ফরেক্স এ লস নিয়ন্ত্রন করার অনেক উপায় আছে। এখন আপনি যদি বেশি কারেন্সতে ট্টেড করেন তাহলে আপনার জন্য লস নিয়ন্ত্রন করা কঠিন হতে পারে।আপনি বাই অথবা সেল করার সময় দেখেশুনে ট্রেড দিবেন । অনেকগুলি ট্রেড এক সাথে পরিচালনা না করে কম পরিমানে ট্রেড দিয়ে তা মনিটরিং করতে থাকুন এছাড়া আপনি স্টপ লস এবং টেক প্রফিট সিস্টেম ব্যবহার করে ও ট্রেড করলে আপনার লসকে নিয়ন্ত্রন করতে পারবেন এর জন্য আপনাকে লোভ হতে দুরে থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে রিক্স কম নিয়ে ট্রেড করতে হবে। কখনোই ওভার ট্রেড করা যাবে না।