ফরেক্স মার্কেট যে পথে চলে সেই গতিপথ কে ট্রেন্ড লাইন বলা হয়। এই ট্রেন্ডলাইন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো ডাউনট্রেন্ড, আপট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড। ডাউনট্রেন্ডে সাধারণত মার্কেট প্রাইস ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে আবার আপট্রেন্ডে মার্কেট প্রাইস ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে অপরদিকে সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট প্রাইস একটি রেঞ্জের মধ্যে আপ এবং ডাউন হতে থাকে। ফরেক্স ট্রেডিং করতে গেলে মার্কেটের ট্রেন্ড সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কখনোই ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি নেওয়া যাবে না। অর্থাৎ আপ ট্রেন্ডে সেল এবং ডাউনট্রেন্ডে বাই এন্ট্রি নেওয়া যাবে না।