আইফোন এক্সের মাধ্যমে নতুন ডিসপ্লে প্রযুক্তির যুগে প্রবেশ করেছে অ্যাপল। এ সিরিজের কয়েকটি মডেলে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানিটি। যেখানে আগে সব ডিভাইসে ব্যবহার করা হতো এলসিডি প্যানেল। অ্যাপলকে এ ডিসপ্লে প্যানেলের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং। নির্দিষ্ট পরিমাণ ডিসপ্লে কেনার জন্য দুই কোম্পানি চুক্তিবদ্ধ।

কিন্তু আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্স মডেলের বিক্রি আশানুরূপ না হওয়ায় চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে অ্যাপল। শর্ত অনুযায়ী ডিসপ্লে কিনতে না পারায় ক্ষতিপূরণ হিসেবে অ্যাপল স্যামসাংকে এরই মধ্যে ৬৮ কোটি ৩০ লাখ ডলার পরিশোধ করেছে বলে জানা গেছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, স্যামসাংকে প্রদেয় ক্ষতিপূরণ এড়াতে পথ খুঁজছে অ্যাপল। পরবর্তী মডেলের ম্যাকবুক প্রো ল্যাপটপে ওএলইডি ডিসপ্লে ব্যবহারের কথা ভাবছে কোম্পানিটি। শিগগিরই এলসিডির পরিবর্তে ওএলইডি ডিসপ্লের ম্যাকবুক প্রো আসছে, এমন একটি গুজবও ছড়িয়ে পড়েছিল। আর সেই ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং।

তবে কোনো পক্ষই এ গুজবের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।


নিউজ বনিকবার্তা