বিনিয়োগকারীদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো এক বছর যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে না, তা অনেকটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণায় গতকাল এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দেয়।

মঙ্গলবার ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি করার জন্য তার সামনে কোনো ‘ডেডলাইন বা নির্দিষ্ট তারিখ’ নেই।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চান। তবে চীনারা এখনই চুক্তি করতে চায়। আমরা দেখতে চাইছি চুক্তিটি সঠিক হচ্ছে কিনা। চুক্তিটিকে অবশ্যই সঠিক হতে হবে।

১৫ ডিসেম্বর চীনা পণ্যের ওপর আরেক দফা শুল্ক আরোপের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের এ বক্তব্য বলছে, তারা এ সিদ্ধান্ত থেকে হয়তো পিছু হটবে না।

এর আগে ব্রাজিল, আর্জেন্টিনার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর এবং ফ্রান্সের ২৪০ কোটি ডলারের শ্যাম্পেন, হ্যান্ডব্যাগ, পনির ও অন্যান্য পণ্যের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। ওই দেশগুলো পাল্টা জবাব দেবে বলে জানিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের তীব্রতা আরো বাড়তে পারে। এবার চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি করতে আরো সময় লাগবে বলে জানালেন ট্রাম্প। অর্থাৎ বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির বাণিজ্যযুদ্ধ আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে, যেটি বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদই বটে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। দেশ দুটি পরস্পরের কয়েক হাজার ডলারের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে। এ যুদ্ধের কারণে দেশ দুটির যেমন নিজের ক্ষতি হচ্ছে, তেমন বড় বিপাকে পড়েছে বিশ্ব অর্থনীতি।

বণিক বার্তা