১৯৪৫ সালের পর সবচেয়ে দীর্ঘ সময়ের শ্লথগতির চক্রে পড়েছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি। উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়িক আস্থা ফেরাতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করতে বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দেশটির সরকারের ওপর ক্রমে চাপ বাড়ছে। খবর ব্লুমবার্গ।

চলতি মাসে দেশটির অর্থনৈতিক দুর্বল অবস্থা ৭০তম মাসে প্রবেশ করেছে বলে জানিয়েছে সাউথ আফ্রিকান রিজার্ভ ব্যাংক (এসএআরবি)। প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় সম্প্রতি ত্রৈমাসিক বুলেটিন প্রকাশ করেছে এসএআরবি। সেখানে জানানো হয়েছে, দীর্ঘ সময় প্রতিকূল অবস্থার মুখে থাকায় দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা কয়েক বছরের নিম্নে নেমে এসেছে। অন্যদিকে সংকুচিত হয়েছে ম্যানুফ্যাকচারিং খাতের সূচকও।

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা সর্বাধিক শিল্পায়িত অর্থনীতি। অথচ ২০১৩ সাল থেকে দেশটির অর্থনীতি ২ শতাংশের বেশি বাড়েনি। এদিকে দেশটির অর্থনীতি সম্প্রসারণের হার ২০২১ সাল পর্যন্ত ওই ২ শতাংশকেও ছুঁতে পারবে না বলে সংশোধিত পূর্বাভাসে জানিয়েছে এসএআরবি। ব্যাংকটি আরো জানিয়েছে, চলতি বছর দেশটির অর্থনীতি দশমিক ৬ শতাংশ সম্প্রসারিত হতে পারে, যা ২০১৬ সালের পর সবচেয়ে শ্লথ। এছাড়া আগস্টে দেশটির ব্যবসায়িক আস্থা তিন দশকেরও বেশি সময়ের সর্বনিম্নে পৌঁছেছে। বাড়তে থাকা ঋণ, দেশটির অর্থনীতির ওপর এসকম হোল্ডিংস এসওসি লিমিটেডের নেতিবাচক প্রভাব ও ২৯ শতাংশ বেকারত্বের হার বিনিয়োগ গন্তব্য হিসেবে দেশটির সুনাম ক্ষুণ্ন করছে।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের ব্যবসা পর্যালোচনা বিভাগের প্রধান ও ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদক ইয়ান ভেন্তার বলেন, ব্যবসায়িক আস্থায় চলমান দুর্বলতা ও ব্যবসায়িক সংশ্লিষ্ট নির্দেশকগুলোর ‘দুর্বলতর’ অবস্থান নির্দেশ করছে যে দেশটি সহসা শ্লথগতির দুষ্টচক্র থেকে মুক্তি পাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের ব্যবসা পরিবেশের উন্নতি করার বিকল্প নেই। আর এজন্য দ্রুতই সংস্কার কার্যক্রম গ্রহণ ও যথাযথ বাস্তবায়ন করতে হবে।


বণিক বার্তা