানে আমি একটা...
বিট কয়েন নিন্মমুখি। এটা যদি ডেইলি রেজিষ্ট্রেশন ক্রস করে ৯০০০০.০০ এর উপরে যায় তা হলে আমরা বাই ট্রেন্ড পাবো। কিন্তু ৭৬৫৪০.০০ এর নিচে অবস্থান করলে সেল আসা করতে পারি। তবে বাজার নিম্নমুখী। তাই সেলে থাকা...
ট্রেড করার উত্তম সময় নিউজ প্রকাশের পর। তবে আপনার টেকনিক্যাল এনালাইসিস একেবারে মিলে গেলে আপনি ভালো এন্ট্রি নিতে পারেন। তা ছাড়া আপনার মনে চাইলো আর আপনি ট্রেড করে দিলেন সেটা আপনার জন্য উত্তম কাজ না। তাই...
জি, সঠিক। আপনি সফলভাবে একটা স্টাটেজি জানলে ভালো প্রফিট বের করতে পারবেন। তবে সব সময়ে আপনার স্টাটেজি কাজে না-ও লাগতে পারে। তাই ফান্ডামেন্টাল এনালাইসিস বিশেষ করে এশিয়া ইউরোপ আর আমেরিকার টাইম নিউজ...
আপনি চাইলে সল্প সময়ে ফরেক্স থেকে প্রফিট করে বেরহতে পারেন। ধরুন ৩০ মিনিটের কেন্ডেলে আপনি ৫ মিনিট আগে এন্ট্রি নিতে পারেন। এতে কেন্ডেল সল্প সময়ের জন্য বিপরীত দিকে দাবিত হয়। আবার চাইলে স্কাল্পিং কর*তে...
ফরেক্সে বেশিরভাগ মানুষ লস করার প্রধান কারন হচ্ছে না বুজে ট্রেড পরিচালনা করা। দেখুন অল্প ড্রাইভিং শিখে গাড়ি চালাতে গেলে অনেক মানুষের জীবন নষ্ট হবে। তাই আগে প্রয়োজন দক্ষতা অর্জন করা। ভালো করে মারকেটের...
ডেইলি প্রফিট করতে হলে কিছু নিয়মিত মানতে হবে। নিউজের পরে ট্রেড করুন। অল্প ভলিউম বাচাই করুন। প্রতি ট্রেডে এস এল আর টিপি দিন। সঠিক এন্ট্রি নিন। মানিমেনেজমান্ট করে একাউন্ট পরিচালনা করুন।
ফরেক্সে মানিমেনেজমান্ট গুরুত্ব অপরিসীম। ধরুন ডলারের মূল্য ১১০ টাকা। এটার দাম কমে আসলো ৭০ টাকা বা বাড়লো ১৯০ টাকা। এখন আপনাকে হিসাব করে সেই পরিমাণ বেলেন্স রাখতে হবে যেন ডলার এ-ই পরিমাণ উঠা নামা করলেও...
আমার মতে আপনি ১০০ ডলার ডিমো দিয়ে ট্রেড করতে পারেন। এতে করে ফরেক্সে রিক্স বুঝতে পারবেন। কয়ে বার একাউন্ট জিরু করা শিখুন। তা হলে রিয়েল ডলারের মায়া বুঝতে পারবেন। আর ভালো এনালাইসিস করে ডিমু করতে পারলে...
সহজ ভাষায় বলতে গেলে আপনি যে টাকা বিনিয়োগ করে ছেন সেটা মারজিন আর আপনার লাভ বা ক্ষতির পরে অবশিষ্ট যে বেলেন্স থাকবে সেটা হলো ফ্রি মারজিন। তাই খেয়াল রাখতে হবে আপনার ফ্রি মারজিন হিসাব করে ভলিউম ট্রেড...
মুদ্রাবাজার আপনাকে লাভ করার জন্য শিক্ষা দেয় তবে আপনি লোভ করে বেলেন্স জিরু করে বলেন ফরেক্স খারাপ। আসলে আপনি নিজেই আপনার লোসের জন্য দায়ী। তাই আমি ১০০ বার বলবো আপনি আগে ট্রেডে দক্ষতা অর্জন করুন। নিজেকে...
আপনি দক্ষ ট্রেড্রার হতে পারলে ইউরোপ আমেরিকার মতোন ইনকাম দেশে থেকে করতে পারবেন৷ ভালো এনালাইসিস করে সঠিক এন্ট্রি নিতে পারলে বাজিমাত। প্রতিদিন গড়ে ৫-১০% আয় করা অসম্ভব কিছু না৷ তবে একজন দক্ষ ট্রেড্রার...
ইন্সটা ফরেক্স রাশিয়ার ব্রকার। এটি একটা জনপ্রিয় ব্রকার। ভালো ট্রেডার নির্বাচন করতে জনপ্রিয় সাইড বাংলা ফোরামের বেবস্থা করেছে এই ব্রকার। তাই আমি এই ব্রকার নিয়ে অনেক খুশি। তবে আপনি তাদের নিয়নীতি মেনে...
আসলে এনালাইসিস এর বিকল্প নাই। তাই চোখ কান খোলা রেখে বুঝে শুনে নিউজ প্রকাশের পরে ট্রেড করুন। টেকনিক্যাল ইন্ডিকেটর ফলো করুন আর নিউজের উপরে নজর দিন। আপনার পরিমাণ বেলেন্স অনুযায়ী ভলিউম নির্বাচন করুন।...
অতি অবেগে আর কিছু লস রিকভারির আশায় একাউন্ট জিরু হয়ে যায়। তাই আমার পরামর্শ হলো আগে ডিমো ট্রেডিং শিখুন। ভালো ট্রেড্রার হয়ে ট্রেড শুরু করুন। মনে রাখবেন দক্ষতা অর্জন না করে ট্রেড করলে একটা সময়ে বেলেন্স...
ফরেক্সে টিকে থাকতে হলে প্রথমেই লোভ ত্যাগ দিতে হবে। আপনাকে মানিমেনেজমান্ট করে ট্রেড নিতে হবে। ভালো এনালাইসিস জানতে হবে। প্রতিটি ট্রেডে টিপি আর এস এল নিতে হবে। নিউজ প্রকাশের পরে ট্রেড করলে ঝুঁকি কম...
আমার মতে ফরেক্স ট্রেড একটি ঝুঁকি মুক্ত পেশা। তবে লোভ বিহীন ট্রেড করতে হবে। আপনি নিজেকে নিয়োন্ত্রন করতে পারলে আর দক্ষ ট্রেড্রার হতে পারলে অন্যকে সহজে শিখাতে পারেন। এতে করে সবাই লাভবান হবে।
আসলে রোবট ট্রেড ঝুকিপূর্ণ। তবে অল্প সময়ে অদিক লাভ করা যায়। আবার একাউন্ট জিরু করার জন্য এটি অন্যতম। তাই আমাদের উচিৎ মেনুয়ালি ট্রেড করা উত্তম। আপনি দক্ষ ট্রেড্রার হয়ে মাসে ১৫ থেকে ২০% সহজেই বের করতে...
মানুষ মাত্র ভূল করে। আপনি দক্ষ ট্রেড্রার হলেও সময় সাপেক্ষে ঝুঁকি নিতে পারেন। আর এই ঝুঁকি আপনার লসের কারন হতে পারে। তাই রিস্ক নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। আর আপনার একাউন্ট এর ২০% লসে গেলে ট্রেড...
আসলে স্প্রেড হচ্ছে ব্রকারের কমিশন। পেয়ার বাদে এক এক ব্রকারে স্প্রেড এক এক রকম। যেমন ইউরু ইএসডি তে কিছু ব্রকার দেড় পিপ্স স্প্রেড কাটে আবার কিছু ব্রকার ৩ পিপ্স এর মতন স্প্রেড কাটে।
সন্ধ্যায় আমেরিকার নিউজ প্রকাশ হয়ে থাকে। আসলে ট্রেড করার জন্য নিরিবিলি পরিবেশ প্রয়োজন। আপনি অন্য কাজে বিজি থাকলে ট্রেড করা থেকে বিরত থাকুন। বিশেষ করে নিউজ প্রকাশের পরে ট্রেড এন্ট্রি থেকে শুরু করুন।
ডলার সংকট কালে আমার মতে ইউরো ব্রিটিশ মুদ্রায় ট্রেড করা উত্তম কাজ।
কারম এতে উভয় মুদ্রা দুর্বল। তাই আপনি ট্রেড করে নিরাপদ থাকবেন।
তাই ইউক্রেন রাশিয়ার সংকট চলা কালে ডলার ক্রয় বা বিক্রয় থাকে বিরতো...
জি, আপনি চাইলে বন্ধ মারকেটে ট্রেড করতে পারেন। এটা বিটিসি, গোল্ড ইউ এস ডি তে করা জেতে পারে। তা ছাড়া বন্ধ মারকেটে ভোলাটাইল কম থাকার কারনে আপনি ভালো প্রফিট বের করতে পারবেন।
না, আমি ফরেক্সের আয় নিয়ে খুশি নয়। তবে আপনি চাইলে ফরেক্স পার টাইম হিসাবে করতে পারেন। আর বাস্তবতা হচ্ছে এ-ই যে এটি আপনার ইচ্ছার বাইরে লাভ বা লোকসান হতে পারে। তাই সঠিক পরিকল্পনা করে ট্রেড করতে হবে।
ডিপোজিট করার জন্য পারপেক্ট মানি ভালো। কারন এতে জুয়াড়িদের আনাগোনা নাই। তাই আপনার একাউন্ট নিরাপদ। তবে এখন অনেকেই কিপ্টকারেন্সি থেকে ডিপোজিট করতে পারে। সেটা বিটিসি বা লাইট কয়েন থেকেও করা যেতে পারে।