আর্থিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে প্রায় চার হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে সংকট জর্জরিত মার্কিন রিয়েল এস্টেট কোম্পানি উইওয়ার্ক। চলতি সপ্তাহেই এ ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উইওয়ার্ক নিজেদের প্রধান অফিস-স্পেস ভাড়া ব্যবসার দুই হাজার থেকে আড়াই হাজার কর্মী ছাঁটাই করতে পারে বলে বিষয়সংশ্লিষ্ট দুজন নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন। এছাড়া ম্যানহাটনের একটি বেসরকারি স্কুলের মতো পার্শ্ব ব্যবসাগুলো বিক্রি বা বন্ধ করে দেয়ায় আরো এক হাজার কর্মী ছাঁটাই হতে পারে।

এর বাইরে ভবন রক্ষণাবেক্ষণের আরো এক হাজার কর্মীকে একটি বহিঃস্থ ঠিকাদারের কাছে পাঠিয়ে দেয়া হতে পারে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। শেষ পর্যন্ত উইওয়ার্কের ছয় হাজার পর্যন্ত কর্মী ছাঁটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।

বণিক বার্তা