সাধারণত রোবট বলতে একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা, যার বিভিন্ন কাজে মূলত মানুষের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ফরেক্সে রোবট হচ্ছে একটি সফটওয়্যার যা নিজে থেকে বিভিন্ন এলগোরিদম প্রক্রিয়া অবলম্বন করে নিজ থেকে কোনও ট্রেড নেয় এবং তা নিজেই ক্লোজ করে। অর্থাৎ আপনি যদি কোন ট্রেড প্লাটফর্মে রোবট বা EA (এক্সপার্ট অ্যাডভাইজর) সেট করেন তাহলে রোবট তার এলগোরিদম ব্যবহার করে আপনাআপনি থেকে ট্রেড নিবে এবং ক্লোজ করবে এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনাকে শুধু প্ল্যাটফর্ম নিরবিছিন্নভাবে ওপেন রাখতে হবে।
এটি কিভাবে কাজ করে?
মুলত C++ এবং MQL প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমেই mt4 টার্মিনালের EA (Expert Advisor) বা ফরেক্স রোবট তৈরি হয়। এটা মুলত একজন ট্রেডারের প্রফিটেবল স্ট্রাটেজিকেই কোডিং করে ফরেক্স রোবট বানানো হয়। তাই কোন রোবট লস করলে বুঝতে হবে স্ট্রাটেজিটাতে প্রবলেম আছে। অথবা কোডিংয়ে সমস্যা আছে। রোবট বিনামূল্যে পাওয়া যায় আবার টাকা দিয়েও কেনা লাগে।

ফরেক্স রোবটের উপকারিতা কি?
ফরেক্স রোবটের সবচেয়ে বড় উপকারিতা হলো এটা যেহেতু একটি প্রোগ্রাম তাই এতে মানবিক কোন গুনাবলী থাকবেনা। তাই সাইকোলজিকাল বা সেন্টিমেন্টাল কোন ব্যাপার এতে থাকবেনা। আমরা যারা প্রফিটেবল একটি স্ট্রাটেজি থাকার পরো শুধু মাত্র সা্ইকোলজিকাল প্রবলেমের কারনে প্রফিট করতে পারিনা তাদের জন্য ফরেক্স রোবট হতে পারে সুন্দর একটি সমাধান।
এছাড়া ফরেক্স রোবট যদি টার্মিনালে সেট করে দেন তাহলে সে অটোমেটিক ট্রেড নিবে এবং বন্ধ করবে। তাই আপনি আপনার প্রয়োজনীয় সকল কাজ করতে পারেন রোবটের উপর আপনার ট্রেডের দায়িত্ব ছেড়ে দিয়ে।
ফরেক্স রোবটের অপকারিতা কি?
ফরেক্স রোবটের উপকারিতা যেমন আছে তেমনি অপকারিতাও আছে। নরমাল মেনুয়াল ট্রেডে আমরা যেমন মার্কেট এনালাইসিস করে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড নিই। কিন্তু ফরেক্স রোবট জাষ্ট কিছু টেকনিক্যাল লেভেল ব্যবহার করেই বানানো হয়। তাই সে যখনি তার মধ্যে দেয়া ইনপুটগুলো পূরণ হয় তখনি ট্রেড নিয়ে নেয়। ম্যানুয়াল ট্রেডে আমরা যেভাবে একটা ট্রেডকে কন্ট্রোল করতে পারি ম্যানেজ করতে পারি রোবট ট্রেডে কিন্তু সেটা থাকেনা। যার ফলে রোবটকে যে মার্কেট কন্ডিশনে তৈরি একটি স্ট্রাটেজি দিয়ে কোডিং করা হয়েছিল অনেক সময় মার্কেট সিচুয়েশন চেঞ্জ হবার কারণে সে স্ট্রাটেজি আর কাজ করেনা তখন রোবট লস করতে থাকবে।

এই ফরেক্স বাংলা ফোরামে অনেক বিভিন্ন রোবট শেয়ার করে থাকে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এখানে দেখুন

তবে রোবট বা এক্সপার্ট অ্যাডভাইজর ব্যবহার এর আগে এর BackTest এবং ডেমোতে ব্যবহার করে এর দক্ষতা যাচাই করে নিবেন।