[IMG]http://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/dorbesh1_1392713512_1-1111111111.png[/IMG]
বছরে এক হাজার ২০০ গাড়ি উৎপাদন ক্ষমতা নিয়ে বেসরকারি উদ্যোগে ৪শ’ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে আনোয়ারায় প্রতিষ্ঠিত হয়েছে 'সেডান কার' তৈরির কারখানা। দেশে মালয়েশিয়ার বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোটন’-এর সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘সেডান কার’ উৎপাদন করতে যাচ্ছে অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি। ফ্যামিলি। প্রতিষ্ঠানটি সাধারণত ১৫শ’ সিসি গাড়ি তৈরি করলেও বাংলাদেশে তৈরি করা হবে ১৬শ’ সিসির সেডান কার। উল্লেখ্য যে, বাংলাদেশে প্রতিবছর ১৪ থেকে ১৫ হাজার গাড়ি আমদানি হয়ে থাকে, যার প্রায় ৭০ শতাংশই সেডান কার। এর বেশিরভাগই আমদানি হয় জাপান থেকে।