আমরা অনেকেই সাধ এবং সাধ্যের সমন্বয় সাধনের জন্য খুবই পুরোনো আমলের বাইক (ইয়ামাহা আরএক১০০/১২৫,বাজাজ বক্সার, হোন্ডা সিডি-৮০, সুজুকি সামুরাই) ব্যবহার করে থাকি। যদি আপনার বাইক টি কম বেশি ১০ বছরের কাছাকাছি বা বেশি বয়সের হয়ে থাকে তবে কিছু জিনিস আপনাকে ইচ্ছা না থাকলেও খেয়াল করতেই হবে। আর তা হল - মবিল এর দিকে খেয়াল রাখতে হবে, কার্বুরেটর এর দিকে নজর রাখতে হবে, চেইন এর দিকে বিশেষ নজর দিতেই হবে। কারণ এই জিনিসগুলোতে খুব ঘন ঘন সমস্যা দেখা দিয়েই থাকে।

চলমান------------------