ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যেসব পণ্যের জন্য সুপরিচিত, এবার শুল্কারোপের জন্য সেসব পণ্যকে টার্গেট করেছে ট্রাম্প প্রশাসন। কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে, সেসবের নতুন তালিকা প্রকাশ করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভে অফিস (ইউএসটিআর)। সেখানে দেখা যাচ্ছে, তালিকায় নতুন এমন বেশকিছু পণ্য যোগ করা হয়েছে, সেসব আগেরগুলোতে ছিল না। আর এসবের মধ্যে রয়েছে আইরিশ ও স্কচ হুইস্কি এবং কনিয়াকের মতো ইইউর বেশকিছু সুপরিচিত পণ্য। এয়ারবাসের সঙ্গে বিবাদের জের ধরে ইইউর বিভিন্ন পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। খবর সিএনবিসি।

চলতি বছরের শুরুতে ইউএসটিআর ১ হাজার কোটি ডলারের বেশি মূল্যের ইউরোপীয় পণ্যের বেশ কয়েকটি তালিকা প্রকাশ করে। ওই সময় জানানো হয়েছিল, এয়ারবাসের সঙ্গে বিবাদ না মিটলে এসব পণ্যের ওপর শুল্কের খড়্গ নামবে। অক্টোবরে একধাপ এগিয়ে ওয়াশিংটন ইউরোপের বৃহৎ বেসামরিক উড়োজাহাজের ওপর ১০ শতাংশ এবং কৃষিপণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

এর আগে ইউএসটিআর কর্তৃক প্রকাশিত পণ্যের তালিকা থেকে অক্টোবরে বেশকিছু পণ্য বাদ দিয়েছিল হোয়াইট হাউজ। কিন্তু সর্বশেষ তালিকায় ওই বাদপড়া পণ্যগুলোর মধ্যে অনেকগুলোর নাম রয়েছে। এ নতুন পণ্যগুলো চূড়ান্ত হলে এর ওপরও ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

হুইস্কি ও কনিয়াক ছাড়া আরো যেসব পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে, তার মধ্যে রয়েছে স্প্যানিশ অলিভ অয়েল থেকে শুরু করে ফ্রেঞ্চ চিজ, জার্মান ছুরি ও পর্তুগিজ ফিশ ফিলেট।

বণিক বার্তা