1. যারা গেম্বলার তাদের জন্য উপযুক্ত স্থান হল CASINO । আর ফরেক্স হল তাদের জন্য যারা ইনভেস্টমেন্ট এ আগ্রহি এবং তা থেকে ছোট পরিমাণ প্রফিট পেয়েই খুশি হবে। ভাগ্যের উপর নির্ভর না করে ফরেক্স এর বিভিন্ন দিক নিয়ে বাস্তব শিক্ষা গ্রহন ও এনালাইসিস আপনাকে আরও ভালো এবং consistant প্রফিট পেতে সহায়তা করবে।
2. Practice Makes a Man PERFECT । প্রথম দিকেই রিয়েল একাউন্ট এ বড় ডিপোজিট না করে বিভিন্ন ডেমো একাউন্ট এ ট্রেড প্র্যাকটিস করা উচিত। নিজের মূলধন লস করার আগে ভালভাবে এ্যনালাইসিস করা শিখুন এবং ট্রেডিং জিনিস টা কি বুঝুন । বাই সেল জেনেই ট্রেডিং এ নেমে পরবেন না। প্রয়োজনে সেন্ট অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করুন।
3. একটা ভালো ব্রোকার এ ট্রেড করুন। নিজের স্ত্রেটেজির জন্য উপযুক্ত একটি ব্রোকার নির্বাচন করুন।
4. ট্রেন্ড এর সাথে ট্রেড করুন। ট্রেন্ড মানে সেইম ডাইরেকশন এ এখনও মুভমেন্ট হবে । ট্রেন্ড এর সাথে থাকলে Continue প্রফিত পেতে আপনাকে সহায়তা করবে । মনে রাখবেন। আপট্রেন্ড এ কখনো সেল এবং ডাউন ট্রেন্ড এ কখনো বাই দিবেন না।
5. ইমোশন কন্ট্রোল করতে শিখুন । নিজেকে কখনই ইমোশন দ্বারা নিয়ন্ত্রিত হতে দিবেন না। ইমোশন কে নিয়ন্ত্রন যারা করতে পারবে না তারা প্রফিট কে দেখবে হুর হুর করে নিচে নামতে এবং লস কে দেখবে হুর হুর করে উপরে উঠতে।
6. সবসময় ট্রেড নিয়ে আচ্ছন্ন থাকবেন না। বাহিরে বের হওন। চার্ট এর সামনে বসে থাকতে হবে এমন কোন কথা নেই।
7. ফরেক্স এ গেরান্টি বলে কিছু নাই। কেউ যদি বলে যে তার ফরেক্স SECRET আছে যেমন হলিগ্রেইল সিস্টেম, রোবট, ট্রিক ইত্যাদি তাহলে একটা জিনিস ই আপনাকে করতে হবে এবং তা হল ১০০ মাইল ধুরে ভাগতে হবে এসব থেকে
8. Patience really is A virtue. যেকোনো স্ট্রেটাজির ক্ষেত্রেই একসাথে একসাথে অনেক প্রফিট করতে যাবেন না। মানি মেনেজ মেন্ট এর সাহায্য নিয়ে ধিরে ধিরে আগান। তাহলে ফরেক্স এর যেকোনো ঝড় মুকাবেলা করতে আপনি সক্ষম হবেন।
9. রিভেন্জ ট্রেডিং থেকে বিরত থাকুন অনেক ট্রেডার আছে যারা বড় ধরনের লস করার সাথে সাথে খুব রাগ হয়ে উত্তেজিত হয়ে নিয়মের বাইরে গিয়ে ট্রেড করে আরো বেশি লস করে।
10. অন্য কারো কাছ থেকে ফ্রী সিগনাল নিয়ে ফ্রী সিগনাল এর উপর নির্ভর করে ট্রেড করা থেকে বিরত থাকুন ।