একটি মোটর সাইকেল সঠিক ভাবে চালানোর জন্য কিছু ব্যপার খুব ভালভাবে আয়ত্ব করতে হয়। প্রথমত নতুন যদি কোন মোটর সাইকেল কিনেন তাহলে প্রথম ৫০০০ কিমি. ৫০ কি/ঘন্টা এর উপর স্পিড তুলবেন না, কারণ মোটর সাইকেল এর পিষ্টন প্রথম অবস্থায় যখন সেট করেন সেটা খুব টাইট থাকে তাতে যদি স্পীড বেশী তুলেন ইন্জিন গরম হবে এবং তারাতারি পিষ্টন বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে পিস্টন ফ্রি করে নিন ৫০০০ কিমি চালিয়ে তারপর আপনি যতখুশি তত স্পীড তুলে কোন সমস্যা নাই, তবে অবশ্যই স্পীড তুলেন ধীরে ধীরে এক্সিলেটেড করে। ভাল থাকবে আপনার প্রিয় বাইক, আনন্দ পাবেন ব্যবহার করে।