রফতানির ওপর দীর্ঘস্থায়ী বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাবে গত মাসে যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম কমে ১০ বছরের সর্বনিম্নে নেমে গেছে। এদিকে মার্কিন ম্যানুফ্যাকচারিং কার্যক্রমের এ পতনের ধাক্কায় গতকাল বিশ্বব্যাপী শেয়ারদর এক মাসের সর্বনিম্নে নেমে যায়। খবর রয়টার্স।

গত সপ্তাহে আগস্টে মার্কিন ভোক্তা ব্যয় প্রশমিত হওয়ার পরিসংখ্যান প্রকাশের পর মঙ্গলবার ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্ট (আইএসএম) যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম নিয়ে জরিপ প্রকাশ করল। বিশ্বের শীর্ষ অর্থনীতিটির ক্রমাগত ম্লান হয়ে পড়ার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চীনের সঙ্গে ১৫ মাসব্যাপী বাণিজ্যযুদ্ধকে দায়ী করা হচ্ছে। এরই মধ্যে এ বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রের ব্যবসা আস্থার অবনতি ঘটিয়েছে ও উৎপাদন ক্ষুণ্ন করেছে।

পরিহাসের বিষয় হলো, ম্যানুফ্যাকচারিং খাতকেই বাণিজ্য শুল্কের ভার বহন করতে হচ্ছে; যেখানে অন্যায্য বিদেশী প্রতিযোগিতা থেকে শিল্পগুলোকে রক্ষার জন্য এ শুল্ক অত্যন্ত জরুরি বলে মনে করছে হোয়াইট হাউজ। এদিকে ম্যানুফ্যাকচারিং খাতের বিপর্যয়ের জন্য ফেডারেল রিজার্ভ, বিশেষ করে ফেড প্রধান জেরোমি পাওয়েলকে দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্প।

বণিক বার্তা