২০ সেপ্টেম্বর বাজারে আসতে পারে নতুন আইফোন ১১। ১৩ সেপ্টেম্বর থেকে ডিভাইসটির প্রি-অর্ডার গ্রহণ শুরু করতে পারে অ্যাপল।

উন্মোচনের আগেই আইফোন ১১ বাজারে আসার তারিখ নিয়ে তথ্য জানা গেছে মূল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের এক অভ্যন্তরীন সূত্রের মাধ্যমে-- খবর আইএএনএস-এর।

ইতোমধ্যেই ১০ সেপ্টেম্বরের অ্যাপল ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে অ্যাপল। কুপার্টিনো, ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্ক প্রধান কার্যালয়ের এই ইভেন্টে নতুন তিনটি আইফোন উন্মোচন করতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

আইফোন xএস, xআর এবং xএস ম্যাক্স-এর আপডেটেড সংস্করণ উন্মোচন করা হতে পারে এই অনুষ্ঠানে। এর মধ্যে দুইটি মডেলে প্রথমবারে মতো আনা হতে পারে ট্রিপল ক্যামেরা ব্যবস্থা। আর xএস-এর আপডেটেড সংস্করণের পর্দা কিছুটা বড় ৬.১ ইঞ্চি করা হতে পারে। আগের xএস-এর পর্দার মাপ ছিলো ৫.৮ ইঞ্চি।

খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়োর ধারণা নতুন আইফোনে বাইডিরেকশনাল ওয়্যারলেস চার্জিং সমর্থন আনা হবে। ফলে আইফোনের পেছনে এয়ারপডস-এর মতো ডিভাইসগুলো চার্জ করতে পারবেন গ্রাহক।

২০১৯ সালের আইফোনগুলোতে বড় ব্যাটারিও যোগ করতে পারে অ্যাপল।

আইফোন xআর-এর আপডেটেড সংস্করণে রাখা হতে পারে ৩১১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ২০১৮ সালে উন্মোচন করা আইফোন xআর-এর ব্যাটারি ছিলো ২৯৪২ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম