চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্রিটিশ শ্রমিকদের উৎপাদনশীলতা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে কমেছে। ব্রেক্সিটের দোলাচলে দেশটির অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দেয়ায় এমনটি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রতিবেদনে। খবর গার্ডিয়ান।

জুন পর্যন্ত তিন মাসে ব্রিটিশ শ্রমিকদের উৎপাদনশীলতা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়েছে ওএনএসের প্রতিবেদনে। ২০১৪ সালের মাঝামাঝির পর থেকে এটি দেশটির সবচেয়ে দুর্বল উৎপাদনশীলতার রেকর্ড। প্রসঙ্গত, লেবার প্রডাক্টিভিটি বা শ্রম উৎপাদনশীলতা বলতে ঘণ্টাপ্রতি কোনো অর্থনীতির উৎপাদনের পরিমাপ বোঝায়।

দেশটির উৎপাদনশীলতার চলমান দুর্বল রেকর্ড ২০১২ সালের আর্থিক সংকটের পর থেকে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওএনএস। তবে ব্রেক্সিট নিয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর উৎপাদনশীলতা কমার বিষয়টি তীব্রতর হয়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। আগের টানা দুই প্রান্তিকের শূন্য প্রবৃদ্ধি পর এবার পতনের দেখা পেল ব্রিটিশ অর্থনীতি।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে শ্রমিকপ্রতি উৎপাদন প্রবৃদ্ধির দেখা পায়নি বলে জানিয়েছে এএনএস। তবে একই সময় সেখানে রেকর্ড কর্মসংস্থান হয়েছে। কিন্তু এ প্রান্তিকেই ব্রিটিশ অর্থনীতি ২০১২ সালের পর থেকে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উৎপাদনশীলতা না বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনের মান উন্নত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বণিক বার্তা