[IMG]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQH2TylUlWIVNHb37G-Lv8Mux5QErnGxWp-Ra9u3eH4fkLBN4hg[/IMG]
বাংলাদেশের ব্যাংকগুলোতে খেলাপী ঋণের পরিমান কোন ভাবেই কমানো যাচ্ছে না। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৮০ হাজার ৩০৭ কোটি টাকা। যা সবশেষ জুন মাসে হিসাবেও এর পরিমান এক বছর আগের চেয়ে ১৫ হাজার কোটি টাকা বেড়েছে। বিষয়টি খুবই উদ্বেগজনক উল্লেখ করে ব্যাংকাররা বলছেন এর ফলে আগামীদিনে ঋণ বিতরণ কমে যেতে পারে। তবে নির্বাচনের কারণে আসছে ৩ মাসে অনেক খেলাপী ঋণ পুন:তফসিল হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক...