রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সুদহার (রেপো রেট) ৫ দশমিক ১৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। যদিও দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ বছরের নিম্নে নিয়ে আসতে পারে বলে জোর ধারণা করা হয়েছিল।

সুদহার অপরিবর্তিত রাখলেও মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আরবিআই। দেশটির জিডিপি পূর্বাভাস ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ দশমিক ১ শতাংশ থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে ব্যাংকটি।

এদিকে প্রবৃদ্ধির শ্লথতা সত্ত্বেও দেশটির মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছে আরবিআই। চলমান অবস্থায় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ১ থেকে ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছে ব্যাংকটি। তবে চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক পাঁচবার সুদহার কমিয়েছে। উপর্যুপরি সুদহার কর্তন করায় কমেছে ১৩৫ বেসিস পয়েন্ট। এদিকে বারবার সুদহার কমানো হলেও নতুন নির্ধারিত হারে গ্রাহকরা ঋণ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বণিক বার্তা