শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন বিলাসবহুল গাড়ির একটি র*্যালির মাধ্যমে এর যাত্রা শুরু হয়, দেশে প্রথমবারের মতো বিলাসবহুল গাড়ির রাইড শেয়ারিং সেবা নিয়ে এসেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘হট রাইড’। শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন বিলাসবহুল গাড়ির একটি র*্যালির মাধ্যমে এর যাত্রা শুরু হয়। জেসিআই আপটাউনের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য ছিল ডেঙ্গু মহামারির বিষয়ে সচেতনতা তৈরি।
উদ্বোধনী অনুষ্ঠানে হট রাইডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার হোসেন সায়েম বলেন, “বিদেশ থেকে বাংলাদেশে আসা অতিথিদের বাংলাদেশের অভিজ্ঞতাকে আরও সুন্দর ও সুখকর করবে হট রাইড। সেই সঙ্গে বাংলাদেশের বিলাসবহুল গাড়ির বাজারকে উন্মুক্ত করবে।” একটি বিলাসবহুল গাড়ি থাকলে হওয়া যাবে হট রাইডের সদস্য। এক্ষেত্রে গাড়ি ও যাত্রীর নিরাপত্তার বিষয়গুলো দেখভাল করবে হট রাইড। হট রাইডে রেজিস্ট্রেশন করা যাবে www.hotryde.com ওয়েবসাইটের মাধ্যমে।
হট রাইড প্রযুক্তি প্রতিষ্ঠান টুয়েন্টি-টু ডিজিটালসের একটি সহযোগী প্রতিষ্ঠান।