বিশ্বব্যাপী ডলারের চাহিদা কমেছে এবং চাহিদা না থাকায় ডলারের দরপতন হচ্ছে। যেমন প্রতি বছর হজ মৌসুমে ডলারের চাহিদা তুঙ্গে ওঠে খুচরা বাজারে (কার্ব মার্কেট)। চাহিদা বাড়ায় ব্যাংকিং চ্যানেলের সঙ্গে দামের ব্যবধান বড় হয়। অনেক সময় এ ব্যবধান ছাড়িয়ে যায় ৫ টাকা। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টে দিয়েছে নভেল করোনাভাইরাস। বর্তমানে ব্যাংকিং চ্যানেলের চেয়েও কম দামে ডলার বিক্রি হচ্ছে খুচরা বাজারে। চাহিদা না থাকায় লেনদেনও নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। অন্যদিকে বিশ্বব্যাপী আমদানি ও রপ্তানী খাত এখনো সচল হয়নি। তাই বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর ধরে রাখতে সাধারন ব্যাংকগুলো থেকে প্রতিনিয়ত ডলার কিনছে।