QuoteOriginally Posted by sumonbd View Post
অনেকে শুধু ইন্ডিকেটর ফলো করে আসলে তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারে? নাকি আসলেই ইন্ডিকেটর ফলো করে আস্তে্ আস্তে ইন্ডিকেটর আয়ত্ব করা সম্ভব।শুধু ইন্ডিকেটর ফলো করেই ট্রেড থেকে পফিট করা সম্ভব।কোন অ্যানালাইসিস ছাড়াই?
না শুধুমাত্র ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করে সফল হওয়া সম্ভব নয় ভালো মার্কেট এনালাইসিস করাও দরকার। ইন্ডিকেটর আমাদের ট্রেডিংয়ের জন্য সাহায্য করতে পারে তবে শুধুমাত্র ইন্ডিকেটর দেখেই ট্রেডে এন্ট্রি নেওয়া ভুল হবে। আপনি মার্কেট এনালাইসিস করবেন তারপর যদি দেখেন ইন্ডিকেটর আপনার অনুকুলেই ডিরেকশন দিচ্ছে সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন।