প্রিয় ট্রেডার বাজেটের প্রতিটি কথা ভাল করে বুঝতে হবে,
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যে পরিমাণ স্টক লভ্যাংশ ঘোষণা করবে, কমপক্ষে তার সমপরিমাণ নগদ লভ্যাংশ প্রদান করতে হবে। যদি কোম্পানি ঘোষিত স্টক লভ্যাংশের পরিমাণ নগদ লভ্যাংশের চেয়ে বেশি হয়, তাহলে স্টক লভ্যাংশের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে।.....
অর্থাদ এ পর্যন্ত cash এর উপর Tax পেত সরকার এখন স্টক এর উপর Tax বসাল । এতে যারা নাম মাত্র স্টক দিত তারা z এ যাবে ।কারন তাদের আয় ৭০-৮০ পয়সা । তাই এ হতে ৩০% লভ্যংস দিতে পারবে তো ?
অর্থ মন্ত্রী ঠিকই বলেছেন z গুলোর দিকে নজর দিতে হবে মানে আলাদা বাজার করতে হবে বর্তমানে z গুলো দিয়ে আলাদা বাজার তৈরি করতে একটু কেমন কেমন যেন লাগছে। তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে করপরবর্তী নিট লাভের সর্বোচ্চ ৭০ শতাংশ রিটেইন আর্নিং, ফান্ড, রিজার্ভে স্থানান্তর করতে পারবে। অর্থাৎ কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ দিতে হবে। বাহিরের কোম্পানি গুলো ৬০% পর্যন্ত বোনাস দেয় কিন্তু এদেশের আইন হল ৩০% দেয়া। দেখাযাক কি হয়। কোম্পানি গুলো এবং ইচ্ছা করে ইপিএস কারসাজি করবে। দেশিয় মোটর সাইকেল এর ক্ষেত্রে এবং Textile এ লোক দেখানো প্রনোদনা । একদিক দিয়ে দেবে অন্য দিকে নেবে গ্যসের এবং বিদু্তের দাম বাড়িয়ে। বিদেশি কোম্পানি গুলোকে multiple Tex হতে অব্যহতি। তাই যেন তেল এ মাথায় তেল। সঞ্চয় পত্রের লাভের উপর Tax বেড়ে গেল। আইন তো অনেক হল মান্য করবে কে? কাল লেনদেন শুরু করার আগে বার বার বুঝুন এবং তারপর লেনদেন করুন। সবাই ভাল থাকবেন এই প্রত্যাশায়।