বিজ্ঞাপন জালিয়াতির দায়ে চীনা প্রতিষ্ঠান আইলাইকঅ্যাড মিডিয়া ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে ফেইসবুক।

সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির দাবি, ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টলের জন্য গ্রাহককে ফাঁদে ফেলছিলো আইলাইকঅ্যাড মিডিয়া। এতে গ্রাহকের অ্যাকাউন্টের দখল নিয়ে এর মাধ্যমে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়াচ্ছিলো প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।

জালিয়াতির জন্য আইলাইকঅ্যাড মিডিয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। ওই দুই ব্যক্তির নাম বলা হয়েছে শেন শিয়াও চং এবং হুয়াং তাও।

ইন্টারনেটে থাকা ম্যালওয়্যার ইনস্টলের জন্য গ্রাহককে প্রতারিত করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই ম্যালওয়্যারগুলো পরে গ্রাহকের ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করেছে। পরবর্তীতে এর মাধ্যমে নকল এবং ডায়েট পিলের মতো পণ্যগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে ব্লগ পোস্টে জানিয়েছে ফেইসবুক।

কিছু ক্ষেত্রে আইলাইকঅ্যাড মিডিয়া বিজ্ঞাপনের জন্য সেলিব্রেটিদের ছবি ব্যবহার করেছে। ইন্টারনেটে এ ধরনের প্রতারণা পদ্ধতিকে সাধারণত ‘সেলেব বেইট’ বলা হয়।

আবার কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ‘ক্লোকিং’ পদ্ধতিও ব্যবহার করেছে বলে জানিয়েছেন ফেইসবুকের প্ল্যাটফর্ম এনফোর্সমেন্ট অ্যান্ড লিটিগেশন বিভাগের পরিচালক জেসিকা রোমেরো এবং পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক রব লেদার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম