কিছুদিন আগেই রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে আভাসটা দেয়া হয়েছিল, এবারের বিপিএল আসরের আয়োজনে চমক আনছে তারা। আজ বুধবারের সংবাদ সম্মেলনে বোঝা গেল চমকটা কোথায়। গেল বিশ্বকাপের অন্যতম সেরা তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিয়মানুসারে এ প্লাস ক্যাটাগরির অন্য খেলোয়াড় দলটির বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়তে হয়েছে তাদের। তবে তাকে অন্য কোন ভুমিকায় দলের সঙ্গে রাখা হবে কি না এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

বিপিএলের সবশেষ তিন আসরে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সকে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দেবেন। এর আগে ২০১৫ সালের বিপিএলে রংপুরের অধিনায়ক ছিলেন সাকিব।

আজকের অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য সাকিবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

ঢাকা ডায়নামাইটসকে টানা তিন আসরের ফাইনালে নিয়ে গিয়েছিলেন সাকিব। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় তার দল, পরের দুই আসরে রানার্সআপ। আগামী ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর।

নিউজ বনিকবার্তা