বাজারে “প্রতিযোগিতা দমানো এবং গ্রাহককে ঝুঁকির মুখে ফেলছে কিনা” তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন তদন্তের মুখে পড়েছে ফেইসবুক।

দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের জনপ্রতিনিধিদের পক্ষে এই অ্যান্টি-ট্রাস্ট মামলার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস-- খবব বিবিসি’র।

“বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মকেও আইন মানতে হবে এবং গ্রাহককে সম্মান দিতে হবে,” বলেন মিজ জেমস।

অন্যদিকে ফেইসবুকের দাবি, অনলাইন সেবা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের কাছে “বহু প্ল্যাটফর্মের মধ্যে বাছাইয়ের সুযোগ” রয়েছে।

ফেইসবুকের অঙ্গরাজ্য এবং স্থানীয় নীতিমালা বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল ক্যাসলবেরি বলেন, “আমরা বুঝতে পারছি আমরা যদি উদ্ভাবনের পথ ছেড়ে দেই, গ্রাহকও সহজেই আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে যেতে পারেন।”

ডিসট্রিক্ট অফ কলম্বিয়ার পাশাপাশি এবারের তদন্তে অংশ নিচ্ছে কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নেবরাস্কা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং টেনেসি।

“আমরা আমাদের তদন্তের সব পথই ব্যবহার করবো, এর থেকে বের করা হবে ফেইসবুকের পদক্ষেপের কারণে গ্রাহকের ডেটা ঝুঁকির মধ্যে পড়ছে কিনা, গ্রাহকের পছন্দের মান কমছে কিনা বা বিজ্ঞাপনের মূল্য বাড়ছে কিনা,” বলেন জেমস।

ইতোমধ্যে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের ভিন্ন একটি অ্যান্টি-ট্রাস্ট তদন্তের মুখে রয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এর আগে ফেইসবুকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এটা কোনো একক আধিপত্য নয় এবং গ্রাহক অনলাইনে বন্ধুদের সঙ্গে কীভাবে যুক্ত হবেন তা তারা নিজেরাই বাছাই করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম