ফরেস্ক মানেই ইনকাম নয়,কারন ফরেস্ক করে খুব অল্প লোকই বড়লোক হতে পেরেছে,বেশির ভাগ মানুষই গরিব হয়েছে।কারন এখানে রিস্ক বেশি আর রিস্ক মেইনটেইন করে যারা ব্যবসা করতে পারে তারাই একদিন ভাল ব্যবসায়ী হতে পারে।আসলে কষ্ট না করলে কেউ বড় হতে পারে না।এবং ব্যবসা যদি লসে যায়ও তবুও এটা ছেড়ে দেয়া উচিত হবে না।লেগে থাকলে একদিন না একদিন ভাল ফল আসবেই।ফরেস্ক একটি ঝুকিপূর্ণ ব্যবসা মনে করে এই ব্যাবসার প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে, সন্মান করতে হবে এবং টাকার মূল্য দিতে হবে,কারন যেটা যায় সেটা আর আসে না,তাই দেখে শুনে বুঝে ব্যবসা করতে হবে।