অ্যামাজনের শেয়ারদরের পতনের ফলে শুক্রবার জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থানে উঠে এলেন বিল গেটস। প্রায় দুই বছর পর শীর্ষস্থান পুনরুদ্ধার হলো মাইক্রোসফটের এ সহপ্রতিষ্ঠাতার। খবর ব্লুমবার্গ।

গেটসের জন্য সোনায় সোহাগা হিসেবে দেখা গেছে গত ২৫ অক্টোবর পেন্টাগন কর্তৃক মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং চুক্তি জেতা। অ্যামাজনকে বাদ দিয়ে ১ হাজার কোটি ডলারের এ চুক্তি মাইক্রোসফটকে দেয় ট্রাম্প প্রশাসন। তখন থেকে মাইক্রোসফটের শেয়ারদর বেড়েছে ৪ শতাংশ। এতে ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে গেটসের সম্পদের পরিমাণ বেড়ে গিয়ে ১১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে একই ঘোষণায় অ্যামাজনের শেয়ারদর সংকুচিত হয়েছে ২ শতাংশ এবং বেজোসের নিট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭০ কোটি ডলার।

চলতি বছর মাইক্রোসফটের শেয়ারদর ৪৮ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিতে থাকা গেটসের ১ শতাংশ শেয়ারের মূল্যও বেড়েছে। শেয়ারবিক্রি ও ক্যাসকেডের অন্যান্য পারিবারিক বিনিয়োগ থেকে গেটসের সম্পদের পরিমাণ বেড়েছে।


বণিক বার্তা