বিশ্ব বাজারে এখনও ভাবমূর্তির সংকট কাটাতে পারেনি দেশের তৈরি পোশাক খাত। রানা প্লাজা দুর্ঘটনার পর পাঁচ বছর ধরে চলা সংস্কার প্রক্রিয়ার পরও 'মেড ইন বাংলাদেশ' ট্যাগ নিয়ে অস্বস্তি কাটেনি আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর। তৈরি পোশাকের বড় বাজার ইউরোপিয় ইউনিয়নের ৭০ ভাগ ক্রেতা প্রতিষ্ঠানই নিজেদের পণ্যে বাংলাদেশের নাম ব্যবহারে অনাগ্রহী। রাজধানীতে এইচএসবিসি ও ইউএনডিপি আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, ইতিবাচক প্রচারণার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে...