ভারতের মনিপুর রাজ্যের ভিন্নমতাবলম্বী নেতারা ব্রিটেনে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার লন্ডনে রাজ্যটির ভিন্নমতাবলম্বী দুই নেতা নিজেদের রাজা লেইশিম্বা সানাজাওবার প্রতিনিধি দাবি করে এ ঘোষণা দেন, জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে দ্য হিন্দু।

এ সময় তারা একতরফাভাবে ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করেন বলে দোহাভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে স্বঘোষিত ‘মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী’ ইয়ামবেন বিরেন ও ‘মনিপুর স্টেট কাউন্সিলের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্র ’ নারেংবাম সমরজিৎ জানান, তারা ‘মনিপুরের মহারাজার’ পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রবাসী সরকার ‘দ্য মনিপুর স্টেট কাউন্সিল’ শুরুর ঘোষণা দিচ্ছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে লন্ডনের ভারতীয় হাই কমিশন থেকে কোনো মন্তব্য আসেনি বলে দ্য হিন্দু জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর