কানাডার নির্বাচনে জয় পেয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। তবে দ্বিতীয় মেয়াদে তার দলকে সংখ্যা লঘু সরকার গঠন করতে হবে। সংসদের সর্বাধিক আসন পেলেও কোন আইন পাস করতে হলে অন্য দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

কানাডার নির্বাচনী ওয়েবসাইটে দেয়া তথ্য থেকে জানা গেছে, স্থানীয় সময় গতকাল সোমবার দেশজুড়ে নির্বাচনে নিবন্ধিত ২ কোটি ৭১ লাখ ২৬ হাজার ১৬৬ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ২৬৮টি। যা মোট ভোটারের ৬৫ দশমিক ৫৬ শতাংশ।

সারাদেশের ৩৩৮টি ইলেক্টোরাল ডিস্ট্রিক্টের মধ্যে লিবারেলরা ১৫৭টিতে জয় পাচ্ছেন। তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে ১৭০টি আসনে জিততে হতো; যা থেকে ট্রুডোর দল ১৩টি আসনে পিছিয়ে।

এদিকে লিবারেল পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ১২১টি আসনে জয় পাচ্ছে। আগের বারের নির্বাচনে তারা জয় পেয়েছিল ৯৫টিতে। আসনে পিছিয়ে থাকলে মোট ভোটে এগিয়ে আছে দলটি। লিবারেল পার্টি ভোট পেয়েছে মোট ভোটের ৩৩ শতাংশ, অন্যদিকে কনজার্ভেটিভ ভোট পেয়েছে ৩৪ দশমিক ৪ শতাংশ

বণিক বার্তা