গত জুনে জাপানের প্রকৃত মূল্যস্ফীতি দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে। ভোক্তামূল্য চাঙ্গা করতে নীতিনির্ধারকদের দীর্ঘ লড়াইয়ের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংক আরো অধিক প্রণোদনা প্রকল্প গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে যখন বৈশ্বিক অর্থনীতি ও কারখানা উৎপাদনে শ্লথগতি দেখা দিয়েছে, তখন ব্যাংক অব জাপানের (বিওজে) কর্মকর্তারা বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সঙ্গে তাল মিলিয়ে প্রণোদনা কর্মসূচি বহাল রাখবেন।

তাজা খাদ্যমূল্য বাদে তেলপণ্যসহ জুনে জাপানের প্রকৃত ভোক্তামূল সূচক (সিপিআই) গত বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়েছে। জুনের সিপিআই ছিল ২০১৭ সালের নভেম্বরের পর সর্বনিম্ন যখন, তা শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়েছিল। তুলনায় গত মে মাসে এ সূচক বেড়েছে শূন্য দশমিক ৮০ শতাংশ।

নিউজ বনিকবার্তা