QuoteOriginally Posted by Shimul77 View Post
১. খুব দ্রুত রিয়েল ট্রেডে চলে আসাঃ

ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানার পরেই বেশিরভাগ ট্রেডার কাছে মনে হয় তাদের সামনে বিপুল পরিমান প্রফিট করার অমুল্য দুয়ার খুলে গেছে। তাই তারা খুব উত্তেজিত হয়ে পরে কবে থেকে রিয়েল ট্রেড শুরু করবে। কয়েকটা ডেমো ট্রেডে প্রফিট হলেই বেশিরভাগ ট্রেডার ভেবে বসেন তারা রিয়েল ট্রেডের জন্য উপযুক্ত হয়ে গেছেন। কিন্তু বেশিরভাগ ট্রেডের এটাই জানেনা যে তারা আসলেই কি জানে না। অনেক ট্রেডারই মনে করে অল্প কিছু ডলার দিয়ে একটু চেষ্টা করে দেখি কেমন প্রফিট হয়। যার ফলশ্রুতিতে অল্প জ্ঞ্যান নিয়েই ফরেক্স মার্কেটে এসে তারা লসের মুখোমুখি হয়।

২. টিকে থাকার জন্য ট্রেড না করাঃ

বেশিরভাগ নতুন ট্রেডার লাভ করার জন্যই ট্রেড করে থাকে, টিকে থাকার জন্য ট্রেড করে না। আপনি হয়তো বলবেন, মানুষ তো লাভ করার জন্যই ফরেক্স ট্রেড করতে আসে, তাহলে দোষটা কোথায়? দোষটা হল, আমরা যখন একটি ট্রেড দেই, তখন সবাই লাভ করার আশাতেই দেই, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু ট্রেড দেয়ার সময় কি আমরা মাথায় রাখি যে ট্রেডটি যদি আমাদের বিপরীতে যায়, তবে এর ফলাফল কি হতে পারে? আমাদের অ্যাকাউন্টের কি পরিমান লস হতে পারে? ধরুন আমার অ্যাকাউন্টে $৫০০ ডলার আছে। এখন যদি আমি এমন একটি ট্রেড দেই যে ১০০ পয়েন্ট লাভ হলে আমার আরও $৫০০ ডলার লাভ হবে, আর ১০০ পয়েন্ট লস হলে আমার ক্যাপিটাল $৫০০ ডলার পুরোপুরি লস হয়ে যাবে, তবে সেই ট্রেডটি দেয়া কতটুকু যুক্তিসঙ্গত? তাই যখন ট্রেড দিব আমরা, তখন মাথায় অবশ্যই রাখতে হবে যে আমাকে কিন্তু টিকে থাকতে হবে। ১ দিনের জন্য ট্রেড করতে আসিনি। তাই একদিনে অনেক প্রফিট করে ফেললেই যে বড়লোক হয়ে যাব তা কিন্তু না। তাই নিরাপদ ট্রেড দিতে হবে। অ্যাকাউন্ট যাতে শূন্য হয়ে না যায়। কোনভাবেই অ্যাকাউন্ট বড় ধরনের লসের মুখোমুখি হতে পারে এমন ট্রেড দেয়া যাবে না, তাতে যতই লাভ হওয়ার সম্ভাবনা থাকুক না কেন। বেশিরভাগ ট্রেডার ফরেক্স ট্রেড করতে আসে খুব বেশি প্রত্যাশা নিয়ে। তাই তাদের লাভের টার্গেটও হয় অনেক বেশি। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সবাই কম-বেশি জানেন। কিন্তু প্রথম দিকে খুব কম ট্রেডারই তা মেনে থাকে। টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট করা অত্যাবশ্যকীয়।

৩. অন্ধভাবে সিগন্যাল অনুসরন করা এবং রিভেঞ্জ ট্রেডিংঃ

ট্রেড করতে গিয়ে বড় ধরনের লস করে ফেললেন। ভাবলেন যে করেই হোক এই লস রিকভার করতেই হবে। এরপরেই পেলেন ভালো একটি ট্রেডের সুযোগ। ভাবলেন বড় লটেই ট্রেড দিয়ে দেই, আগের সব লস পুষিয়ে নেই একটু ঝুঁকি নিয়ে। এই ট্রেডও গেলো ভাগ্যের বিপরীতে। ব্যাস অ্যাকাউন্ট জিরো, কিংবা হল বড় ধরনের লস। রিভেঞ্জ ট্রেডিং করতে গিয়ে এ ধরনের লসে পরার অভিজ্ঞতা হয়নি এমন ট্রেডার বুঝি কমই আছেন। এবং বেশিরভাগ ট্রেডারের প্রথম ডিপোজিট শূন্য হয় এই রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে। তাই যেকোনো মূল্যেই এ ধরনের রিভেঞ্জ ট্রেডিং থেকে দূরে থাকতে হবে যদি আপি আপনার অ্যাকাউন্টকে টিকিয়ে রাখতে চান। এছাড়া ফরেক্স ট্রেডিং এর শুরুতে নামকরা তথাকথিত এক্সপার্ট ট্রেডার বা সিগন্যাল ওয়েবসাইটগুলোর দেয়া ট্রেডিং সিগন্যালগুলো অন্ধভাবে অনুসরন করা থেকে বিরত থাকুন। আমাদের নিজেদের করা অ্যানালাইসিস আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু অন্যের দেয়া সিগন্যাল আমাদেরকে বিভ্রান্ত করে, অতিরিক্ত কনফিডেন্স এনে দেয় এবং আমরা সেকারণে বড় ধরনের রিস্ক নিয়ে বসি ট্রেড করতে গিয়ে।
তিনটি বিষয়ই আমার ট্রেডিং স্টাইল এর সাথে শতভাগ মিলে যায় । বিশেষ করে ১ নম্বর আর ৩ নম্বর এর রিভেঞ্জ ট্রেডিং এর জন্য যে আমার একাউন্ট কতবার মার্জিন কল পেয়েছে তার কোন হিসাব করা যাবে না । আমি প্রত্যেকবার মার্জিন কল পাওয়ার পর চিন্তা করি যে আর আমি এই কাজ করবো না । কিন্তু প্রতিবারই আমি আমার নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি । তাই এখন আর ট্রেড করতে খুব একটা ভরসা পাই না ।